মিলন মেলা আবার চাই

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ জানুয়ারি, ২০১৪, ০৬:৫৩:৩১ সন্ধ্যা

আস্সালামু আলাইকুম। টুডে ব্লগের প্রতি শনিবারের আসর "মিলন মেলা" বন্ধ রয়েছে ১১ সেপ্টেম্বর, ২০১৩ থেকে। ব্লগারদের পাস্পরিক মত বিনময়ের প্লাট ফরম হিসেবে পরিচিত এই মেলা।বাংলাদেশ সময় সন্ধ্যে ০৭টা এই মেলাতে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্ম, ব্যবসা, বিনোদন ইত্যাদি নানাবিধ বিষয়ে ওপেন আলোচনা হত।
সরকার বারবার টুডে ব্লগের উপর তাদের নগ্ন আক্রমনের ফলে ব্লগে ব্লগিং-এ সীমাহীন সমস্যা দেখা দেয়াতে মিলনে মেলার আসরটি বন্ধ করে দিয়েছেন মিলন মেলার উপদেষ্টা প্যানেল।
সরকারের সীমাহীন আক্রমনের পরও ব্লগের কলম যোদ্ধা নিয়ে মডুরা জাহাজের কান্ডারী হয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে।তাই ঠিক এই সময়ে মিলন মেলার আসর বসিয়ে ব্লগার ও মডুদের উত্সাহ দিতে মিলন মেলার বিকল্প নেই।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ৪২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ধরতে হবে হাল
আবার চলবে
আবার চলবে
মিল..............ন মেলা
টুডে ব্লগের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেলেন উপদেষ্টা প্যানেল
যেন আজ আর নেই।
মন্তব্য করতে লগইন করুন