ঝগড়া চলছে চলুক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জুলাই, ২০১৩, ০৪:৩৬:৫২ বিকাল
মামা বলে ভাগনীরে
তুই বড় পাগলীরে
ভাগ্নী বল মামারে
তুমি বেশ আগলিরে
দুইজন বলে দুইজনরে
ঝগড়া চলছে চলুকরে
মন্দ বলুক লোকে
বলুক তবু বলুকরে
মামাভাগ্নীর মান অভিমান
চলছে তবু চলবেরে
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন