আহা, কি মজা! শেখ হাসিনার শেষ দেখা দেখবো

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৬ জুলাই, ২০১৩, ০৪:২৬:১৮ বিকাল



গোলাম আযম মাষ্টার মাইন্ড হিসাবে হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন। অতএব তার ফাঁসি হওয়ার কথা। কিন্তু বয়স বিবেচনায় এনে তা না করে মাত্র ৯০ বছরের ফাঁসি দেয়া হয়েছে।

গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশন ভাল কোন ডকুমেন্ট উপস্থাপন করতে পারেনি, তাই আওয়ামী বিচারকরা স্বপ্রনোদিত হয়ে ফাঁসি দেয়ার উপযোগি ডুকমেন্ট সংগ্রহ করেছেন। নেপথ্যে প্রসিকিউশনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

কমান্ড রেসপনসিবিলিটি বা এ জাতীয় কাজের জন্য শেখ হাসিরনার বিরুদ্ধে সহসাই মামলা হবে। সেই মামলায় রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে গোলাম আযম মামলার রায়। আর প্রসিকিউশন ব্যবহার করবে লগি বৈঠা সহ হাজির হওয়ার নির্দেশ সম্বলিত শেখ হাসিনার ভাষন, সরাসরি নির্দেশ দাতা জাহাঙীর কবির নানক ও মীর্যা আযমের ভাষন এবং এ্যাকশনের ভিডিও চিত্র। ২৮ অক্টোবরে অমানুষিক ভাবে সাপের মতো যে ভাবে মানুষ মারা হয়েছিল তা উপস্থাপন করা হবে আদালতে।

যাবেন কোথায়? সব ডকুমেন্ট রেডি আছে। একটি এদিক বা ওদিক হলেই আপনি আসছেন আসামীর কাঠগড়ায়। আর গোলাম আযমের মামলা দিয়ে ফাঁসির আদেশ দেয়া হবে আপনার বিরুদ্ধে।

কে কোথায় আছেন, আসুন, ফূর্তি করি। আহা! কি মাজা!!

বিষয়: বিবিধ

২৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File