গাহি ঐক্যের গান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৩, ০৫:৫২:৩৮ বিকাল

কে দিয়েছে বকে? ফেইসবুকে টুকে
কে করেছে মুখ ভার
কে দিয়েছে চুকে? রেগে চোখে মুখে
সম্পর্ক রাখবেনা আর![]()
কে দিয়েছে ঝারি, করে মুখ ভারী
কার ভেংগেছে হাড়ি
কে দিয়েছে আড়ি, হয়ে রাশভারী
কে হয়েছে বৈরী![]()
চলবেনারে চলবেনা, ঝগড়াঝাটি চলবেনা
হাতে হাত মিলিয়ে দাও
চলবেনারে চলবেনা, ঠুকাঠুকি চলবেনা
রাগটা এবার চুকিয়ে দাও![]()
হাতে হাত ধরি, চল দেশ গড়ি
ভুলে সব মান অভিমান
আমরা রাগব, আবার জাগব
গাইব ঐক্যের গান
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন