খোলা চিঠি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৩, ০১:২৪:০৫ দুপুর
কার দালালি কে করে
স ঞ্জী ব চৌ ধু রী
লিংক : Click this link
স্যার স্যালুট আপনাকে,
আমার বাবার স্কুল জীবনের সিনিয়র ফ্রেন্ড ছিলেন সন্তোষ কাকা, যিনি বাবাকে পছন্দ করার তাগিদে, দুই তিন কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে এসে বাবাকে অংক ইংরেজী বুঝিয়ে দিয়ে যেতেন, কেননা বাবা নিজ খরচে নিজে নিজে পড়তেন, কোন গার্ডিয়ান ছিলনা, সেখানে শুধু ভালবাসা স্নেহ প্রীতি ছাড়া কোন টাকা পয়সার ব্যাপার ছিলনা, সন্তোষ কাকা আজ নেই তার আত্মার মাগফেরাত কামনা করি, সন্তোষ কাকার ওয়াইফ অনুভা আন্টি প্রতি ঈদে আমার মা বোনদের জন্য শাড়ি সেলোয়ার ইত্যাদি গিফ্ট কিনে রাখতেন, এটা হল বাংলার হিন্দু মুসলিম সম্প্রীতি, শুধু আওয়মিলীগ ভোটের রাজনীতি করতে গিয়ে এমন সম্পর্ককে আজ অস্বীকার করা হচ্ছে, আজকে আপনি এগিযে আসলেন, আরো একজন পাওয়া গেল মিনা ফারাহ, প্লিজ আপনারা এগিয়ে আসুন, জামাতসহ সবাইকে নিয়ে আলাপ আলোচনা করুন কি করে এই সম্প্রীতি প্রচার প্রসার হয়, শুধু ভোটের রাজনীতির জন্য আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে পারিনা, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, মনটা আজ অনেক বড় হয়ে গেল আপনার লিখাটা পড়ে, স্যার স্যালুট আপনাকে
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন