বুবু তোমায় টাটা বাইবাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জুলাই, ২০১৩, ০৯:৫০:৫০ রাত
আইক্কা বাঁশের আগার উপর নৌকা ঝুলে ঐ
বুবু তোমার লগী বৈঠার সোনার ছেলে কই!
গাজীপুর হাতছাড়া গোপালপাড়া বাকী
কোথায় গেল কাউয়া বিরানী, এমরান শাহবাগী!
নয়া দিগন্ত বন্ধ করে সীল গালা আমার দেশ
বাশেঁর কেল্লা থাকে যদি ঘুম নিরুদ্দেশ
আমজনতা জাগছে এবার আর পাবেনা ছাড়
হেফাজতের জোয়ার এবার দেশ তোলপাড়
সময় থাকতে ভিসা লাগও দিল্লির যদি পাও
চেলা চামুন্ডি যত আছে সংগে নিয়ে যাও
নাইলে কইলাম খবর আছে সামনে ইলেকশান
মান ইজ্জত সবই যাবে হইয়া অপমান
বুবু তোমায় সালাম দিলাম টাটা বাইবাই
এদেশ আমার আমজনতার ভাদার জায়গা নাই
বিষয়: বিবিধ
১৬৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন