আলো আলো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুলাই, ২০১৩, ০৮:১২:২৭ রাত
আলো আলো আরো আলো
বেশী আলো ঝলোমলো
আমার তোমার সবার প্রিয়
অসময়ে নিভে গেল
#
আলো আলো, কি-যে হল
কেন হল! পথ হারাল
কিসের এমন দুঃখ ছিল
অসময়ে চলে গেল
#
আলো আলো, কথা বল
কেন তোমার পরাজয় হল
মিডিয়া জগৎ নয়কি ভাল!
আগাগোড়া জগৎ কালো!
#
আলো আলো আরো আলো
চাইযে আলো অধীক আলো
চাইনা আমরা নিকষ কালো
জয় হোক শুভ্র আলো
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন