শুধুমাত্র সন্দেহের বশে ধর্ষক আক্ষা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এক বাঙ্গালী কাঠ ব্যাবসায়ী কে!!! (হত্যার ভিডিও সহ)
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৯ জুন, ২০১৪, ০৫:৩৫:০৬ বিকাল
শুধুমাত্র সন্দেহের বশে একজন বাঙালি কাঠ ব্যাবসায়ীকে কী নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উপজাতি নামধারী কিছু পিশাচ!!!!
উল্লেখ্য, বান্দরবানের উপজাতি অধ্যুষিত এলাকায় ২দিন আগে এক উপজাতিয় মাহিলাকে কে বা কারা ধর্ষনের পর হত্যা করে ফেলে চলে যায়। এই ঘটনায় ধর্ষন সংঘটনের দুইদিন পর শনিবারে এক বাঙ্গালী কাঠ ব্যাবসায়ী নিজের কেনা গাছ কাটতে গেলে কোন ধরণের প্রমান বা স্বাক্ষী ছাড়াই খুন করা হল এই বাঙালি কাঠ ব্যাবসায়ীকে। অতচ পরে প্রকৃত ধর্ষক বিজয় তঞ্চঙ্গ্যাকে আটক হয়েছে।
ঐ হতবাগা বাঙ্গালী কাঠ ব্যাবসায়ী কে নির্মম ভাবে প্রহারে করে মেরে ফেলা হল। সেখানে পুলিশও উপস্থিত ছিল। কিন্তু পুলিশ চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করছিল না! এবার বুঝতে পারছেন, তাদের সামনে আইনশৃঙ্খলা বাহিনীও কেমন চুপচাপ হয়ে যায়।
অতচ পত্রপত্রিকা/মিড়িয়ার এবং আমাদের মাথা মোটা সুশীলগন অনেক মায়াকান্না করে বলে পার্বত্য চট্টগ্রামে উপজাতি নামধারী এই পিশাচ গুলো নাকি অসহায়!!!
ভিডিও Click this link
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন