ঠগ পিরিত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুলাই, ২০১৩, ১১:৫৩:১৯ সকাল

এমন করে কইলে কথা
কেমন করে না বলি
তোমার তালে চলতে গিযে
এখন আমার হাত খালি![]()
এমন করে চাইলে তুমি
কেমন করে না বলি
তোমার চাওয়ার উজান টানে
নির্ঘূম আমার রাতগুলি![]()
এমন করে মন ফেরালে
কেমন করে যাই ভুলি
তোমার মনের দিক বলয়
ঘুরি আমি দিক ভুলি
বিষয়: বিবিধ
১৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন