এখন ও কুসংস্কারাচ্ছন্ন বাংলাদেশের গ্রাম !!!
লিখেছেন লিখেছেন অচিন পথের পথিক ০৭ জুলাই, ২০১৩, ০৯:৫০:৪৭ রাত
আমাদের দেশের গ্রাম গুলো এখন ও কুস্ংস্কারাচ্ছন্ন হয়ে আছে। গতকাল রাতে এই রাত ১০.০০ টা হবে বিদু্্ত চোলে গোলো। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে আমি আমার বাড়ি থেকে বাইরে বের হয়ে আসলাম। রাস্তায় ওঠার পর হাটতে হাটেতে নদীর দিকে যাচ্ছি। এখানে বলে রাখা ভাল যে, আমাদের পাশের পাড়া দিয়েই নদী বয়েগেছে। নদীর নাম ফুলেযোড়, যাহোক আমি সেখানে গিয়ে পৌছাতেই শুনতে পেলাম কোথাও হয়তো কোন গানের আসর হচ্ছে। আমার কানে বাদ্য বাজনার সুর ভেসে আসলো। আমি কৌতুহল বসত এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম না, কোন গানের আসর না। এখানে আসলে একজন রোগিকে ''ঝড়া'' (অনেকের সুবিধার্থে বলছি ঝাড়া শব্দের অর্থ্ হল, নেচে, গান গেয়ে এবং গালিগালাজ করে অসুখকে সরিয়ে দেয়া বা রোগ ভালো করে দেয়া) হচ্ছে। রোগিটাকে মাঝখানে শুয়ে রেখে কয়েকজন ছেলে মেয়ে তার চারপাশ দিয়ে ঘুরছে আর গান গাইছে এবং একজন মাঝ বয়সী লোক রোগিটাকে নানা ভাবে নেড়ে চেড়ে দিচ্ছে বা মালিশ করছে। আমি মনে করলাম হয়তো লোকটার প্যারালাইসিস হয়েছে, কারণ আমাদের গ্রাম এলাকায় প্যারালাইসিস গ্রস্ত রোগিদের সাধারণত ঝাড়া-পোছা করা হয়। ভালো করে শুনে জানতে পারলাম যে, আসলে এই রোগির কোন রোগ ধরা পড়েনি। কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয় নাই। আর রোগ নির্ণয়ের জন্য যেসব পরীক্ষার প্রয়োজন তাও করা সম্ভব হয়নি। গরিব মানুষ, টাকা নি্ই, শিক্ষা নেই, আছে শুধুর কুসংস্কার তাই তারা তাদের সেই কুসংস্কারের ব্যবহার বলুন আর অপব্যবহারই বলুন তার দ্বারার তাদের মনের সন্তুষ্টি অর্জন করতে চায়। আসলে এক্ষেত্রে তাদের সম্পূর্ণ দোষ দিয়ো কোন লাভ ও নেই। আমাদের আসলে সামাজিক ও রাষ্ট্রিয় ভাবে এগুলে মোকাবেলায় সমান ভাবে অবদান রাখতে হবে। তা ছাড়া এই সব কুসংস্কার বন্ধ করা সম্ভব নয়। যদি চিকিৎসা ব্যবস্তায় এতটা খরচের ভয় না থাকত, যদি আমরা সবাই মিলে তাদের সাহায্যে এগিয়ে আসতাম, যদি সরকার এ সকল বিষয়ে বিষেশ নজর দিত তাহলে হয়তো আমাদের মত গরীব, অপারগ কিন্তু সচেতন মানুষের হয়ত এসমস্ত কিছু বাধ্য হয়ে হজম করতে হোতনা।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন