ধোঁকা

লিখেছেন লিখেছেন লেলিন ২৯ জানুয়ারি, ২০১৪, ০৭:০৩:১৬ সন্ধ্যা



ষোল কোটি টাকা হল চুরি

খবরটি ভাই জমেছে ভারি।

আমরা সবাই আমজনতা

একেক জন বলছি একেক কথা ।

কেউ বলছি এত বড় চুরি !

আবার কেউ ইস ৫ বস্তা টাকা !

আরে ভাই, তাতে আমাদের কি ?

গরীবের পেটে সইবেনা ঘি !

লোভে পরে করেছে ভুল সোহেল

এখন রিমান্ডে যাবে, খাটবে জেল।

দুই বছর সে সিঁধ কেটেছে

পরিশ্রম তার বৃথা গেছে।

ভুল পথে সে পা বাড়িয়েছে

আমাদের কে শিক্ষা দিছে।

আমরা যেন তার মত করিনা ভুল।

দেইনা যেন সিঁধ কাটার মাশুল।

সোহেল ছিল লোভী বোকা

নিজেকে দিছে বড় ধোঁকা।

আসুন লোভ এড়িয়ে চলি।

ধনি গরীব সবাই মিলি।



সোনালী ব্যাংকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনাকে নিয়ে শিক্ষামূলক ছড়া।

বিষয়: সাহিত্য

১১৩২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169759
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি করে শিক্ষা দিতে চাচ্ছেন ভাইয়া যে দেশের মন্ত্রী বলে ৪০০০ কোটি কিছুই না। আপনাকে অনেক ধন্যবাদ। Rose Rose
169764
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
লেলিন লিখেছেন : সুন্দর কথা বলেছেন। তবে আমাদের নিজেদের কাছে নিজেরা তো সৎ থাকতে হবে!
ধন্যবাদ।
169765
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
বিন হারুন লিখেছেন : আসুন লোভ এড়িয়ে চলি, ভালো লাগলো Rose
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
123518
লেলিন লিখেছেন : স্বাগতম ও ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
169772
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩১
123520
লেলিন লিখেছেন : ভালোলাগাকে ভাল কাজে লাগান। অনেক ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
123523
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন। আমীন

আপনাকে সুপরামর্শ দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
123529
লেলিন লিখেছেন : দোয়া করবেন। সাথে থাকবেন।
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
123561
প্রিন্সিপাল লিখেছেন : সর্বাদায় দোয়া করি ও সর্বদায় সাথে আছি।
আল্লাহ তায়ালা আপনার মনের বাসনা পুরণ করুন। আমীন
169808
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
লোকমান লিখেছেন : শিক্ষা মূলক একটি চমৎকার ছাড়া। ধন্যবাদ লেলিন ভাই।
169812
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
লেলিন লিখেছেন : লোকমান ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন। দোয়া রাখবেন ছোট ভাইয়ের প্রতি।
170059
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৬
ভিশু লিখেছেন : ভালো লিখেছেন!
Loser Loser Loser
Good Luck Good Luck Good Luck
Chatterbox Chatterbox Chatterbox
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
124289
লেলিন লিখেছেন : ধন্যবাদ। ভাল থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File