নাস্তিক & জ্ঞানী

লিখেছেন লিখেছেন তপু ২৩ জুন, ২০১৩, ১০:০৫:৪৩ রাত

নাস্তিক একজন জ্ঞানীকে লক্ষ্য করে বলল, “আপনি যদি আমার তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন, তবে আমি মুসলমান হয়ে যাবো।”

১) সব কাজ যদি আল্লাহর মর্জি-তে হয়, তবে পাপ করলে মানুষের তাতে কী দোষ?

২) শয়তানকে আগুন থেকে সৃষ্টি করাহয়েছে, তাহলে জাহান্নামের আগুন তাকে কীভাবে স্পর্শ করবে...??

৩) আল্লাহকে তো দেখা যায় না,তাহলে আল্লাহকে মানেন কেন???

নাস্তিক এর বাক্যালাপ শেষ হলে হাতে একটি মাটির ঢিল নিয়ে জ্ঞানী লোকটি তার দিকেছুঁড়ে মারলেন।

নাস্তিক রাগান্বিত হয়ে বিচারক সমীপে অভিযোগ দায়ের করলো।

জজ জ্ঞানী লোকটিকে ডেকে বলল, “তুমি এই লোকটি কে ঢিল মেরেছ কেন ?”

১) আমি তো আল্লাহর মর্জিতে ঢিল মেরেছি, তাতে আমার কী দোষ ?

২) এই লোক তো মাটির সৃষ্টি, তবে মাটির ঢিলায় তার কষ্ট লাগবে কেন ???

৩) শরীরে তো ব্যথা দৃষ্টি গোচর হয় না, তবে সে অনুভব করে কেন ???

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File