ব্লগার দের প্রকাশিত বই এর লিস্ট চাই
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৯ জানুয়ারি, ২০১৪, ০৭:০৫:২২ সন্ধ্যা
সামনে একুশে বই মেলা আসছে। এই উপলক্ষে বই প্রকাশের ধুম চলছে। আমাদের প্রকাশনা শিল্প প্রধানত ঢাকা এবং একুশে কেন্দ্রিক। যা আমাদের দেশের জন্য ভাল না হলেও বর্তমানে মেনে নিতে হচ্ছে। এই বইমেলায় আমাদের সাইট এর অনেক ব্লগার দের বই প্রকাশিত হচ্ছে। ব্লগারগন অনেকেই নিজেদের বই এর পরিচিতি পোষ্ট আকারে দিয়েছেন। এই বিষয়টাকে একটু সংগঠিত করা প্রয়োজন। একটি মাত্র পোষ্টে যদি সকল ব্লগারদের বই এর ক্যাটালগ সংরক্ষন করা যায় তাহলে সকলেরই সুবিধা হবে এবং সেই পোষ্টটি অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাসটি ষ্টিকি রাখা হলে সবাই ব্লগবন্ধুদের লিখা সম্পর্কে জানতে পারবে। যে সকল তথ্য এই লিস্ট এর জন্য দরকার হবে।
১.বই এর নাম।
২.লেখক এর নাম।(যদি ব্লগার নিকনেম আলাদা হয় তাহলে ব্রাকেট এর ভিতর সে নাম)।
৩.প্রকাশনি।
৪.মুল্য।
৫. বইএর বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। যেমন কি বিষয় এর উপর লিখা কয়টি কবিতা বা প্রবন্ধ আছে তাই।
৬. সম্ভব হলে বইএর প্রচ্ছদ এর ছবি।
৭. বইমেলা ও ঢাকা ছাড়া দেশের অন্যত্র বিশেষ করে বিভাগিয় শহরগুলিতে কোথায় পাওয়া যাবে সে তথ্য।
আশাকরি ব্লগারগন আমার প্রস্তাবটি সমর্থন করবেন এবং মডারেটরগন যথাযথ ব্যবস্থা নেবেন।
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১৪৪ পৃষ্টা
তবে অনেক আনন্দ লাগছে।
আল্লাহ তায়ালা লেখককে আরো তাওফীক দান করুন। তিনি যেন একনিষ্টতার সাথে তার লেখা চালিয়ে যেতে পারেন।
http://www.onbangladesh.net/.../detail/1649/lokmanbd/37431
http://web.archive.org/web/20121013231937/http://www.sonarbangladesh.com/blog/Rashic/13085
মন্তব্য করতে লগইন করুন