""স্বপ্নের আল্পনা""

লিখেছেন লিখেছেন egypt12 ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৭:৩৫ রাত



কিছু স্বপ্ন দেখে আনমনে

কত রাত কেটে যায় নির্ঘুমে,

দূর থেকে হায় কে চুমে!?

তার স্পর্শ পেতে দিনগুনে।

.

মন হয়ে বাঁধন হারা-

মনে মনে গুনছে তারা।

.

মনে পড়ে জোস্না স্মৃতি-

সুখে ছিল মনটা অতি।

.

সেই স্বপ্নে দেখা স্বপ্ন পরী

কবে এসে হায়!

হাতে হাতটি রেখে ভাসবে

আমার জীবন দরিয়ায়?

.

আজও তারি অপেক্ষায়

কত দিন যে চলে যায়,

আমি স্বপ্ন বুনে উড়ি

নীল মেঘেরি ডানায়।

.

নীল স্বপ্ন ডানা দিনে দিনে

হচ্ছে আরও নীল,

সেই স্বপ্নে দেখা স্বপ্ন প্রিয়ার

নুপুর শুনে দীল।

.

২৭/১২/২০১৩

বিষয়: সাহিত্য

১৩৪৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174413
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চিন্তায় রাত ঘুমহীন
সুতারাং সপ্নহীন।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
127975
egypt12 লিখেছেন : মনে মনে স্বপ্ন বোনা আর কি Tongue
174418
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৬
127976
egypt12 লিখেছেন : আপনাকে দেখে আমারও ভালো লাগলো Love Struck
174451
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : পিলাচ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৬
127977
egypt12 লিখেছেন : ধইন্যা
174485
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৮
শেখের পোলা লিখেছেন : নূপুর শোনায় রইবে মোহ
দর্শনেতে নয়৷
স্বপ্ন শুধু স্বপ্ন রবে,
শেখের পোলা কয়৷
আবার যদি দেয় দর্শন,
অন্য কোন দিন৷
অনামিকায় আংটি দিয়ে,
আপন করে নিন৷
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১২
127988
egypt12 লিখেছেন : এক্কেরে আকদ দিলে কেমন হয়? <:-P
174515
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৯
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার ও সুন্দর হয়েছে চালিয়ে যান
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১২
127989
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Good Luck
174982
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই একটা ভাবির ব্যবস্থা করেন তাড়াতাড়ি!
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
128216
egypt12 লিখেছেন : ভাইরে এত সোজা হলে কি কপ্তে লিখা হত Crying Crying Crying
196034
২২ মার্চ ২০১৪ সকাল ১০:০৭
আব্দুল গাফফার লিখেছেন : সবার দেখি একি Thinking খুব ভাল লাগলো ডিয়ার Rose Love Struck Good Luck
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১২
146184
egypt12 লিখেছেন : আপনারও কি? Winking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File