প্রেক্ষিত কোটা:পিতার দোষে সন্তান দূষী নাহলে পিতার গুণে কেন সন্তান গুণান্বিত হবে???
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৩ জুলাই, ২০১৩, ১১:৪২:৩৭ সকাল
আমার পিতা ১৯৭১ সালে পাক
বাহিনীকে সহযোগীতার
দোষে দূষী!
আমি তার সন্তান|
আমি শুনেছি মুক্তিযুদ্ধকালীন
সময়ে পাক
বাহিনীকে যারা সহযোগিতা করেছি
তারা অবর্ণনীয় অপরাধ করেছিল|
হত্যা,খুন,ধর্ষণ অগ্নিসংযোগের মত
জঘন্য খারাপ কাজ আমার
পিতারা করেছিল|
আমার পিতার অপরাধের বিচার
হওয়া উচিৎ|কিন্তু দুঃখের বিষয় হলে
সত্য আমার পিতা বর্তমানে এই
পৃথিবীতে নেই|১০বছর
পূর্বে তিনি পর
জগতে পাড়ি দিয়েছেন|
বর্তমান সরকার রাজাকারদের বিচার
করছে,কিন্তু আমার পিতাকে তো আর
বিচার করা যাচ্ছেনা!
আমিতো তার সন্তান!তার উপার্জিত
অর্থ খেয়ে পরেই আমি বড় হয়েছি|তা
শরীরের রক্ত আমার
শরীরে প্রবাহিত,তার
গুণাগুণে আমি গুণান্বিত,তার
রেখে যাওয়া সম্পদ আমি ভোগ
করছি,তার চেহারার সাথে আমার মিল
আছে|
তাহলে কী আমাকে আমার রাজাকার
পিতার পরিবর্তে বিচারের
কাঠগড়ায়
দাঁড়াতে হবে?
ওনার পাপের শাস্তি কী আমি পাবো?
উত্তরটা আপনাদের ওপর
ছেড়ে দিলাম|||
উপরে বর্ণিত(আমি)যুবকটির
পিতা রাজাকার আর এই যুবকটির
(আমার)পিতা মুক্তিযোদ্ধা|
পিতা এবং সন্তানের মধ্যকার বন্ধন
দু'জনের একই|পার্থক্য শুধু
এটুকুই,একজনের
পিতা মুক্তিযোদ্ধা অন্যজনের
রাজাকার|
দ'জনের পিতাই পৃথিবীতে নেই|
বলুনতো আমার মুক্তিযোদ্ধা বাবার
জন্য যেসব সুবিধা প্রযোজ্য আমি তা
অবর্তমানে সেসব সুযোগ
সুবিধা কী পেতে পারি?
উত্তরটা আপনাদের
কাছে ছেড়ে দিলাম|তবে দু'জনকে সমা
ভাবে বিচার করতে হবে|
উত্তর শেষে বলুন,এই কোটা ছেলে-
মেয়ে,নাতি-পোতা কেন পাবে?
যদি রাজাকারের ছেলেকে বাপের
দোষের ফল ভোগ করতে নাহয়
তবে মুক্তিযোদ্ধার ছেলে কেন
বাপের
গুণের ফল ভোগ করবে?
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন