এক চোরের গল্প
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫২:৩৫ রাত
এক চোরের গল্প
ইকবার কবীর মোহন :
খলিফা আল-মামুনের শাসনামলের এক ঘটনা।
এক যুবক চুরির অপরাধে ধরা পড়ল। তখন চুরির অপরাধে কঠিন শাস্তি দেয়া হতো।
যুবকটিকে শাস্তি দেয়া ছাড়া খলিফা আল- মামুনের আর কোনো উপায় ছিল না।
খলিফা ইসলামের বিধান মতে যুবককে শাস্তির নির্দেশ দিলেন।
এদিকে ঘটল এক ঘটনা।
যুবকটির মা এসে খলিফার কাছে হাজির হলেন।
মহিলা তার ছেলের অপরাধ মার্জনা করার জন্য খলিফার কাছে আর্জি পেশ
করলেন।
মহিলা বললেন, ‘খলিফা মহোদয়! আপনি আমাদের খলিফা।
আমার ছেলেটা অন্যায় করেছে। তাকে আপনি তাকে ক্ষমা করুন।’
খলিফা আল-মামুন যুবকের মায়ের উদ্দেশ্যে বললেন, ‘দেখুন মা! এই শাস্তির বিধান জারি করেছেন আল্লাহ।
আল্লাহর বিধান আমাকে মানতে হবে।
এই বিধানের হেরফের করার কোন এখতিয়ার আমার নেই।’
এবার যুবকের মা খলিফাকে লক্ষ্য করে বললেন,
‘আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার কথা।
ছেলেকে মাফ করে দিলে যদি আপনার গুনাহ হয়ে থাকে
তাহলে আল্লাহকে বলুন তাঁর ক্ষমার
মহিমা প্রকাশ করার জন্য।’
খলিফা আল-মামুন,
মহিলার কথা শুনে অবাক হলেন এবং
তার জবাবের প্রশংসা করলেন।
তারপর বললেন,
‘মহিলার প্রতি দয়া করা হোক এবং
ছেলেটিকে মাফ করে দেয়া হোক।’
বিষয়: বিবিধ
১৮৯৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই বিচার সবার জন্য সমান।
এই ধরণের গল্প গুলো কে হয় গাল গল্প বলা ভালো, না হয় ইসলামি শরিয়াতের সাথে একধরণের ঠাট্টা মনে করা উচিৎ।
তার পরেও ধন্যবাদ গল্প টা বলার জন্য। লেখক মনে হয় ইকবাল, ইকবার নয়।
মন্তব্য করতে লগইন করুন