একা আমি

লিখেছেন লিখেছেন লেলিন ১০ মে, ২০১৪, ১২:৫৫:৫২ দুপুর





এভাবে একা করে দিয়ে যাবে

মিথ্যা অপবাদে অপরাধী সাজিয়ে চলে যাবে।

নিষ্পাপ ভালোবাসা আমার

মানবে হার অভিমানের কাছে তোমার।

এখনো সবকিছুই মিথ্যা স্বপ্ন মনে হয় আমার।

এতো দিন একসাথে থেকে,কিভাবে ভুল বোঝ!

ভেসে আশা কথার উপর বিশ্বাস করে।

আমার কথা তুচ্ছ করে চলে গেলে,উর কথা বিশ্বাস করে।

এ যে কি যন্ত্রণার, অবিশ্বাসী মন নিয়ে বুঝবে কি করে ।

ভেঙ্গে গেছে সাজান জীবন আমার। তুমি চলে যাবার পড়।

সবকিছু থেকেও যেন কিছুই নেই  আমার।

এখন আর ঘুম থেকে জাগায় না কেউ সকাল সকাল।

চায়ের কাপ বাড়িয়ে দেয়না কেউ সকাল-বিকাল।

আযান হলেই নামাযে যেতে বলার কেউ নেই এখন আর।

রোঁদ এসে জানালার ফাঁকে উকি না দিলে।

ঘুম ভাঙ্গেনা এখন আমার।   চায়ের কাপও মেলে অবেলায়।

নামাযে বসলেই যেন চোখে ভাসে মুখটি তোমার।

কোনকিছু দিয়েই পারিনি তোমায় বোঝাবার। পারিনি ফিরাবার।

হৃদয় উজাড় করে ভালবেসেও মেনেছি হার।

এখন আর আকাশ সমান স্বপ্ন নেই,সব আশা মরে গেছে।

সাধ শুধু তোমার ভুল ভাঙ্গা দেখে যাবার।

বিষয়: বিবিধ

১৫৩৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219794
১০ মে ২০১৪ দুপুর ০১:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : কোনকিছু দিয়েই পারিনি তোমায় বোঝাবার। পারিনি ফিরাবার।

হৃদয় উজাড় করে ভালবেসেও মেনেছি হার। Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
219819
১০ মে ২০১৪ দুপুর ০১:৫২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
167645
লেলিন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ
219831
১০ মে ২০১৪ দুপুর ০২:৫১
আব্দুল গাফফার লিখেছেন : তাই না! লাইক Rose
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
167646
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকবেন
219922
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
167644
লেলিন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ . কেমন আছেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File