ট্রাফিক পুশলিসের হয়রানী
লিখেছেন লিখেছেন ফিরোজ ২৪ জানুয়ারি, ২০১৩, ০২:৪০:২৬ দুপুর
আমি একটা প্রাইভেট কম্পানিতে চাকরি করি, গতকাল সন্ধায় আমি গুলশান দুই, সাহাজাতপুর থেকে একটা সি এনজি করে কিছু জিপার নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেই, তখন সন্ধ্যা ৭ টা বাজে, আমেরিকান এমবাসির সামনে জেতেই আমার সি এন জি টাকে পুলিশ চেকপোষ্টের সামনে চেক করার জন্য এক জন বিজিবি কর্মকর্তা ইসারা দেয়। গাড়ি চালক তার সিগ্নাল পেয়ে তাদের চেকপোষ্টের সামনে গাড়ি থামায়। বিডিয়ার কর্মকর্তা আমাকে সালাম দিয়ে আমার বহনকৃত মাল পত্রের খোজ খবর নেয় সামনেই ছিল কয়েকজন ট্রাফিক পুলিশ। তারা গাড়ির কাগজ পত্র দেখতে চাইল। ড্রইভার কাগজ পত্র দেখাল এবং ছেড়েদিল। স্বাভাবিক ঘটনা এরকমই তো হওয়ার কথাছিল তাইনা! আসালে মুল ব্যপারটা ছিল সি এন জি টা ছিল প্রইভেট সি এন জি। যেখানে ভাড়ায় মাল জিনিস টানার অনুমতি নেই। তখন ড্রইভার কোন এক ট্রাফিক কর্মকর্তাকে ফোনে ওই ট্রাফিককে ধরিয়ে দিল তার পরে ছেড়ে দিল আমি তাকে জিজ্ঞাস করলাম আপনাকে কিভাবে ছাড়ল তিনি বল্লেন আরে ভাই আমি প্রতিমাসে ৪০০০/= চার হাজার টাকা বিভিন্ন স্পটে পুলিশদেরকে দেই তাদের সাথে আমার কন্ট্রাক হল যদি আদি আমি কোথাও ধরা খাই অথবা আমার বিরুদ্ধে কোন মামলা দেয় তবে সংষ্লিষ্ট এলাকার কর্মকর্তারা আমাকে ছাড়িয়ে দেবে অথবা আমর মামলা উঠিয়ে দিবে।
এখানে আমার প্রশ্ন হল এই ট্রফিক পুলিশ কারা যাদের কারনে এই প্রইভেট সি এন জি গুলো ঢাকায় অবাধে ভাড়ায় চালাচ্ছে। যেখানে দূর্ণীতির বিরুদ্ধে এব অভিজান। তাছাড়া যেখানে ঢাকা গাড়ির কারনে যানজটে থমকে দাঁড়িয়েছে!
যদি কোন ক্ষমতাসিন ব্যক্তি থাকে যারা পাড়বে এই অদৃশ্য হাতকে প্রকাশে নিয়ে আসতে পারে। আমি তাদের দৃষ্টি আকর্শন করছি।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন