গাহি ঐক্যের গান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৩, ০৫:৫২:৩৮ বিকাল
কে দিয়েছে বকে? ফেইসবুকে টুকে
কে করেছে মুখ ভার
কে দিয়েছে চুকে? রেগে চোখে মুখে
সম্পর্ক রাখবেনা আর
কে দিয়েছে ঝারি, করে মুখ ভারী
কার ভেংগেছে হাড়ি
কে দিয়েছে আড়ি, হয়ে রাশভারী
কে হয়েছে বৈরী
চলবেনারে চলবেনা, ঝগড়াঝাটি চলবেনা
হাতে হাত মিলিয়ে দাও
চলবেনারে চলবেনা, ঠুকাঠুকি চলবেনা
রাগটা এবার চুকিয়ে দাও
হাতে হাত ধরি, চল দেশ গড়ি
ভুলে সব মান অভিমান
আমরা রাগব, আবার জাগব
গাইব ঐক্যের গান
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন