ব্লগার দের প্রকাশিত বই এর লিস্ট চাই

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৯ জানুয়ারি, ২০১৪, ০৭:০৫:২২ সন্ধ্যা

সামনে একুশে বই মেলা আসছে। এই উপলক্ষে বই প্রকাশের ধুম চলছে। আমাদের প্রকাশনা শিল্প প্রধানত ঢাকা এবং একুশে কেন্দ্রিক। যা আমাদের দেশের জন্য ভাল না হলেও বর্তমানে মেনে নিতে হচ্ছে। এই বইমেলায় আমাদের সাইট এর অনেক ব্লগার দের বই প্রকাশিত হচ্ছে। ব্লগারগন অনেকেই নিজেদের বই এর পরিচিতি পোষ্ট আকারে দিয়েছেন। এই বিষয়টাকে একটু সংগঠিত করা প্রয়োজন। একটি মাত্র পোষ্টে যদি সকল ব্লগারদের বই এর ক্যাটালগ সংরক্ষন করা যায় তাহলে সকলেরই সুবিধা হবে এবং সেই পোষ্টটি অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাসটি ষ্টিকি রাখা হলে সবাই ব্লগবন্ধুদের লিখা সম্পর্কে জানতে পারবে। যে সকল তথ্য এই লিস্ট এর জন্য দরকার হবে।

১.বই এর নাম।

২.লেখক এর নাম।(যদি ব্লগার নিকনেম আলাদা হয় তাহলে ব্রাকেট এর ভিতর সে নাম)।

৩.প্রকাশনি।

৪.মুল্য।

৫. বইএর বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। যেমন কি বিষয় এর উপর লিখা কয়টি কবিতা বা প্রবন্ধ আছে তাই।

৬. সম্ভব হলে বইএর প্রচ্ছদ এর ছবি।

৭. বইমেলা ও ঢাকা ছাড়া দেশের অন্যত্র বিশেষ করে বিভাগিয় শহরগুলিতে কোথায় পাওয়া যাবে সে তথ্য।

আশাকরি ব্লগারগন আমার প্রস্তাবটি সমর্থন করবেন এবং মডারেটরগন যথাযথ ব্যবস্থা নেবেন।

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169761
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
পলাশ৭৫ লিখেছেন : বই এর লিস্ট চাই
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৫
123790
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ
169763
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পিলাচ পিলাচ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৫
123793
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও
169771
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৫
123792
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ
169859
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
হাবিবুল্লাহ লিখেছেন :


১৪৪ পৃষ্টা


৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৬
123794
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ । তথ্যগুলি বুঝা যাচ্ছেনা আবার দিলে ভাল হয়।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
123994
প্রিন্সিপাল লিখেছেন : সংগ্রহ করব ইনশাআল্লাহ।

তবে অনেক আনন্দ লাগছে।

আল্লাহ তায়ালা লেখককে আরো তাওফীক দান করুন। তিনি যেন একনিষ্টতার সাথে তার লেখা চালিয়ে যেতে পারেন।
169866
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
জবলুল হক লিখেছেন : সহমত। Rose Rose
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৬
123795
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহমত হওয়ার জন্য ধন্যবাদ।
175402
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২১
175811
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File