একলা ছুটে চলা!
লিখেছেন লিখেছেন লেলিন ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৯:১৮ রাত
একলা একলা ছুটে চলা।
বিরতিহীন সারাবেলা।
এ কেমন ছুটে চলা,
শুধুই একলা একলা !
ব্যাস্ত এই শহরে আমি ছুটছি একলা।
তুমিও ছুটছ তোমার মত একলা একলা।
বল এ কেমন ছুটে চলা।
সময়ের সাথে বাড়ছে শুধু আমাদের চাওয়া পাওয়া
তাই বলে কি হবে না একসাথে একটু সময় দেয়া।
এ কেমন ছুটে চলা! দিন রাত সারাবেলা !
ভাল লাগে না এই স্বস্তি হীন বৃথা জীবন ,
তুমিও কি ভাবছ আমার মতন।
একলা একলা, ছুটে চলা
বিরতিহীন সারাবেলা।
এ কেমন ছুটে চলা
শুধুই একলা একলা !
সামনে এগিয়ে যাচ্ছি যতোই দুজন,
শিকড়কে ভুলে হচ্ছি ততই যন্ত্রের মতন।
দূরে সরে যাচ্ছে সকল আপন,
সাথে বদলে যাচ্ছে আমাদের দুজনার মন।
বল এ কেমন জীবন ধারণ।
একলা একলা ছুটে চলা।
বিরতিহীন সারাবেলা।
এ কেমন ছুটে চলা
শুধুই একলা একলা !
তোমার মনে আছে কি
দুজনেই ছিলাম যে বড় আবেগি।
একসাথে না থাকতে পারলে দুজন,
এমনও হত,কেঁদে কেঁদে বুক ভেসে যেত।
তবে আজ কিভাবে দূরে ছেড়ে আছি,
কেন ভুলে আছি একসাথে স্বপ্ন ছিল যত।
বিলাসিতার পিছে না ছুটে মিছে।
দুজনেই দুজনকে যদি সময় দেয়া হত।
তাহলেই বুঝি জীবন সত্যিকারের পূর্ণতা পেত।
একলা একলা, ছুটে চলা
বিরতিহীন সারাবেলা।
এ কেমন ছুটে চলা
শুধু একলা একলা !
বিষয়: সাহিত্য
১৬০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়াতে আসছেন একা
দুনিয়া ছেড়ে যাবেন একা।
শুধু একলা একলা !
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন