সেন্সুরী হাকালাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ জুলাই, ২০১৩, ০৮:০৭:২৯ রাত
দেখতে দেখতে অনেকটা সময় পার হল। বর্ষার দাপটে ছোট বড় সকল নদী নালা দিয়ে লাখ লাখ লিটার পানি প্রবাহিত হল। ক্রিকেটীয় কন্টিনেন্টাল কাপে মারমার কাটকাট রবে ক্রিকেটাররা মাঠে ,দর্শকরা গ্যালারীতে,চায়ের দোকানে ঝাপিয়ে পড়ল। রাজনীতিতে ঘটতে চলল পালাবদল । হাতি ঘোড়া বিল্ডিং গেল তল,কার গায়ে কত বল,প্রদর্শিত হল। জীবনের ইনিংসে সেন্সুরী না পেয়ে কত লোক গেল পরপারে। পান-বিড়ির লোভে আশরাফুল সেন্সুরী হাকানোর সুযোগ লাভে বঞ্চিত হল,আর আমি এসবের মধ্যে না থেকেও একটা সেন্সুরী হাকিয়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার ব্লগ পোস্টের আকাশে সেন্সুরীর ঘনঘটা। তাই হাকিয়ে দিলাম।
পোস্ট লিখেছেনঃ ১০০ টি
মন্তব্য করেছেনঃ ৩৩০ টি,
প্রতি মন্তব্য করেছেনঃ ৯২২ টি,
ব্লগ পঠিত হয়েছেঃ ২১৪৩৫ বার
ব্লগে আছেনঃ ৩ মাস ২৮ দিন
এই ব্লগে আছেন অতি ভাল মনের এবং মানের বেশ কিছু লোক,যাদের মাত্র একজন ছাড়া আর কাওকেই কখনও দেখিনি কিন্তু মনে হয়েছে,তারা আমার অতি আপন এবং খুব কাছের মানুষ। অদৃশ্য থেকেও বিশ্বস্ত বন্ধু পেয়েছি। আমাদের আবেগের উৎস্য এক হওয়ার কারনে চমৎকার বোঝাপড়া তৈরী হয়েছে। এখানকার অধিকাংম ব্লগারই আমার খুব প্রিয়। তাদের প্রতি এবং যারা এখানে লিখে থাকেন এবং যারা ব্লগটি পরিচালনা করছেন,তাদের সকলের প্রতি রইল আমার অন্তরের ভালবাসা ও শুভকামনা। সবাই ভাল থাকুন। আর আমার জন্যে দোয়া করুন যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে ক্ষমা করেন,জান্নাতুল ফিরদাউস দান করেন ! আমাকে যেন পৃথিবী এবং আখিরাত উভয় স্থানেই মহা কল্যান দান করেন। আমার লেখনীর মাধ্যমে যদি কোনো ব্লগার ক্ষ্ট পেয়ে থাকেন,তাহলে সবিনয়ে ক্ষমা প্রার্থনা করছি !
বিষয়: বিবিধ
১৫০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন