আজ যদি সাকা চৌধুরী শেখ হাসিনার স্বামী হত, তবুও কি তার ফাসি হত ?
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২১ নভেম্বর, ২০১৫, ১১:৩১:০০ সকাল
সাকা চৌধুরী একবার আঙ্গুল দেখানোর কারনে শেখ হাসিনাকে বলেছিল, আঙ্গুল তুলে কথা বলবেন না। ঐ আঙ্গুলে আংটি পড়ানোর কথা ছিল।
ইতিহাস থেকেও আমরা জানতে পেরেছি, শেখ মুজিব নিজে থেকে সাকা চৌধুরীর বাপ ফজলুল কাদের চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনাকে ছেলের বউ করার জন্য।
ফজলুল কাদের বলেছিলেন, ইদুরের পেট থেকে কোনদিন বাঘের বাচ্চা বের হবে না ।
শেষমেষ আর বিয়ে হল না । কিন্তু একটা দূর্বলতা শেখ হাসিনার রয়েই গেল। সেই দূর্বলতা একটা সময় প্রতিশোধ নেবার প্রয়াসে রুপ নিল। কারন শেখ হাসিনার সৌন্দর্য যতই বেশী হোক, সাকা চৌধুরীর স্ত্রীর কাছে তা কিছুই না।
অপ্রাপ্ত বয়সের ভালবাসা ঘৃনায় পরিনত হওয়ায় আজ সাকাকে ফাসিতে ঝুলতে হচ্ছে।
কিন্তু সত্যি যদি সাকা হাসিনাকে বিয়ে করত, তাহলে কি চিহ্নিত রাজাকার মোশাররফের যেখানে বিচার হয় না, সেখানে নিরপরাধ সাকার ফাসি হত ?
বেয়াইয়ের চাইতে স্বামীর স্থান নিশ্চয়ই কখনো নিচে নয়। শুধুমাত্র চরিত্রহীন কিছু মহিলা ছাড়া।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে বিয়ে না করার মত অন্যায় করা সাকা চৌধুরীর ঠিক হয় নি। তাই বলে তাকে ফাসিতে ঝুলিয়ে দিবেন ?
আপনার কাছ থেকে বাংলাদেশের মেয়েরা ছেলেদের হত্যা করতে শিখবে। মেয়ে দেখতে গেলে দা বটি নিয়ে মেয়ের মা দাড়িয়ে থাকবে।
একবার যদি বলি মেয়ে পছন্দ হয় নি, সাথে সাথে গর্দানে কোপ ।
এটা কি গনতন্ত্রের মানস কন্যা(!!!)র চরিত্র ?
বিষয়: বিবিধ
২৫৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন