রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সগীরা ..

লিখেছেন লিখেছেন রাইয়ান ০৫ এপ্রিল, ২০১৩, ০৭:২২:৫৮ সকাল



- একি, তুমি আবার উইঠা আসলা কেন ? তোমারে না বললাম শুইয়া থাকতে ?

- না আম্মা, শব্দ পাইয়া বুঝলাম আপনি পাকঘরে, একা একা আর কত কষ্ট করবেন ?

- তুমিওতো কষ্ট পাইতেছ ..ভার্সিটি থিকা আসলা মাথা ব্যথা নিয়া , এখনো কেন যে কমতেছেনা ! ওষুধ খাইছিলা ?

- জি আম্মা, খাইছি I ঠিক হইয়া যাবে ইনশাআল্লাহ I

- আস তুমি . বিছানায় শোও . আমি তোমার মাথা টিপ্যা দেই I

- কি যে বলেন আম্মা , লাগবেনা...

- আরে আসতো .. চুপ কইরা শুইয়া থাকো I

আমি চুপ করে মাথায় কয়েকটি স্নেহময় আঙ্গুলের নাড়াচাড়া অনুভব করতে লাগলাম I আর স্নেহের সাথে সে আঙ্গুলের ডগা থেকে আরো ঝরে পড়তে লাগলো সীমাহীন আদর, মমতা, ভালবাসা ও সন্তানের সেরে ওঠার অপেক্ষায় ব্যাকুলতা ও উত্কন্ঠা I এই পরশগুলো দেহে মনে নিবিড়ভাবে মেখে নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়লাম, নিজেই জানিনা I

..................

- আম্মা, আপনি করছেন কি !

- ক্যান, কি হইছে ?

- আপনারে না কতবার কইরা বইলা গেলাম আপনি ফ্রিজ খুইলেন না , আপনার না শ্বাসের কষ্ট ? তারপর ও কেন আপনি মাংশ বাইর কইরা রান্না করতে গেলেন !

- না মা, আসলে হইছে কি , আমি চিন্তা কইরা দেখলাম, তুমি ভার্সিটি থিকা আসতে আসতে দুপুর হইব I তারপরে আবার কখন আইসা বাজার করবা আর কখন রান্না করবা ...তোমার অনেক কষ্ট হইয়া যাইবো I এইজন্য ফ্রিজে এক পোটলা মুরগি পাইলাম, নিচের ফ্রিজ খুইজা দেখি এক টুকরা কচুও আছে ... ওই কচু দিয়া মুর্গিটুক রাইন্ধা ফালাইলাম I আর কিছু পাইনাই, তাইলে একটা ভাজিভুজি কইরা ফেলতাম ...

....কখন যে চোখ দুটো পানিতে ভরে উঠেছে , টের পাইনি I মমতা ময় হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে গালে লাগালাম ..এই দুটি শীর্ণ হাতে আল্লাহ এত মমতা জমা রেখে সেই হাত দুটো আমার মাথার উপর রেখেছেন ! হৃদয় মন একসঙ্গে বলে উঠলো , আলহামদুলিল্লাহ !

......................

উপরে যাকে নিয়ে স্নেহময় দুটি ঘটনা লিখলাম, তিনি আমার মমতা ময়ী শাশুড়ি মা I 'মা' কে নিয়ে লেখার আমন্ত্রণ পেয়ে মনে হলো , যার যার নিজের মা তো স্নেহ - ভালবাসা ও আল্লাহর অপার করুনার মূর্ত প্রতীক I কিন্তু শাশুড়ি মায়ের গভীর মমতা মাখানো হৃদয়ের স্পর্শ কয়টি ভাগ্যবতী পুত্রবধুর ভাগ্যে মেলে ! আমার অশীতিপর বৃদ্ধা শাশুড়ি আজ ও গভীর স্নেহ মমতা ও ভালবাসার বটবৃক্ষ হয়ে আমাদেরকে আগলে আছেন , আর আমরাও তার নির্যাস টুকু শুষে নিতে লতা হয়ে তাকে জড়িয়ে আছি I



পরম করুনাময় আল্লাহর কাছে মুনাজাত, তিনি যেন আমার শাশুড়ি মায়ের নেক হায়াত দারাজ করেন এবং তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করে তার দোয়াকে দীর্ঘদিন আমাদের জন্য নসীব করেন... আমীন I

বিষয়: Contest_mother

২৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File