বুবু তোমায় টাটা বাইবাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জুলাই, ২০১৩, ০৯:৫০:৫০ রাত

আইক্কা বাঁশের আগার উপর নৌকা ঝুলে ঐ
বুবু তোমার লগী বৈঠার সোনার ছেলে কই!![]()
গাজীপুর হাতছাড়া গোপালপাড়া বাকী
কোথায় গেল কাউয়া বিরানী, এমরান শাহবাগী!![]()
নয়া দিগন্ত বন্ধ করে সীল গালা আমার দেশ
বাশেঁর কেল্লা থাকে যদি ঘুম নিরুদ্দেশ![]()
আমজনতা জাগছে এবার আর পাবেনা ছাড়
হেফাজতের জোয়ার এবার দেশ তোলপাড়![]()
সময় থাকতে ভিসা লাগও দিল্লির যদি পাও
চেলা চামুন্ডি যত আছে সংগে নিয়ে যাও![]()
নাইলে কইলাম খবর আছে সামনে ইলেকশান
মান ইজ্জত সবই যাবে হইয়া অপমান![]()
বুবু তোমায় সালাম দিলাম টাটা বাইবাই
এদেশ আমার আমজনতার ভাদার জায়গা নাই
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন