সখিলাপ (২)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জুন, ২০১৩, ০৯:৫৬:৪৮ রাত



লাকি বলে বোন রেশমা

চান্দের কপাল তোমার

আমার কিছু হইলনা

.

রেশমা বলে বোন লাকি

সবই কপালের খেল

সত্যিই তুমি আনলাকি

.

ঠিকই বলেছ বোন

এতো চিল্লাইলাম

কবার ভাংল গলার টোন

.

ট্যাকনিক্যাল যুগ বুঝনা!

সিসট্যাম বুঝলে

চিল্লানো লাগেনা

.

সেটাই বসে ভাবছি

মান ইজ্জত সব খোয়ালাম

খেলাম ছাত্রলীগের খামছি

.

থাক ওসব কথা

যা হবার হয়েছে

চিল্লাইসনা আর অযথা

.

সাধে কি আর চিল্লাই

তোর সাথে বুবু আছে

আমারতো আর কেউ নাই

.

ফুলের মধু শেষ হলে

ভ্রমর কি আর আসে

সবাই দেয় ফেলে

.

থাক ওসব তাহলে

পরে কথা হবে

পাঁচ তারা হোটেলে

.

এসো কিন্ত সময় করে

আমিও গেলাম

কথা হবে আসলে পরে

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File