আত্তুন কেন কেন লা'র

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ জানুয়ারি, ২০১৩, ০২:৪১:৩৮ দুপুর



আত্তন কেন কেন লা'র

জ্বর আইয়ের ফল্লার

লাগের গরম গরম

হইতে লাগের শরম

বমি বমি ভাব

রুচিরও অভাব

কি হাইতাম

কি গইত্তাম

বুজিত ন'ফারি

এহন কি গরি!

_______________________________________

অনুবাদ:

আমার কেমন কেমন লাগছে

মনে হয় জ্বর আসছে

লাগছে গরম গরম

বলতে লাগে শরম

বমি বমি ভাব

সাথে রুচির অভাব

কি খাব

কি করব

বুঝতে না পারি

এখন কি করি

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File