আমার কিছু বিক্ষিপ্ত অভিজ্ঞতা বাংলা ভাষা নিয়ে।

লিখেছেন লিখেছেন শিকারিমন ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫৯:৫৩ রাত



আমার এক জেঠাত ভাই এর কথা বলব। রসিক মানুষ , আমার চেয়ে বয়সে অনেক বড়।

কিন্তু ওনার সাথে যখন আমাদের আড্ডা চলত তখন বয়স এর বিষয় টা মাথায় থাকতনা । বাড়িতে যখন বেড়াতে যেতাম দিন এবং রাতের বেশিরভাগ সময় ওর সাথেই কাটত। অল্প শিক্ষিত মানুষ। মুখস্ত করা বেশ কিছু ইংলিশ বাক্য, কবিতার লাইন , এবং অনেক গুলো ইংলিশ গল্পের কিছু গুরত্ত্পুর্ণ লাইন ওনার জানা ছিল। সময় সুযোগ পেলে আড্ডার মাজে মুখস্ত করা লাইন গুলো বাণীর মত ছেড়ে দিত , লাগুক আর না লাগুক। আমরা মাজে মাজে বেশ আস্চায্য হয়ে যেতাম উনার মেধার কারিশমায়। লোকটির সিনেমার প্রতি খুব আসক্তি ছিল।

বিশেষ করে হিন্দী ছবির প্রতি অন্য ধরনের এক টান।প্রচুর পরিমানে হিন্দী মুভি দেখত , জীবিকার তাগিদে মধ্য প্রাচ্যের অনেক দেশে ই ছিলেন উনি। মধ্য প্রাচ্যে নাকি আবার হিন্দী মুভির রমরমা অবস্থা। কাজ শেষে বাংলাদেশীদের বিনোদনের প্রধান মাধ্যম নাকি হিন্দী ছবি দেখা। আমার ওই ভাই টি কে দেখে আমার ও তাই মনে হত। ছবির কাহিনী গুলো হড় হড় করে বলে দিতে পারত , এমনকি নায়ক অথবা ভিলেনের সংলাপ গুলো এমন ভাবে আমাদের বলত ,যেন আমাদের সামনে কোনো হিন্দী ছবির নায়ক অথবা ভিলেন সরাসরি অভিনয় করছে। নায়কদের কথা বলার স্টাইল , ভিলেন দের ইয়াহু ডিসুম সব ই অবলীলায় বলতে পারত। আমরা তাকে জিগ্যেস করতাম , আচ্ছা ভাই আপনি বাংলা ছবি দেখেন না কেন ? ওনার উত্তর থাকত , আরে দূর বাংলা ছবির না আছে কাহিনী , না বাজেট না অভিনয়। আর দেখ নায়িকা দের অবস্থা যেন এক একটা জল হস্তি , না নাচতে পারে না গাইতে পারে, আর চরম অশ্লীলতা , দেখলেই ঘেন্না হয়।

আমরা রীতিমত অবাক ভাই এর কথায়। আচ্ছা ভাই হিন্দী ছবি তে কি নায়িকাদের খোলা মেলা দেহ দেখানো হয়না ?

হয় , তাতে কি ওগুলো হচ্চে আর্ট। স্লিম বডি তে ওগুলো মানায়।

বুজতে আর বাকি থাকেনা ভাই এর কাছে অশ্লীলতার সজ্ঞা। মোটা দেহের খোলামেলা দেখলে ঘেন্না হয় , আর স্লিম দেহের খোলামেলা হয়ে যায় আর্ট।

২০০১/২০০২ এর দিকের ঘটনা। ভার্সিটির হলে থাকতাম সবার কাছে তখন কম্পিউটার ছিলনা।

যারা কম্পিউটার বিষয়ে পড়ালিখা করত , সাধারণত তাদের ই কয়েকজন ডেস্কটপ ইউজ করত।

তো রাত ১১ টার পর শুরু হত হিন্দী ছবি দেখার মহত্সব। নতুন কার কাছে কি সংগ্রহ আছে সেটি নিয়ে চলত আলোচনা। আর নতুন কোনো ছবি দেখার পরত ওই ছবি নিয়ে আলোচনা ই চলত কয়েকদিন। কি খাওয়ার রুমে , পত্রিকা রুমে সর্বত্র , সালমানের অভিনয় কেমন হলো , কিংবা কারিশমার নাচটা কেমন মোহনীয় হলো। তো একদিন হলের বন্ধুদের বললাম , তোরা যেভাবে হিন্দী ছবি দেখিস বলত সে অনুপাতে বাংলা ছবি কয়টা দেখিস ?

দূর ব্যাটা ওগুলো দেখা যায় , না আছে অভিনয় , না আছে কাহিনী। দেখিস না নায়িকা গুলো জলহস্তির মত শরীর নাচায়, অস্লিলতায় ভরা দেখা সম্ভব? আর দেখ কারিশমার কেমন স্লিম দেহ

নাচটা কেমন উহ !

ওই নাচে কি অশ্লীলতা নাই ? আরে ছাগল ওটা অশ্লীল নয় , ওটা হচ্ছে আর্ট।

ঠিক আমার সেই জেঠাত ভাই এর উত্তর। পার্থক্য শুধু এখানে আমার ওই ভাই টি একজন অল্প শিক্ষিত মানুষ আর আমার বন্ধুরা ভার্সিটি তে পড়ুয়া একদল শিক্ষিত মানুষ।

আমি বললাম ঠিক আছে তোরা হুমায়ুন আহমেদ , কিংবা ফারুকির বাংলা ছবি গুলো তো দেখতে পারিস। আরে দূর ! ওগুলো ছবি নাকি , ৩ ঘন্টার বাংলা নাটক।

আমার এই বাংলা অশ্লীলতা বিরোধী বন্দুদের কে আবার দেখতাম হলের কোনো নিরিবিলি রুমে রাত ১২ টার পরে একত্রিত হতে। পরে খোজ নিলে জানতে পারতাম ওরা ওই সময়ে দেখত বাংলা থ্রী এক্স , অথবা বাংলা ছবির কোনো অশ্লীল কাট পিস।

একসময় আসলাম প্রবাসে , উঠলাম এক বাংলাদেশী ভাইদের মেসে। সবাই উচ্চ শিক্ষিত , এবং এখনো পড়ছে। দিনের বেলায় কাজ অথবা ক্লাস শেষ করে এসেই শুরু হত রাতের বেলায় হিন্দী ছবির বিনোদন। কোন ছবিটি আজ মুক্তি পেল , কে কত দ্রুত কোন সাইট হতে ডাউনলোড করবে তার প্রতিযোগিতা। একদিন ভয়ে ভয়ে একজন কে বললাম আপনারা কি বাংলা ছবি টবি দেখেন না ? আমার কথা শুনে তো লোকটি তো থ। বল কি তুমি একটা ফার্স্ট ওয়ার্ল্ড দেশে এসে ও তোমার রুচি বদল হলনা ? আরে মিয়া আমাদের দেশের ছবি দেখা যায় , অশ্লীল অশ্লীল যত্তসব বিশ্রী কাহিনী।

বললাম, সব ছবি তো একরকম না।

বাংলা ছবির অশ্লীল খোজা ভাইদের কে দেখতাম , পর্ণ নায়িকা সানি লিউনের , অথবা বিপাসা বসুর ছবির মুক্তির অপেক্ষায় থাকতে।

আমার বেশ কিছু দিন ছুটি চলছে। কাজের কারণে আমাকে বাংলাদেশী ভাইদের ছেড়ে অনেক দুরে একাকী থাকতে হয়। তাই ছুটি পেয়ে চলে এলাম স্বদেশী ভাইদের নিকট একটি বাংলাদেশী মেসে।

সবাই মোটামুটি কাজ এবং লেখা পড়ায় ব্যস্ত। রাতের বেলায় বাসায় এলে যে গল্প করব তার ও সুযোগ নাই। সবাই ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে যেত। বেশিভাগের ই ব্যস্ততা থাকত নতুন কোনো হিন্দী ছবি দেখা নিয়ে। আমার কপাল টাই খারাপ , যেটি অপছন্দ সেটি বারেবার ধরা দেয় আমার কাছে।

যাক অপেক্ষা করছি রোববারের জন্য , ঐদিন সবার ই ছুটি থাকার কথা। বিকেলে সবাই কে নিয়ে একটু বের হব , ঘুরব এদিক সেদিক। রোববার বিকেল বেলা সবাই আমার আগেই রেডি।

এই তোমরা কই যাও , তোমাদের নিয়ে একটু বাইরে যাব। অনেক দিন ঘুরা হয় নাই।

না ভাই আজকে তো ঘুরা যাবেনা। কেন কি জন্য?

সরি ভাই , সালমান খানের একটা রিসেন্ট ছবি এই দেশের একটা হলে রিলিজ হলো আজ।

আমরা সবাই ওই ছবি দেখতে যাচ্চি, আপনি ও চলেন।

হাসি মুখে বললাম নো প্রবলেম তোমরা যাও।

গত কয়েকদিন ধরে হিন্দী ছবি গুন্ডে নিয়ে বেশ সমালোচনা চলছে ব্লগে , ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। হিন্দী ছবি আমার দেখা হয়না বলে , বিভিন্ন ব্লগ পড়ে এই ছবির কাহিনী মোটামুটি জেনে নিলাম।

রাতের বেলায় আমার মেসের সব সদস্য হাজির হলো। খাওয়ার টেবিলে জিগ্যেস করলাম সবাইকে। আচ্ছা তোমারা কি গুন্ডে ছবিটা দেখেছ ? সবাই একসাথে বলে উঠলো দেখি নাই মানে। রিলিজ হওয়ার দিন ই আমরা নেটে ছবি টা পেয়ে গেছি। একজন বলল ভাই তুমি দেখবা আমার কাছে একদম ফ্রেশ প্রিন্টের ছবি ডাউনলোড করা আছে।

না না দেখা লাগবেনা , আচ্ছা ছবিটার মূল কাহিনীটা কি একটু সংক্ষেপে বলা যাবে?

হু এইত বাংলাদেশের সাধীনতা যুদ্ধের কাহিনী আছে এতে। কি বলা আছে ছবিটা তে ?

মানে ওরা বাংলাদেশের যুদ্ধ কে কিভাবে মূল্যায়ন করলো ? কিভাবে করলো মানে ?

আমি তখন তাদের সংক্ষেপে বললাম , এই ছবিটার মাধ্যমে ইন্ডিয়া আমাদের স্বাধীনতা কে চরম ভাবে অব মূল্যায়ন করেছে, অস্বিকার করা হয়েছে লক্ষ শহীদের আত্মত্যাগ কে। বাংলাদেশের জন্ম কে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের ফসল বলা হয়েছে।

আমার বক্তব্যকে ওরা বিভিন্ন ভাবে ব্যাক্ষা দেয়ার চেষ্টা করলো। মনে হয় কেউ বিশ্বাস করলনা। কারণ ওদের বদ্ধ মূল ধারণা ইন্ডিয়া এই রকম করতে পারেনা। আর করলেই বা কি কথা তো মিথ্যা নয় , ওরা তো আমাদের যুদ্ধে সাহায্য করেছে। এমন টি তাদের ভাবসাব।

কিন্তু এই ছবির মূল বক্তব্য ওদের বুজার ক্ষমতা তখন ও হয় নি।

আমি একটি ছোট্ট ফাস্ট ফুড সপে কাজ করি। শপের মালিক না থাকলে আমি শপের মূল দায়িত্বে থাকি। প্রায় সময় কাজ খুজতে প্রচুর বিদেশী ছাত্র আসে। আজ কে ও সে রকম একটা লোক আসলো আমার সপে। বয়স মোটামুটি ২৭/২৮ হবে দেখতে বাঙালি চেহারা। ছেলেটি ভিতরে ডুকে ইতস্তত করছিল , আমাকে দেখে এগিয়ে আসলো। আমি ও হাসি মুখে তার দিকে তাকালাম।

কারণ বাংলাদেশী চেহারার লোকজন এখানে খুব একটা দেখা যায় না। ছেলেটি আমার দিকে তাকিয়ে জিগ্গেস করলো হিন্দিতে তুমি কি ইন্ডিয়ান ? না আমি বাংলাদেশী , ইংলিশ এ উত্তর দিলাম। ছেলেটি হিন্দিতে আবার বলল তুমি কি হিন্দী জাননা ? আমি বললাম না। ছেলেটি কেমন জানি খুব একটা অবাক হয়ে গেল। আমার দিকে তাকিয়ে হিন্দিতে বলল ছেলেটি ,অসম্ভব। আমি না বুজার ভান করে বললাম , বুজি নাই ইংলিশ এ বলো। এইবার ছেলেটি ইংলিশ এ বলল কোনো বাংলাদেশী হিদী জানেনা এটি অসম্ভব। আমি তার উত্তরে বললাম তুমি কি বাংলা জানো? বলল না, আমি ও বল লাম এটি ও আমার কাছে অসম্ভব। হা করে ছেলেটি আমার দিকে কিচুক্ষন তাকিয়ে থাকলো। আর কিছুই বললনা ছেলেটি , যে কাজ খুজতে এসেছিল সেটি না বলে চুপচাপ সপ থেকে বেরিয়ে গেল।

আজ বাংলাদেশে মহান শহীদ দিবস। বাংলা ভাষার জন্য জীবনদান করি সকল শহীদ এর আল্লাহর কাছে সর্বচ্চো পুরস্কার কামনা করছি। সাথে সাথে মহান স্বাধীনতার জন্য জীবন উতসর্গকারী সকল এর আত্মার মাগফেরাত কামনা করছি।

আর শিক্ষিত , অশিক্ষিত সবার প্রতি অনুরোধ , দেশ কে ভালবাসুন। দেশের ভাষা , সংস্কৃতি কে ভালবাসুন অন্য দেশের চেয়ে অনেক অনেক বেশি।

বিষয়: বিবিধ

৩২৭২ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180096
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গভীর চিন্তার লিখা অনেক কিছু শিখলাম ,ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১৮
133080
শিকারিমন লিখেছেন : প্রবাসী ভাই অনে লম্বা লিখা , আপনার সময় নষ্ট করে পড়েছেন , এবং প্রথম মন্তব্য করেছেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
180105
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩২
নিস্পাপ লিখেছেন : অসাধরণ ভাবে তুলে ধরেছেন , আপনার বিক্ষিপ্ত অভিজ্ঞতা গুলো।
আমরা বাংলা ভাষা , এবং দেশের প্রতি কতটা আন্তরিক , আপনার দেখা এই অভিজ্ঞতা দেখলেই বুজা যায়।
ধন্যবাদ আপনাকে।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩৭
133083
শিকারিমন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে পড়া এবং মন্তব্য করার জন্য।
180140
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার এই লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আসলে হিন্দি ছবি ও সিরিয়াল নিরবে আমাদের সংস্কৃতিকে শেষ করে দিতে দিতে এমন একটি পর্যায়ে নিয়ে এসেছে যে আমরা আমাদের নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলছি।

আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লিখা এই লেখাটার জন্য আবারও ধন্যবাদ।

২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০০
133099
শিকারিমন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপা আপনাকে।
আমার এই অগোছালো লিখা আপনি পড়েছেন এবং মন্তব্য করার জন্য।
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০৩
133101
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার লেখা মোটেও অগোছালো হয়নি। বেশ সাবলীল ও যুগোপযোগীHappy
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০৫
133104
শিকারিমন লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
180168
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৯
রাইয়ান লিখেছেন : আমাদের বাংলা ভাষা যে আমাদের প্রানেরই একটা অংশ , সেটা ভালো বোঝা যায় প্রবাসে। আপনার লেখাটি খুব ভালো লাগলো , অভিজ্ঞতা শেয়ারটি ও ছিল দারুন। শুকরিয়া ....
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০১
133280
শিকারিমন লিখেছেন : সময় করে পড়েছেন এ জন্য অনেক অনেক মুবারকবাদ। Good Luck Good Luck Good Luck
180172
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার লিখাটির জন্য আন্তরিক ধন্যবাদ্
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০১
133281
শিকারিমন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ।
180191
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনাকে ধন্যবাদ নিজের মনে জাগ্রত অনুভূতি শেয়ার করার জন্য। আপনার ব্লগটি আমি বেশ মনোযোগ দিয়ে পড়েছি। আপনি হিন্দী সিনেমার প্রতি আসক্তি এবং বাংলা সিনেমার প্রতি বিতৃঞ্চার যে তুলনামূলক আলোচনা করেছেন তাতে এর অন্তরনিহিত মূল বিষয়টি আলোচনায় স্থান দেননি। ইন্ডিয়াতে হিন্দী সিনেমা ছাড়াও আরো বেশ কয়েকটি ফিল্ম ইন্ডাস্ট্রি আছে যেখানে ইনডিয়ার অন্যন্যা ভাষাতেও ফিল্ম নির্মিত হয়। ইনডিয়ান সিনেমাগুলোর মধ্য আন্তর্জাতিকভাবে বেশী চার্কুলার পেয়েছে হিন্দী ভাষায় নির্মিত সিনেমাগুলো। এর একটি কারণও আছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইনিডিয়ান ও পাকিস্তান প্রাবাসী যারা হিন্দী এবং উর্দূ ভাষার কথা বলে তাদের সংখ্যা বেশী। ভারতীয় উপমহাদেশের আরেকটি অন্যতম প্রধান ভাষা হচ্ছে বাংলা। বাংলা ভাষা বুঝা ও জানার ক্ষেত্রে হিন্দী ও উর্দূ ভাষার কাছাকাছিই বলা যায়।
সুস্থ্য ধারার বিনোদনপ্রিয়দের সবাই একথাটি স্বীকার করে যে হিন্দী ফিল্মে অশ্লীলতা আছে। অশ্লীলতার মাত্রা ভেদে সে দেশের সেন্সেরবোর্ড এগুলোকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করেছে। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড ইত্যাদ। হিন্দী ফিল্মের শৈল্পিক মান এবং ছবির কাহিনী, চিত্রনাচ্য ইত্যাদি বিষয়গুলোর সংশ্লিষ্ট বিষয়ে প্রফেশনালদের উপর নিয়ন্ত্রণ রয়েছে মান রক্ষার ব্যাপারে। এর ফলে হিন্দী ছবিগুলোকে দেখে মানুষ আনন্দ পায় অশ্লিলতার কারণে নয়। বরং এর শৈল্পিক গুনাগুনে মুগ্ধ হয়ে। অনেক হিন্দী ছবি কোন কোন বিনোদনবাজ মানুষ বিশ ত্রিশ বার দেখেও মনের তৃপ্তি বার বার পুরা করে থাকে বলে বেড়ায় বন্ধুদের আড্ডার আসরে।
এখন বাংলা সিনেমার কথা বলি- বাংলাদেশে যেমন বাংলা সিনেমা নির্মিত হয় তেমনি পশ্চিম বঙ্গের কোলকাতায়ও বাংলা সিনেমা মির্নিত হয়। আপনার কথা অনুযায়ী বুঝা যাচ্ছে আপনি সিমেনা তেমন দেখেন না। তাই আপনাকে সিনেমা দেখে তুলনা করার কথা বলার প্রয়োজন নেই। ১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত- এই সময়ে বাংলা ভাষায় বাংলাদেশ ও ভারতে নির্মিত দশ দশ বিশটি ছবি দেখে তুলনা করেন তবেই বুঝতে পারবেন বাংলাদেশী সিনেমাকে মানুষ কেন এতো ঘৃণা করে।
আপনার দেয়া বর্ণনা থেকেই আমরা বুঝতে পারছি রাত বারটার পর (যেসব বিষয় সীমাহীন অশ্লীলতার কারণে যে কোন শ্রেণীর বন্ধুদের সাথে শেয়ার করা যায় না) হলের অনেক বন্ধুরা একত্রিত হয় বাংলা সিনেমা দেখার জন্য। (অর্থাৎ পশ্চিমা দুনিয়ার নিকৃষ্টতর পশুর চরিত্রের চিত্রায়ন যেমন মানুষের মধ্যে ঢুকিয়ে বিকৃত ও কুরুচির বিস্তার ঘটাচ্ছে সিনেমার মাধ্যমে)তাহলে এবার বুঝার চেষ্টা করুণ অথবা অনুমান করতে পারেন বাংলা সিনেমার করুণ অবস্থার কথা। এর প্রমাণ দেখতে হলে আপনাকে বেশী কষ্ট করা লাগবে না। নেটে ঢুকেই বাংলা সিনেমার বিভিন্ন গ্রেডের নাম লিখে চার্জ দিলে পেয়ে যাবেন বাংলা সিনেমার নিকৃষ্টতর কুরুচিপূর্ণ নগ্নতার বিস্তার।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
133289
শিকারিমন লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে সময় পড়েছেন। আপনার চুলচেরা বিশ্লেষণ আমি ও মনোযোগ দিয়ে পড়েছি।আপনি যেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, আমি আসলে ওভাবে বিশ্লেষণ ধর্মী লিখার চেষ্টা করি নাই। জাস্ট অভিজ্ঞতা শেয়ার করলাম। তবে হা আমি এখানে অশ্লীলতার ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমি যেমন বলেছি অশ্লীলতা হিন্দী ছবিতে আছে তেমনি করে বাংলা ছবি তে ও আছে। আমার লিখায় ভার্সিটির বন্ধুরা কিন্তু রাতের বেলায় বাংলা কাটপিস ও বাংলা ৩ গ্রেডের ছবি দেখত। তেমনি করে প্রবাসের বন্ধুরা সানি লিওনের ছবি দেখার প্রহর গুনত। পার্থক্য মনে হয় সেখানে কারো ছবিতে অশ্লীলতা মোহনীয় করে দেখানোর চেষ্টা হয়। আর কারো ছবিতে হয়ত সেভাবে করে দেখানো হয়না। মূলকথা হচ্ছে অশ্লীলতা অস্লিলতাই, এতে মোহনীয় আর কদাকার যাহাই হোক। আর ভাষার ব্যাপারে আমার কথা হলো যারা বাংলা ছবির অশ্লীলতার কথা বলে , পর্ণ নায়িকা সানি লিওন , শার্লিন চোপরা , বিপাশাদের খোলামেলা দেহের ছবি দেখে , তাদের কথায় বলার চেষ্টা করেছি। তাদের এভাবে বলা উচিত ছিল বাংলা ছবির খোলামেলার চাইতে হিন্দী ছবির খোলামেলা অনেক বেশি চমত্কার , তাহলে সেখানে আমার কোনো কথা ছিলনা।
আপনাকে আবার ধন্যবাদ , বাংলা ছবি সম্পর্কে কিছু আইডিয়া দেয়ার জন্য।
লিখা নিয়ে আপনার যে কোনো পরামর্শ সাদরে গ্রহন করা হবে।
180346
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
আলোর আভা লিখেছেন : আজ বাংলাদেশে মহান শহীদ দিবস। বাংলা ভাষার জন্য জীবনদান করি সকল শহীদ এর আল্লাহর কাছে সর্বচ্চো পুরস্কার কামনা করছি। সাথে সাথে মহান স্বাধীনতার জন্য জীবন উতসর্গকারী সকল এর আত্মার মাগফেরাত কামনা করছি। আমীন।

সুন্দর লেখার জন্য ধন্যবাদ ভাইজান ।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
133291
শিকারিমন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ আপু মনি , পড়েছেন এবং মন্তব্য করেছেন। Good Luck Good Luck
180504
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৫
133354
শিকারিমন লিখেছেন : প্যারিস এর ভাই আপনাকে ও অনেক ধন্যবাদ।
180653
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৬
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ঘরে বাইরে সব জায়গায় হিন্দির চুলকানি আপনি কোথায় মলম লাগাবেন। মেয়েরা সিনেমা আর সিরিয়াল পুরুষরা সিনেমার ঘায়ে আক্রান্ত ।
বে পর্দা মানেই অশ্লীলতা যদি আপনি আমি নিজেকে মুসলমান বলে দাবি করি । তাই কেউ যদি বলে বাংগালী সিনেমা অশ্লীল আর হিন্দি সিনেমা আর্ট এটা যদি মনে করে , তাহলে তাদের ঈমানে ভাইরাস আছে । তাদের বলব বেশি বেশি কোরান ও মুসলিম মনীষিদের জীবনি আ্যান্টি ভাইরাস পড়ুন ঈমানের ভাইরাস নির্মুল করুন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
133587
শিকারিমন লিখেছেন : অতি সুন্দর , গুরুত্বপূর্ন এবং বাস্তবতার নিরিখে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১০
180657
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
ইমরান ভাই লিখেছেন : চ্যাতনা বাদীদের চ্যাতনায় সত্যি আমার আজ ডুবতে বসেছি।
ধন্যবাদ আপনাকে।
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
133589
শিকারিমন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ।
১১
180662
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি কুম? কওয়ার তো কিছুই পাইতাছি না।
_ধুর কিছু একটা কন
হুম কইতাছি, এই দেশের সাংস্কৃতিক ভাষা এখন হিন্দি....সো হিন্দিই তো চলবে...
_কেমনে কি?
দেশের বারটা বাজাইল গো হিন্দি ফিলিমে
দেশটা রসাতলে গেলগো হিন্দি ফিলিমে....গানটা মনে পড়তেছে খুব
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫১
133590
শিকারিমন লিখেছেন : চমত্কার বলেছেন , আপনাকে অনেক ধন্যবাদ।
১২
180981
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৬
বৃত্তের বাইরে লিখেছেন : অশ্লীলতা ইংরেজী,বাংলা,হিন্দী সব মুভিতেই আছে। বাংলা মুভিতে দেখতে বেশী খারাপ লাগে কারন এটা আমাদের ধর্ম-সংস্কৃতির সাথে যায়না তাই।
হিন্দী বলার এই ফ্যাশন আমাদের এখানকার বাংলাদেশীদের মধ্যেও আছে। বাংলা বলতে/শিখতে কষ্ট লাগে কিন্তু ইন্ডিয়ান/পাকিস্তানী দেখলে ঠিকই হিন্দী বলা শুরু করে। আমি এজন্য শিকড়ের সন্ধানে পোস্টটা লিখেছিলাম।

ভালো লাগলো আপনার লেখাটা। ধন্যবাদ আপনাকে। Good Luck Rose
১৩
181012
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৩
শিকারিমন লিখেছেন : আপনি ঠিক ই বলেছেন সব ছবিতেই অশ্লীলতা আছে। শুধু বাংলা ছবির অশ্লীলতা নয় , কোন ছবির অশ্লীলতা ই আমাদের ধর্ম ও সংস্কৃতির সাথে যাওয়া উচিত নয়।
আর নির্দিষ্ট করে কোনো ভাষার প্রতি আমার আক্রোশ নেই। আমার আপত্তি সেখানে মনে করুন আমি /আপনি ইন্ডিয়া অথবা পাকিস্তান ছাড়া থার্ড কোনো দেশে যদি বসবাস করি। সেখানে বাংলাদেশীরা যেভাবে যেচে গিয়ে ,(যেটি সচরাচর দেখা যায় ) পাকিস্তানি অথবা ইন্ডিয়ানের সাথে হিন্দী তে কথা বলা শুরু করে , ঠিক উল্টোভাবে তারা কি কখনো কোন বাংলাদেশীদের সাথে বাংলায় কথা বলতে শুনেছেন? আর এখানেই আমার আপত্তি। হয় আমরা তাদের সাথে ইংলিশ এ কথা বলব না হয় যে দেশে আছি ওই দেশের ভাষায় কথা বলব। আসলে খুব ছোট ছোট বিষয় হতে দেশ এবং সংস্কৃতির প্রতি মানুষের ভালবাসার বহিপ্রকাশ দেখা যায়। হয়ত মোটা দাগে সেটি চোখে পড়েনা।
অনেক ধন্যবাদ আপনাকে , পড়লেন এবং মন্তব্য করলেন।
শিকডের সন্ধানে এখন ই পড়ছি। ও হা নিকের সাথে নতুন ছবি অনেক সুন্দর হইছে। Good Luck Good Luck
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৭
134776
বৃত্তের বাইরে লিখেছেন : নিক এবং নিকের অর্থটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকায় ছবিটা বদলাতে হল। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ রইলো Good Luck RoseHappy
১৪
181053
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৮
শেখের পোলা লিখেছেন : আমরা ফেব্রুয়ারী মাস আসলেই বাংলা পালন করি৷ অন্য সময় করলে তো উন্নতি কেমন করে করব? আর হিন্দী আমাদের সারা বছরের সঙ্গী৷ ওটা শ্রদ্ধেয় প্রতিবেশীর ভাষা৷
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১২
134187
শিকারিমন লিখেছেন : জি আপনি ঠিক ই বলেছেন।
ধন্যবাদ আপনাকে।
১৫
181067
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
ইসতিয়াক লিখেছেন : বাংলা ভাষা নিয়ে বাতিক্রম ও বাস্তব নির্ভর পোস্ট লেখার জন্য অনেক ধন্যবাদ। Thumbs Up Applause
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৪
134189
শিকারিমন লিখেছেন : ব্যতিক্রম কিনা জানিনা , শুধু মাত্র আমার দেখা কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File