চোখ বন্ধ করলে কি প্রলয় বন্ধ হবে ???

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ১৯ নভেম্বর, ২০১৫, ১১:৫৪:৪৫ সকাল

বাংলাদেশে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক , ভাইবার ইত্যাদি বন্ধ করে দিয়েছে সরকার্। যদিও অনেকে প্রক্সি ব্রাউসার দিয়ে চালানোর চেস্টা করছে বা চালাচ্ছে।

কিন্তু এইভাবে সরকার জনগনের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে কি করতে চাইছে ?

৫ই জানুয়ারীর নির্বাচনে নির্লজ্জ ভোট চুরি করে হাসিনা গনমাধ্যমে কুতসিত দাতগুলো বের করে বলেছিল, যা ভোট দিয়েছে তাতেই আমার চলবে।

তাতে বাংলাদেশের ১৬ কোটি জনগন কস্ট পেলেও কস্ট পায় নি বাংলাদেশের সর্বোচ্চ আস্থার জায়গা সেনাবাহিনী। একের পর এক সরকারের উদ্ধৌত কর্মকান্ডে সমর্থন জানিয়ে গেছে তারা।

৭১ সালে যারা ঘৃন্য অপরাধ করেছে তাদের বিচার সবাই চায়। কিন্তু সেই বিচারে যখন একজন বিদেশী সাক্ষ্য দিয়ে প্রকৃত ঘটনা জাতিকে জানাতে চায় তখনই সরকার তাকে বাধা দেয়। যেমনটি দিয়েছে সাকা চৌধুরীকে।

কাজেই এটা তো স্পস্টই বোঝা যায় , সাকা চৌধুরীকে ফাসি দেয়া হচ্ছে কিছুটা পরিকল্পিত ক্রসফায়ারের মত করে। যার নাম বিচার বিভাগীয় ট্রাইবুনাল।

স্বাধীনতার মাত্র ৩ বছরের মাথায় যে লোকটি বাংলাদেশের জন্ম দিল তাকে হত্যা করে গনতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছিল একদল সেনাবাহিনী। তারা প্রমান করেছিল গনতন্ত্র রক্ষার সংগ্রামে কেওই সাধু নন।

আজ সরকার ভাইবার, ফেসবুক বন্ধ করেছে। কাল পত্র পত্রিকা বন্ধ করে দিবে।

সে সময় রক্ষিবাহিনী, আজকের পুলিশ, RAB কোন পার্থক্য নেই ।

বুলেট নাকি কাওকে চিনে না। হয়তো ভবিষ্যতেও আরো নানা বুলেটের শব্দ শুনতে হবে আমাদের্।

কারন ইতিহাস কাওকে ক্ষমা করে নি। করবে না।

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350345
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের বিকাশ আন্দোলনের মধ্য দিয়েই । কিভাবে আন্দোলন করলে ফলপ্রসু হবে তা যেমন তারা জানে , তেমনি জানে কিভাবে আন্দোলন দমাতে হয় ।

আওয়ামী লীগ হল সকারু আর অন্যান্য দল হল মামুনুল ।
350348
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১০
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : আওয়ামীলিগ যারা করে তাদের মৃত্যুটাও কুকুরের মতই হয়।
350384
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সময় সব ফিরআউনকেই পতন দেখায়।
350419
১৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ঠিক বলেছেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File