মানুষ এখন শুধু দিবস পালন করতে করতে ক্ষান্ত হয়ে যাচ্ছে।

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১১ মে, ২০১৪, ০২:১০:৪৯ দুপুর

১১ মে আসলে মা ভক্ত হয়ে যায়। ১৬ ডিসেম্বর এবং ২৪ মার্চ আসলে সকলে চেতনা জীবি হয়ে যায়। ২১ ফ্রেব্রুয়ারী আসলে ভাষা প্রেমিক হয়ে যায়। ১৪ ফ্রেব্রুয়ারী আসল প্রেমিক হয়ে যায়। আরো হেন তেন অনেক দিবস আছে। যা ফেইস বুক এবং মিড়িয়ার কল্যানে জানতে পারি। কিন্তু আমার চুখে বাস্তবে এসবের ফলাফল ০ (শূন্য)। ৩৬৪ দিন মার খবর কোন খবর থাকে না আর আজ মা দিবসের আমরা পুজারী হয়ে যায়। আজকে অনেকে মাকে নিয়ে ফেইচ বুক/ব্লগ ফাটিয়ে দিচ্ছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন "আজ মায়ের জন্য বিশেষ কোন কাজটি করেছেন?

যারা ফ্যামিলির সাথে থাকেন তারা মায়ের জন্য কি করেছে আছ? আর যার ফ্যামিলির বাইরে থাকে হয়ত অনেকে মাকে একটা ফোনও করেনি। কিন্তু সবাই মা দিবস পালনে ব্যস্ত।

এই সব ভন্ডামী ছাড়া আর কিছুই নয়।

যত খুশি মা দিবস পালন করুন। কিন্তু তা শুধু ফেইচ বুক/ব্লগে সীমাবদ্ধ না রেখে বাস্তবে করুন। এটা আমার এক মাত্র অনুরোধ।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220246
১১ মে ২০১৪ বিকাল ০৪:০৭
বেআক্কেল লিখেছেন : হেই জন্য বেআক্কেল দিবস পালন কইরতে হইব। দেশের সকল বে আক্কেল হেইখানে আইব, বিশেষ অথিতি আবুল মাল প্রধান অথিতির নাম নিতে ভয় লাগে। তেনারা সেখানে প্রতিদিনের মত আবোল তাবোল বক্তব্য রাখবে, জনগন ক্ষেইপা তাদের রাম দৌড়ানি দিব, তারপর আর কুনদিন দিবস পালন করার কথা মুখে আইনব না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File