কোটা সমাচার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ জুলাই, ২০১৩, ০৮:৩৬:২৭ রাত
তলে তলে রাজনীতি
স্বজনপ্রীতি আর দূর্নীতি
এমনই এক ঘু-টা
মুক্তি যুদ্ধের কোটা
প্রশ্ন হে জাতীর বীর মুক্তিযুদ্ধারা
তোমরা কি বলেছ কোটা ছাড়া
যুদ্ধে যাবেনা, চাইনা স্বাধীন দেশ
কোটা কেন আজ যু্দ্ধ বিশেষ
নিশ্চুপ থেকনা হে যুদ্ধারা
গর্জে উঠো আর একবার
সবই তো জান তোমরা
সবই হচ্ছে রাজনীতির কারবার
এদেশ আমার এদেশ তোমার
এদেশ খেটে খাওয়া আমজনতার
আমরা চাইনা আর মেধাশূন্যতার
কোটা রাজনীতির মিথ্যে কারবার
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন