তুমি & ...........খোদা
লিখেছেন লিখেছেন তপু ০৪ জুলাই, ২০১৩, ০৮:৩৭:৪৮ রাত
তুমি যখন হাস তখন তোমার চারপাশ
তোমাকে বাহাবা দেয় ।
তখন নিজেকে খুব গর্বিত ভাব
তোমার চারপাশ তোমার সাথে হাঁসে ।
তুমি যখন কাঁদ তখন তোমার চারপাশ
তোমাকে ধিক্কার দেয়।
তখন ভাব তোমার আপন বলে কেউ নেই
খোদাকে ডাকতে থাক বার বার ।
তুমি যখন ভীত হও তখন তোমার মন
খুজতে থাকে বাঁচার পথ
খোদা তখন হয়ে উঠে সহায়।
গর্ব তোমাকে নিচে নামিয়ে দেয়
ভুলিয়ে দেয় তোমার অতীত
খোদা তখন হাসতে থাকে
কারন তাঁর নিওতির চক্রে তুমি বাধা।
পরাজয় তখন লোহার দরজা দিয়ে প্রবেশ করে
আর তুমি খুঁজে বেড়াও খোদার সহায় ।
বিষয়: সাহিত্য
১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন