কিছু শব্দের জন্য আর্তনাদ ! (পর্ব-১)  

লিখেছেন লিখেছেন লেলিন ০৯ জুন, ২০১৪, ০৫:২৭:২১ বিকাল



ল্যাপটপের ওয়াড পেজ খুলে বসে আছি।   

তোমার অপেক্ষায়, তুমি ধরা দিলে,  

কিছু শব্দ পেলেই,

তোমাকে নিয়ে ক’লাইন লিখব বলে।

কিন্তু  কেন জানি  মনে হচ্ছে,   

তুমি নেই বলে, শব্দের ভাণ্ডার ফুরিয়ে গেছে।  

লিখতে বসেছি মিছে। দেখ,

এ যুগের কবি আমি। খাতা নেই কলম নেই।

তবু আমি কবি! কবিতা প্রেমীরা বলে!  

এই একটি ল্যাপটপেই আমার খাতা।

এই একটি ল্যাপটপেই আমার কলম।

এই একটি ল্যাপটপেই আমার ছাপাখানা।

এটিতেই পাই পাঠকদের ভাল-মন্দ সমালোচনা।

দীর্ঘ এক যুগ কবিতা নিয়ে আমারই সাধনা।   

কবিতাই আমার সকল ধ্যান ধারণা।   

যে যাই বলুক, আমার এই আধুনিক কবিত্ব নিয়ে।

খাতা নেই কলম নেই। তবু আমি কবি!

এই একটি ল্যাপটপেই আমার খাতা- কলম।

 

দেখ, কচ্ছপ আর আমার মাঝে অনেক মিল পাবে।  

কচ্ছপ খপ করে কামড় দেয়, আর

সাথেসাথেই মাথা খোলের ভিতর ঢুকিয়ে ফেলে।

যতই চেঁচামেচি কর। তার একটি শব্দ কর্ণপাত হয় না।

আমিও ঠিক তেমনি, তুমি ধরা দিলে, কিছু শব্দ পেলেই,

চট করে একটি কবিতা লিখে ফেলি।

তারপর, প্রকাশ করে,পাঠকদের কাছে পৌছিয়ে দিয়ে।   

চুপচাপ বসে থাকি। পাঠক যে যাই সমালোচনা করে।

সহজেই মেনে নেই। প্রতীবাদ করি না।

কি ব্যাপার শুধুই কি শুনে যাবে, নাকি ধরা দিবে?

তুমি এলেই তো আমি ক’লাইন লিখতে পারি।

আবার পাঠকের খুব কাছে যেতে পারি।

কিছু শব্দ পেলেই তো,

আবার একটি নতুন কবিতা লেখা হয়।

 

কি হল ! বল,

অবাক ব্যাপার তো! চুপচাপ শুধু শুনেই যাচ্ছ!  

আমাকে দেখেও কি তোমার মায়া হয় না।

ল্যাপটপের অয়াড পেজ খুলে বসে আছি।

অপেক্ষা তোমার। তুমি এসে ধরা দিলেই।

কিছু শব্দ পাব। একটি কবিতা লেখা হবে।

পাঠক নতুন কবিতায় প্রাণ পাবে।

আমাকে নিয়ে নতুন করে সমালোচনায় জড়াবে।

আমি আবার তোমাকে নিয়ে সাধনায় প্রেরণা পাব।

এসো ধরা দাও ! কিছু শব্দ পাব!

একটি নতুন কবিতা লেখা হবে।

কি বললে আমি পাগল! কি পুরাই পাগল!

শোন, শোন, ফিরে তাকাও একটু দাড়াও অনুগ্রহ করে।

(চলবে.........)

বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232847
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:৩৮
নীল দাদা লিখেছেন : একটু দাড়াও? ফিরে তাকাও তুমি।
চলেই তো যাবে , নিঃস্ব করে তুমি !!! Tongue
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:৫৯
179555
লেলিন লিখেছেন : ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
232860
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
179595
লেলিন লিখেছেন : ধন্যবাদ ভাল থাকবেন। দোয়া করবেন।
232874
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ কবি সাহেব
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২০
179596
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
232891
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২০
ব্লগার শুয়েব আহমেদ লিখেছেন : ভাল লাগল
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৪
179644
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ। ভালো থাকবেন । পাশে থাকবেন ।
232910
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
আওণ রাহ'বার লিখেছেন : অনেক দিন পর দেখছি মনে হয়।
কেমন আছেন ভাইয়?
তুমি ছিলে আমি ছিলাম হিরো
তুমি নাই এখন আমি জিরো।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩২
179642
লেলিন লিখেছেন : ধন্যবাদ ভাই। ভালো আছি। আপনি কেমন আছেন?
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৪
179646
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর ইচ্ছায় ভালো আছি।
আপনার আন্তরিকতায় প্রিত হইলাম।
শুকরিয়া।
232915
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
পবিত্র লিখেছেন : খুব সুন্দর! Thumbs Up ভালো লাগলো!! Day Dreaming
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৫
179648
লেলিন লিখেছেন : দোয়া করবেন।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File