ভাষা শহীদের বাংলা
লিখেছেন লিখেছেন লেলিন ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০১:১৪ রাত
সিংগাইর, মানিকগঞ্জের ছেলে রফিকউদ্দিন আহমদ ।
জগন্নাথ থেকে হিসাববিজ্ঞানে পাশ হয়নি তোমার,
হয়নি বাবার ব্যাবসায় নিজেকে জরানো।
তবে তাতে কি ? চেয়ে দেখ !
বিশ্ববাসী আজ তোমায় সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।
কারন, মাতৃভাষা দিবস এ যে তোমাদেরই দান।
গফরগাঁও, ময়মনসিংহ থেকে এসে আবদুল জব্বার।
ছাত্র ব্যারাক এর ২০/৮ নাম্বার রুমে বিশ্রাম মিলেনি তোমার।
তাতে কি? চেয়ে দেখ! প্রাণ দিয়েছিলে,
মেডিকেল ছাত্র ব্যারাকের বারান্দায় গুলি বিদ্ধ হয়ে
তাইতো আজ মায়ের মুখে প্রথম বুলি বাংলা মেলে।
লক্ষণপুর, ফেনীর ছেলে, সরকারি অফিস পিয়ন আবদুস সালাম।
ওপার থেকে বলিও না কি পেলাম?
ওরা আমাদের মুখের ভাষা কেরে নিতে চেয়েছিল।
তাতে কি? চেয়ে দেখ!
বাংলা নাকি উর্দুতে সরকারি কাজ করতে হবে,
এই অনিশ্চয়তা এখন আর নেই।
বাংলায় এখন কাজ হয় সব সরকারি অফিসগুলোতেই।
ভরতপুর, মুর্শিদাবাদের মেধাবি ছেলে আবুল বরকত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে, রাষ্ট্রবিজ্ঞানের বই টেবিলে ফেলে
হোস্টেলের ১২ নম্বর শেডের বারান্দা থেকে,
ভাষার মিছিল প্রথম দেখা তোমার। তারপর,
বাংলা ভাষার দাবিতে পরিকল্পনা ১৪৪ ধারা ভাঙার।
আশা, মাতৃভাষা হিসেবে বাংলাকে পাবার।
ষড়যন্ত্র চলছিল স্বীকৃতি না দেবার।
তাতে কি? চেয়ে দেখ!
রক্ত বৃথা যায়নি তোমার।
বাংলাই এখন মাতৃভাষা বাঙালি সবার।
পশ্চিমবঙ্গ হুগলীর শফিউর রহমান।
সেদিনই ছিল আয়া-তুল কুর্সি পড়ে সহধর্মিণী আকিলা খাতুনের
শেষ ফু তোমার বুকে। তাতে কি? চেয়ে দেখ!
তোমার প্রানের বিনিময়ে। বাংলাকে রাষ্ট্রভাষা পেয়ে।
সব বাঙালি স্রধা জানায় তোমায় ২১ ফেব্রুয়ারি এলে,
অগণিত ফুলের সমাহারে শহীদ মিনারে ।
"মাতৃভাষা দিবস" সকল শহীদ তোমাদেরই দান।
তোমরা আছো সকল বাঙালির হৃদয়ে। থাকবে চির অম্লান।
রাতঃ ১২:৫০
২১-২-১০১৪ পান্থপথ, ঢাকা।
বিষয়: সাহিত্য
১৮২৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুরবেলার অক্ত
বৃষ্টি নামে,বৃষ্টি কোথায়?
বরকতের ঐ রক্ত?
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে,এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!
প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিলো যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নি।
প্রভাতফেরি,প্রভাতফেরি
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
______________আল মাহমুদ
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন