কিছু শব্দের জন্য আর্তনাদ ! (কবিতা-পর্ব-১)
লিখেছেন লিখেছেন লেলিন ৩০ অক্টোবর, ২০১৪, ০৮:১০:০৪ রাত
ল্যাপটপের ওয়ার্ড পেজ খুলে বসে আছি।
তোমার অপেক্ষায়, তুমি ধরা দিলে,
কিছু শব্দ পেলেই,
তোমাকে নিয়ে ক’লাইন লিখব বলে।
কিন্তু কেন জানি মনে হচ্ছে,
তুমি নেই বলে, শব্দের ভাণ্ডার ফুরিয়ে গেছে।
লিখতে বসেছি মিছে। দেখ,
এ যুগের কবি আমি। খাতা নেই কলম নেই।
তবু কবিতা প্রেমীরা বলে! আমি কবি!
এই একটি ল্যাপটপেই আমার খাতা।
এই একটি ল্যাপটপেই আমার কলম।
এই একটি ল্যাপটপেই আমার ছাপাখানা।
এটিতেই পাই পাঠকদের ভাল-মন্দ সমালোচনা।
“প্রাণ ছুঁয়ে যায়” শুধু এমন একটি কবিতার জন্য
দীর্ঘ এক যুগ আমার এ সাধনা।
শত শত কবিতা লেখা হল, পাঠক প্রিয়তা পেল।
তবু মনে হচ্ছে একটিও প্রাণ ছুঁয়ে গেল না।
তাই এখন কবিতাই আমার সকল ধ্যান ধারণা।
যে যাই বলুক, আমার এই আধুনিক কবিত্ব নিয়ে।
খাতা নেই কলম নেই। তবু আমি কবি!
এই একটি ল্যাপটপেই আমার খাতা- কলম.
দেখ, কচ্ছপ আর আমার মাঝে অনেক মিল পাবে।
কচ্ছপ খপ করে কামড় দেয়, আর
সাথেসাথেই মাথা খোলের ভিতর ঢুকিয়ে ফেলে।
যতই চেঁচামেচি কর। তার একটি শব্দ কর্ণপাত হয় না।
আমিও ঠিক তেমনি, তুমি ধরা দিলে, কিছু শব্দ পেলেই,
চট করে একটি কবিতা লিখে ফেলি।
তারপর, (প্রকাশ করে)পাঠকদের কাছে পৌছিয়ে দিয়ে।
চুপচাপ বসে থাকি। পাঠক যে যাই সমালোচনা করে।
সহজেই মেনে নেই। প্রতীবাদ করি না।
কারণ কবিতা আমার প্রাণ আর পাঠক কবিতার প্রাণ।
কি ব্যাপার শুধুই কি শুনে যাবে, নাকি ধরা দিবে?
তুমি এলে, ক’লাইন লিখতে পারি।
আবার পাঠকের খুব কাছে যেতে পারি।
কিছু শব্দ পেলে,আবার একটি নতুন কবিতা লেখা হবে।
কি হল ! বল,
অবাক ব্যাপার তো! চুপচাপ শুধু শুনেই যাচ্ছ!
আর আমি ল্যাপটপের ওয়ার্ড পেজ খুলে বসে আছি।
তোমার অপেক্ষায়! তুমি এসে ধরা দিলেই।
কিছু শব্দ পাব। একটি কবিতা লেখা হবে।
পাঠক নতুন কবিতায় প্রাণ পাবে।
আমাকে নিয়ে নতুন করে সমালোচনায় জড়াবে।
আমি আবার তোমাকে নিয়ে সাধনায় প্রেরণা পাব।
কি বললে আমি পাগল! কি পুরাই পাগল!
শোন, শোন, ফিরে তাকাও,একটু দাড়াও অনুগ্রহ করে।
(চলবে.........)
বিষয়: সাহিত্য
১৯৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার অপেক্ষায়, তুমি ধরা দিলে,
কিছু শব্দ পেলেই,
তোমাকে নিয়ে ক’লাইন লিখব বলে।
বাপ্রে কার জন্য লিখবেন? সে কে?
মন্তব্য করতে লগইন করুন