বাংলাদেশের সক্রেটিস

লিখেছেন লিখেছেন জানা অজানা ১৮ এপ্রিল, ২০১৩, ১২:৫৭:২০ রাত

পেশাগত দিক থেকে মাহমুদুর রহমান অন্য পেশার লোক ছিলেন। সাংবাদিকতায় তিনি অল্প কিছুদিনের জন্য হলেও অল্প সময়ের ভিতরেই তিনি সাংবাদিকতায় অসংখ্য নজীর রেখেছেন। লিখেছেন অসংখ্য বই। বাংলাদেশের কিছু সাংবাদিক তার গ্রেফতার নিয়ে যেন আনন্দ করছে। এটা যেন নিজের জাতের মাংস খাওয়ার সমতুল্য। আজকে যারা মাহমুদুর রহমান কে নিয়ে তামাসা করছেন, তারাও কোন একদিন কোন সরকারের রোশানলে পড়তে পারেন। সাংবাদিকদের এই মূহুর্তে এক পতাকা তলে এসে মাহমুদুর রহমানের পাশে দাড়ানো উচিৎ বলে আমি মনে করি । মাহমুদুর রহমান গত কয়েকদিন যাবৎ সরকারের দেওয়া রিমান্ডে থাকা অবস্থায় অনশন শুরু করেছেন। খুব আশ্চর্য বিষয় হলো সে নিজের মুক্তির জন্য অনশন করেন নাই। তিনি তার পত্রিকার ছাপাখানা এবং তার পত্রিকার কর্মকর্তা/কর্মচারীদের মুক্তির জন্য অনশন শুরু করেছেন। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সম্পাদক যিনি নিজের জন্য কখনও ভাবেন নি। স্কাইপি কেলেংকারী থেকে শুরু করে আল্লাহ ও তার রাসূলের অবমাননার বিরুদ্ধে তিনি এদেশের ধর্মপ্রাণ মানুষদের জাগিয়ে তুলেছেন। এধেশের শিক্ষানীতিতে ইসলাম ও নৈতিক শিক্ষা বইতে যেভাবে আপত্তিকর বিষয় সম্পৃক্ত করা হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার কন্ঠ ছিলেন এই মাহমুদুর রহমান । মাহমুদুর রহমান সব সময় সত্য কথা বলেন তার পত্রিকার মাধ্যমে একারনেই তিনি বর্তমান আওয়ামী সরকারের রোশানলে পড়েছেন। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ মাহমুদুর রহমানের মত সত্য বলার মতো মানুষকে সব সময় শ্রদ্ধার পাত্র হিসেবে নিয়েছে।

বিষয়: রাজনীতি

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File