সৈয়দ নজরুল ইসলাম
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৩:২৩ রাত
তিনি ১০ই এপ্রিল ১৯৭১ - ১৯৭২ সাল পর্যন্ত বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
জন্ম:
সৈয়দ নজরুল ইসলাম১৯২৫ সালে ময়মনসিংহ জেলার (বর্তমান কিশোরগঞ্জ জেলা ) জসোদল বীরদামপাড়ায় জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন:
ময়মনসিংহ জিলা স্কুল থেকে ১৯৪১ সালে ম্যাট্রিক পাস করেন৷ ১৯৪৩ সালে আনন্দমোহন কলেজ থেকে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন৷ তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বি.এ. (অনার্স), ১৯৪৭ সালে এম.এ এবং ১৯৫৩ সালে এল.এল.বি পরীক্ষায় উত্তীর্ণ হন ৷
রাজনৈতিক জীবন:
১৯৪৭ সালে রাজনীতিতে জড়িয়ে পড়েন ৷ তিনি মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷
১৯৬৪ থেকে ১৯৭২ তিনি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন ৷ ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা দাবিতে আন্দোলন হলে শেখ মুজিব কে গ্রেফতার করার পর সৈয়দ নজরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ৷
শেখ মুজিবুর প্রত্যাবর্তনের পর সৈয়দ নজরুল ইসলাম শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন ৷ ১৯৭৩ সালের নির্বাচনের পর তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ৷ জাতীয় সংসদে তিনি উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন ৷ পরবর্তীতে তিনি বাংলাদেশের উপ-রাষ্ট্রপতির দায়িত্বও গ্রহণ করেন।
মৃত্যু:
শেখ মুজিবকে হত্যার পর তাঁকে প্রথমে গৃহবন্দী এবং ২৩শে আগস্ট, ১৯৭৫ তাঁকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়।১৯৭৫ সালের ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করা হয়।
পরিবার:
পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশ
আওয়ামি লীগের সাধারণ সম্পাদকের।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন