বৃষ্টিভ্রম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ এপ্রিল, ২০১৩, ০১:৩১:২২ রাত



জানিনা সেইদিন জানলার পাশে

আনমনে ভাবছিলে মন উদাসে

@

আমি ঠিক রাস্তায় দাঁড়িয়েছিলাম

আর, চারপাশ জগৎ ভুলে দেখছিলাম

@

কি ভাবছিলে তুমি? বৃষ্টি অবিরাম

আর আমি ঝুপ ঝুপ বৃষ্টিতে ভিজেছিলাম

@

সেই কবে বৃষ্টি গিয়েছে থেমে

এখন আমি রৌদ্রভাপসা গরমে

@

টুকটাক এটা সেটা করে করে খাই

আর থাকি ঝুম ঝুম বৃষ্টির অপেক্ষায়

@

আজও অঝোর বৃষ্টি হলে

মন আমার যায় চলে

@

সেই তুমি জানলার পাশে দাঁড়িয়েছিলে ঠাঁই

তুমিও কি আমার মতো থাকো অপেক্ষায়!

@

একদিন বৃষ্টিতে ভিজে ভিজে নেব চুলের ঘ্রাণ

ভাবনাটা তাড়ায় আমায় চাইছি অবসান

@

চাও যদি চলে এসো বাঁড়িয়ে দিলাম হাত

ভেজাব শরীর আর ভেজাব মন বৃষ্টিস্নাত রাত

সূত্রপাত : Click this link

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File