কল্পনার জীবন
লিখেছেন লিখেছেন লেলিন ১১ মে, ২০১৪, ০২:৩৭:২৭ দুপুর
কল্পনার জীবন কল্পনায় সুন্দর বটে।
বাস্তবে না এলে থাকবে খালি পেটে।
ছোট্ট খোকা থেকে বড় হতে চাইলে।
জীবনের সত্যিকার আর্থ খুঁজতে গেলে।
সাদা দেহ তোমার কাল হবে- রোদে পুড়ে।
বৃষ্টিতে ভেজাড়- শীতে কাঁপার
সাহস আছে কি তোমার? জেনে নাও আগে ।
জানালা দিয়ে উঁকি না দিয়ে। বাহিরে এসে।
লোকালয়ে জেতে হবে মিশে।
চলতে হবে অন্যের গা ঘেশে ।
তবেই জীবনের সত্যিকার অর্থ পাবে খুঁজে।
চলতে চলতে দেখ চেয়ে চারপাশে।
যে ছেলেটা বেচত চা রাস্তার পাশে
সেই আজ গাড়িতে উঠে সাহেবের বেশে।
বাড়ি-গাড়ি, টাকা-পয়সা ও সুন্দর নাড়ি,
এ সবি তার শুধু চাইতেই দেরি।
সাহস ছিল রোদে পোড়ার ।
ছিল সাহস বৃষ্টিতে ভেজা ও শীতে কাঁপার ।
এ সবি ফল পেয়েছে তারি।
নিঃস্ব এখন রহিম কোটিপতি।
খাবে কি তাও নেই আজ, এক রতি।
বাস্তবতা বোঝেনি সে, ছিল কল্পনার জীবনে।
কল্পনার জীবন কল্পনায় সুন্দর বটে।
বাস্তবে না এলে থাকবে খালি পেটে।
বন্ধ ঘরে শুধু অন্ধকারই পাবে।
বাহিরে এসো সূর্যের আলো পাবে।
জীবনের অর্থ খোঁজা আরও সহজ হবে।
সুখ-দুঃখ, হাসি-কান্না,আনন্দ-বিরহ সবি পাবে ।
বিষয়: সাহিত্য
১৩৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন