কমিউনিটি ব্লগারস ফোরাম-জেদ্দার নতুন কমিটিকে অভিনন্দন

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৫ নভেম্বর, ২০১৪, ০২:৪৭:৫৯ দুপুর

গতকাল রাত ১০:৩০ মিনিটে জেদ্দায় ব্লগার প্রবাসী মজুমদারের বাসায় এক অনাড়াম্বর পরিবেশে গঠিত হয়ে গেল দীর্ঘ প্রতিক্ষিত জেদ্দার "কমিউনিটি ব্লগারস ফোরাম" (সিবিএফ)- এর নতুন কমিটি। এতে নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছিল রিয়াদ থেকে ওমরাহ পালন করতে আসা এক ঝাঁক উদ্যোমী ও আগামীর স্বপ্ন বিভোর ব্লগারস দল; যাদের পদচারণা ্ও শক্তিশালী লেখনির কারণে রিয়াদ সহ সারা পৃথিবীতে বাংলা ভাষা-ভাষী ব্লগার ও ফেইসবুক ব্যবহারকারীদের মাঝে পরিচিতি রয়েছে, তাদের সেই একসাথে রিয়াদ-টু-মদিনা-মক্কা-জেদ্দা সত্যিই অনুষ্ঠানে অন্যরকম এক প্রাণচাঞ্চল্যতা সৃস্টি হয়েছিল

সিবিএফ এর সেন্ট্রাল প্রেসিডেন্ট জনাব প্রবাসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি রাত ১২টায় শেষ হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা রিয়াদের ব্লগাররা অনেকটা ক্লান্ত শ্রান্ত মনে হলেও এ অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে মনে হয় সবকিছু বেমালুম ভুলেই গেছে।

ব্লগার জনাব ইবনে আহমাদ এর নান্দনিক পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সিবিএফ এর সেন্ট্রাল প্রেসিডেন্ট জনাব প্রবাসী মজুমদার। সবার পরিচিতির পর তিনি নতুন কমিটি ঘোষণা করেন।

সভাপতি জনাব আবু সাঈফ ও সদস্য সচিব জনাব ইবনে আহমদসহ ১৭ জনের এ কমিটিতে রয়েছে অনেক বোদ্ধা ব্লগার ও লেখক ও সহযোগী। উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হয়েছে অনেক কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী চাকুরীজীবি।

জেদ্দার সিবিএফ এর নতুন কমিটি

-----------------------------

- সভাপতি : আবু সাইফ

- সদস্য সচিব : ইবনে আহমাদ

- সহকারী সদস্য সচিব : আবু ফারিহা

- সাংগঠনিক সম্পাদক : শাহীন কবির

- সহ '' : মনির আহমেদ

- গবেষণা সম্পাদক : সাইফুল ইসলাম

- সহ '' : জুবায়ের

- সাহিত্য ্ও প্রকাশনী সম্পাদক : হাফিজ সিদ্দীকি

- আন্তর্জাতিক সম্পাদক : গাজী ওয়ালী উল্লাহ

- সাংস্কৃতিক সম্পাদক : রাইস উদ্দীন

- কোষাধ্যক্ষ্ : ইউসুফ বিন রফিক

- সহ '' : জসিম উদ্দীন

- মিডিয়া সম্পাদক : এমদাদ

- সহ " : শামীম আহমেদ

- সমাজ কল্যান সম্পাদক : আব্দুল হাদী

- সহ '' : মো: ইয়ামীন

- মহিলা সম্পাদিকা : ( )

জেদ্দা কমিটির একাংশের ছবি



অনুষ্ঠানে উপস্থিতির একাংশ



অন্যান্য ছবি















উল্লেখ্য যে, অনুষ্ঠানের শুরুতেই নৈশ ভোজের মাধ্যমে অংশগ্রহকারীদের আপ্যায়ন করা হয়। তারপর শুভেচ্ছা বক্তব্য্ ও পরিচিতির মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।

জেদ্দার নতুন কমিটি ঘোষণা করার পর রিয়াদ থেকে আগত সিবিএফ এর আহব্বায়ক কমিটির সদস্যগন আলোচনায় অংশ গ্রহন করেন। সিবিএফ এর কর্মপন্থাসহ আর ও অনেক বিষয়ে গুরুত্বপুর্ন পরামর্শ দেন ব্লগার শাহীন, মেরাজ, লোকমান, ফখরুল প্রমুখ। তারা আশা করেন, সিবিএফ এর ব্যানারেই একদিন তৈরী হবে খ্যাতনামা লেখক, সাহিত্যিক। যে কোন ত্যাগের বিনিময়ে সিবিএফ আগামী দিনে দেশ ও জাতির স্বার্থে ভুমিকায় কাধে কাধ মিলিয়ে কাজ করবে। অনুষ্ঠানের সকল বক্তারাই সিবিএফ এর কেন্দ্রীয় কমিটির সকল উদ্যোক্তা, সহযোগীর ভূয়সী প্রশংসা করেন যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সিবিএফকে আজকের এ অবস্থায় নিয়ে এসেছে।

অবশেষে সিবিএফ মধ্যপ্রাচ্য প্রতিনিধি জনাব বিদ্রোহী নজরুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যর সমাপ্তি ঘোষনা করা হয়।

বি।দ্র- ব্যস্ততার কারণে অনেক ব্লগার আসতে চেয়েও আসতে পারেনি। জেদ্দায় এখনও অনেক ব্লগার আছে যাদের নাম এ কমিটিতে যুক্ত করার অপেক্ষায় আছি।

সিবিএফ এর কেন্দ্রীয় কমিটিকে যে কোন পরামর্শ দেয়ার জন্য যোগাযোগ করুণ :

বিষয়: বিবিধ

৩২৫৬ বার পঠিত, ৮৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284426
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
আবু ফারিহা লিখেছেন : নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা রইলো। ধন্যবাদ।
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
227685
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে্ও ধন্যবাদ।
284427
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
কাহাফ লিখেছেন :
আস্ সালমু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.....
জেদ্দা সিবিএফ শাখার সদস্য বৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি!! Rose Rose
সুযোগহীনতায় আপনাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য থেকে আপাততঃ বন্চিত হলেও আশার প্রদীপ জ্বালিয়েই রাখলাম!
একটি আদর্শিক পরিবর্তনে হোক পথচলা এই শুভ কামনা!!
Thumbs Up Thumbs Up Big Hug Big Hug
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫০
227686
প্রবাসী মজুমদার লিখেছেন : নিয়মিত সাথে থাকবেন এটি আমাদের প্রত্যাশা। অনুভুতিপুর্ন মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ।
284428
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
ফখরুল লিখেছেন :


সিবিএফ জেদ্দা নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা।
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫১
227687
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাদের সরব উপস্থিতি আর বিভিন্ন গঠনমুলক প্রস্তাবনার জন্য ধন্যবাদ।
284439
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
প্রেসিডেন্ট লিখেছেন : চমৎকার আয়োজন, প্রাণোচ্ছ্বল তারুণ্যের মিলনমেলা। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose

মহিলা সম্পাদিকার পদ খালি কেন? আমি তিনটি নাম প্রস্তাব করছিঃ

১। মজুমদার ভাবী
২। মেরাজ ভাবী,
৩। ফখরুল ভাবী। Angel Angel
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪০
227684
প্রবাসী মজুমদার লিখেছেন : এটি বরাদ্দকৃত। মতামত নিয়ে দেয়ার অপেক্ষায়। ধন্যবাদ আপনাকে।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২২
227916
লোকমান লিখেছেন : সেদিন কমিটির সবার নাম ঘোষনা করার সময় কিন্তু ঐ পদে একজন নারী ব্লগারের নাম ঘোষনা করা হয়েছিল কিন্তু এখন কিভাবে এই পদটি খালি হয়ে গেলে বুঝতে পারছি না।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩২
227931
প্রবাসী মজুমদার লিখেছেন : আলাপ করিনি। তাই রেখে দিয়েছি। তবে এটি তার জন্যই।
284456
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৬
আবু আশফাক লিখেছেন : নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা রইলো।
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫১
227688
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ অভিনন্দনের জন্য।
284457
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জেদ্দার নতুন কমিটিকে অভিনন্দন । Rose Rose Rose
সিবিএফ’র কার্যক্রম’র ধারাবাহিকতা ধরে রাখার জন্য এই ব্লগেই সিবিএফ’র কেন্দ্রিয় ব্লগ আছে যেখানে আগেরও বিভিন্ন প্রোগ্রামের ধারাবাহিক বর্ণনা আছে । আমি যতদুর জানি আপনার কাছে উক্ত ব্লগের লগিংআইডি ও পাসওয়ার্ড পৌছে গেছে । Thumbs Up
Good Luck [url href="http://www.bdmonitor.net/blog/blogdetail/bloglist/8613/cbfbd" target="_blank"]কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ)[/url Rose Rose
Thumbs Up
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫২
227689
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। খুজে দেখতে হবে। মনে ছিলনা।
284459
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জেদ্দায় ‘নুর আয়েশা সিদ্দীকা জেদ্দা’আপু আছেন না ? উনাকেও কমিটিতে রাখতে ভাল হত ।
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৯
227683
প্রবাসী মজুমদার লিখেছেন : উনার জন্য খালি রেখেছি। আলাপ করে দেব। গতকাল একটা অনুষ্ঠানে এসেছিল। কিন্তু আমি সিবিএফ এর অনুষ্ঠানের কারণে ফ্যামেলী রেখে এসেছি। রাত ১টায় গিয়ে নিয়ে এসেছি। যার কারণে দেখা হয়নি। ধন্যবাদ।
284469
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো নতুন কমিটি গঠনের জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালো কিছু উপহার দিন।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৩
227754
প্রবাসী মজুমদার লিখেছেন : ইনশাল্লাহ। আপনার পরামর্শও সাদরে আমন্ত্রিত।
284472
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৮
তার কাটা লিখেছেন : নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ৷৷৷৷
১০
284474
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১১
তার কাটা লিখেছেন : নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ৷৷৷ Rose Rose Rose Rose
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
227753
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার শুভেচ্ছা এবং অকুন্ঠ সমর্থনের জন্য।
১১
284476
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
সন্ধাতারা লিখেছেন : I do congratulate the Jedda's new committee and expect good outcome from such a talented n experienced members. Jajakallahu khair probashi Mojumdar vaiya.
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
227752
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন। প্রত্যোকেই নিজের স্থান থেকে আওয়াজ তুললেই সিবিএফ সফল হবে ইনশাল্লাহ।
১২
284482
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৪
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম।
নবগঠিত কমিটির প্রতি অভিনন্দন রইলো। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাবেন, এটাই আশা করছি।
ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১১
227751
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই। আমরা শুনতে চাই আপনার নেতৃত্বে কবে গঠিত হচ্ছে সিবিএফ নতুন শাখা।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
227849
মামুন লিখেছেন : ধন্যবাদ।
ইনশা আল্লাহ, আমিও অপেক্ষা করছি।Good Luck Good Luck
১৩
284494
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন এবং শুভকামনা!!!
সিবিএফ এর কমিটি গঠন এর কার্যক্রম কে দ্রুতগামি করুক।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১০
227750
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলতে কি, অনুষ্ঠানটি দারুন হয়েছে। খুবই প্রাণচঞ্চল। আশা করি সিবিএফ আরও সামনে যাবে খুব দ্রুত গতিতে। ধন্যবাদ।
১৪
284521
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া আমনে গো কমিটিতে কনো মেয়ে ব্লগার At Wits' End At Wits' End নাই কেন?আমার আপুদের একমাত্র শুভাকাংকি ভাই হিসাবে আমি আপনাদের কমিটি মানি না মানব না বলে শ্লোগান দিলাম--- Give Up Give Up Unlucky Unlucky
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১০
227748
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথমত আপুরা আমাদের মত যেথায় সেথায় যেতে পারেনা। দ্বিতীয়ত অন্যর অধীনস্থ আপুদের কিছু দায়বদ্ধতা থাকে। তবুও আপুদের জন্য দরজা খোলা রেখেছি।
১৫
284525
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
ফেরারী মন লিখেছেন : ভালো। শুভকামনা থাকলো। আপনাদের এই পথচলা আরো সুন্দর ও গতিময় হোক সেই কামনাই করি। Praying Praying
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৮
227746
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার দোয়া আর সহযোগীতা সাথে থাকলে আমরা অনেকদুর যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।
১৬
284527
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
বাজলবী লিখেছেন : অভিনন্দন ও শুভ কামনা রইল।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৮
227745
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। কবে শুনবো আপনার এলাকায় ও আপনার নেতৃত্বে গঠিত হয়েছে সিবিএফ? অপেক্ষায় থাকলাম।
১৭
284539
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৮
মোবারক লিখেছেন : নতুন কমিটিকে অভিনন্দন জেদ্দা থাকি কিন্তু খবর পেলাম না। আমরা জানলে মনে হয় আপনাদের ক্ষতি হতো কি জানার খুভ ইচ্ছা।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৬
227742
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি কোথায় থাকেন সংবাদ দিলে খুশী হবো। আমরা আপনাদের খুজচি। সম্ভব হলে কল করুন ০৫৩৫৩৬৮৭০
১৮
284547
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
আফরা লিখেছেন : অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা আপনাদের জন্য Rose Rose Rose Rose।আর বেশী খুশী লাগল আপনাদের ওখানে তো অনেক ব্লগার আছে ।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৭
227743
প্রবাসী মজুমদার লিখেছেন : সবাই আসেনি। মাত্র এক অংশ। ব্যস্ততা ও সময়ের স্বল্পতায়। ধন্যবাদ।
১৯
284569
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
শেখের পোলা লিখেছেন : কমিটিতে আনোয়ার হোসেন নামের কাউকে পেলাম না। উনি কি জেদ্দা থাকেন না? ছবিগুলো সুন্দর হয়েছে৷
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৮
227924
প্রবাসী মজুমদার লিখেছেন : হেতে আছে। কিন্তু হেতের আসল নাম নাই। আপনি কি ওকে চেনেন?
১৬ নভেম্বর ২০১৪ রাত ১০:৪০
228251
শেখের পোলা লিখেছেন : হেতেরে চিনি বইলাইতো কইলাম৷ কি নামে উনি কমিটিতে রইলেন, একটু কইবেন ছাই৷
১৬ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৪
228260
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাইজান, আমি সিবিএফ এর সেন্ট্রাল প্রেসিডেন্ট হ্ওয়ার কারণে এ কমিটিতে আমি মেহমান। তিন মাস আগে ছুটিতে থাকাবস্থায় হেতেরা আমাকে এ গুরুদায়ীত্বটা কাধে তুলে দিয়েছে।
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৪:০৫
228356
শেখের পোলা লিখেছেন : আনোয়ার ভাইকে অভিনন্দন, শুভেচ্ছা স্বাগতম৷
২০
284571
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫২
সবুজেরসিড়ি লিখেছেন : নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা রইলো।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৭
227923
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ অভিনন্দনের জন্য। সাথে থাকবেন, প্রত্যাশা থাকল।
২১
284622
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৬
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : নতুন কমিটিকে অভিনন্দন। মহিলা সম্পাদিকা পদটি পুরন করে নিন।‘নুর আয়েশা সিদ্দীকা' ভাবীর সাথে আলাপ করে নিন।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৭
227921
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাবীর জন্যই রেখেছি। আলাপ করে নামটা দেব। ধন্যবাদ আপনাকে। আপনার মত লেখকরা এখন এগিয়ে আসার পালা।
২২
284657
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩৮
ইউসুফ বিন রফিক লিখেছেন : প্রোগ্রামটি আসলেই খুবই সুন্দর ও আনন্দময় হয়েছে। রিয়াদ ও মদীনার ব্লগার ভাইদের আগমনে আর ও প্রান চঞ্চল হয়েছে। বলতে গেলে উনাদের সাথে যদি ও প্রথম সাক্ষাত, মনে হয়েছে যেন যুগ যুগ ধরে পরিচিত। জেদ্দা বাসীর পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জেদ্দা CBF এর জন্য সকল ব্লগারদের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আশা করছি পৃথিবীর সকল যায়গায় সিবিএফ এত কমিটি গঠন হবে ইনশাল্লাহ।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৬
227920
প্রবাসী মজুমদার লিখেছেন : সেদিনের উচ্ছাস দেখে মনে হয়েছে আমরা পারব। শুধু তাই নয়। ভাল করে পারবো। কারণ এত যোগ্য লোকের সমাহার অভিভুত হবার মত। ধন্যবাদ সবাইকে।
২৩
284703
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৭
লোকমান লিখেছেন : সিবিএফ-জেদ্দা'র নতুন কমিটির জন্য অনেক অনেক শুভ কামনা রইল। সেই দিন শুধু জেদ্দার নতুন কমিটিই গঠিত হয়নি তৈরি হয়েছে রিয়াদ এবং জেদ্দার ব্লগারদের মাঝে ভালোবাসার এক অটুট বন্ধন। সেদিন আপনারা আমাদের চির ঋণী করে ফেলেছেন যে ভালোবাসার ঋন আমরা শোধ করতে পারবো না। সত্যিই আমরা আপনাদের ভালোবাসার মুগ্ধ। এই ভালোবাসার বন্ধন কভু ছিড়ে যাবে না। ভালো থাকুন সবাই আবারো জেদ্দার ব্লাগার ভাইদের জন্য শুভ কমনা করছি।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৫
227919
প্রবাসী মজুমদার লিখেছেন : সিবিএফকে এগিয়ে নিয়ে যাবার জন্য এতটুকু ভালবাসাই যথেষ্ট। ধন্যবাদ। আমাদেরও অনেক অনেক ভাল লেগেছে।
২৪
284774
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
ইবনে আহমাদ লিখেছেন : দেরী হলেও প্রত্যাশিত কাজটি হল। প্রত্যাশার এই জায়গাটা অনেক দিন থেকে ধুসুর ছিল।সবার প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা সবাই সবার জয়াগা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪২
231409
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিক বলেছেন। কথা ছিল আমি...এখন দেখি হেতেও গুমায়।
২৫
284786
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
মুিনর লিখেছেন : আমি চিন্তা ও করতে পারি নাই যে, এই প্রোগ্রাম এত সুন্দর ও আবেগময় হবে। দেরী হলেও আমাদের অনেকের প্রত্যাশিত কাজটি হল। প্রত্যাশার এই জায়গাটা অনেক দিন থেকে ধুসুর ছিল। আশা করি আমাদের প্রত্যাশার জাগা তৈরী হচ্ছে। সবার প্রতি আন্তরিক মোবারকবাদ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪২
231410
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ। খুব ভাল েলগেছে।
২৬
284937
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : নতুন কমিটির সবার জন্য শুভ কামনা রইল, এবং আমার পক্ষ থেকে সবার জন্য একরাশ শুভেচ্চা ও অভিনন্দন।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪২
231411
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি ও আমন্ত্রিত। নিজেই একটি তৈরী করুন। দারুণ লাগবে।
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০০
233600
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি কোথায় আমন্ত্রিত, এবং কি তৈরী করব।
২৭
285005
১৭ নভেম্বর ২০১৪ রাত ০১:০২
বৃত্তের বাইরে লিখেছেন : অভিনন্দন সবাইকে। শুভ হোক এই পথচলা। Good Luck Rose Good Luck
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৫১
231413
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও অভিনন্দন। অনেক দেরি হয়ে গেল। সময়ের সাথে তাল মিলিয়ে অনেক পেছনে পড়ে গেলাম বলে দু:খিত।
২৮
285056
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৩:১২
আব্দুল গাফফার লিখেছেন : নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা । আশা করি সামনের দিন গুলোতে সিবিএফ-জেদ্দা'র নতুন কমিটি আরো বেগবান আরো শক্তিশালী হবে ।আচ্ছা সিবিএফ জেদ্দা নবগঠিত কমিটিতে মদিনা,রিয়াদ জেদ্দার ব্লগারদেরকেই শুধু দেখতে পাচ্ছি ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৩
231414
প্রবাসী মজুমদার লিখেছেন : জেদ্দার কমিটিকে রিয়াদের ব্লগাররা উপস্থিত ছিল। মদিনাতে ও হবে ইনশাল্লাহ।
২৯
285184
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
মু নূরনবী লিখেছেন : লুকমারে মিয়ারে চিপা দিয়া দেহা যায়...লাগে!
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৩
231415
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। আপনি চিপা দিয়া দেখতে পারেন এ প্রথম জানলাম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩০
285373
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৫:১৩
শাহীন কবির লিখেছেন : শুভেচ্ছা ও অভিনন্দন।দায়িত্ব সব সময়েই একটা চেলেঞ্জ। যা কাউকে না কাউকে গ্রহণ করতে হয়।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৪
231416
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। ভাল লাগল।
৩১
286228
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৪
231417
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ফূল দিয়ে গ্রহন করার জন্য।
৩২
287311
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মজুমদার ভাইয়ের চেহারার মধ্যে সবগুনের সাথে সাথে একটু এক্সট্রা রশিক রশিক ভাব আছে যাহা পাঠক চিত্তে ভয়ংকর বিনোদন ধর্মী লিখা পাওয়ার ইঙ্গিত বহন করে...,অনেক ভালো লাগলো এসব অগ্রগতি দেখে...,ভাই দোয়া করবেন চীন যাচ্ছি...সম্ভব হলে গ্রেট ওয়াল দেখে আসবো...কিছুদিন হলো নেপাল মালেশিয়া ঘুড়ে এলাম বিচিত্র সব অভিজ্ঞতা নিয়ে...ভালো থাকবেন...
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪১
231408
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব নিয়ে আপনার ভ্রমন কাহীনি কৈ? কাগজ কলম কি সাথে নেই? ধন্যবাদ। ভূয়সী প্রসঙসার জন্য।
৩৩
288015
২৫ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৭
ইশতিয়াক আহমেদ লিখেছেন : নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা রইলো। ধন্যবাদ। Rose Rose Rose
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
233612
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। লেখক ইশতিয়াকের নেতৃত্বে সিবিএফ এর আর একটি শাখা গঠিত হবে সে অপেক্ষায় থাকলাম।
৩৪
289941
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অামরা সিলেট বিভাগে খুলতে চাচ্ছি কিন্তু উপর থেকে কোন সাড়া পাচ্ছি না। অামরা অাপনাদের সহযোগীতা অাশা করছি।
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:০০
233798
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি প্রথমে ব্লগারদের নিয়ে একটি প্রস্তাবিত বা মতবিনিময় সভা করুন। তারপর বাকীটা আমি দেখব। অনুমতির ব্যাপারে সমস্যা নেই।
৩৫
290078
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৪
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ।
৩৬
290084
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩২
নাবীল লিখেছেন : মজুমদার ভাই সিবিএফ আবার না হুদার বিএনএফ হবেনা তো।
ভবিষ্যতে এই দিকে খেয়াল রাখবেন।ধন্যবাদ সকল ব্লগার ভাইদের।
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
233957
প্রবাসী মজুমদার লিখেছেন : এখানে কেন্দ্রীয় নেতৃত্বের মাঝে সিরিয়াস উদ্দীপনা আর একতা আছে। না হওয়ার জন্য চেস্টা থাকবে। আশা করি সাথে থাকবেন।
৩৭
290190
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
প্রবাসী মজুমদার লিখেছেন : এখানে কেন্দ্রীয় নেতৃত্বের মাঝে সিরিয়াস উদ্দীপনা আর একতা আছে। না হওয়ার জন্য চেস্টা থাকবে। আশা করি সাথে থাকবেন।
৩৮
294541
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৪
কুশপুতুল লিখেছেন : আnnfVfmsgfVfgdjsm!!!!!!!!
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
238328
প্রবাসী মজুমদার লিখেছেন : কিছুই বুঝিনাই।
৩৯
294755
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনাদের চলা হোক স্রোতের মত বাঁধা বিরামহীন। শুভ কামনা থাকলো সবার জন্য।
এখন তো আপনাকে ব্লগে দেখাই যায়না। আবারও নিয়মিত হোন। এটাই আশা করি।
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
238327
প্রবাসী মজুমদার লিখেছেন : জীবিকা নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে অনেক চেস্টা কর্ওে ছুটতে কস্ট হচ্ছে। ধন্যবাদ। আশা করছি অচিরেই আবার নিয়মিত হব। কারন এটি আমার প্রাণের স্পন্দন। ধন্যবাদ।
৪০
297772
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৩
শফিউর রহমান লিখেছেন : প্রোগ্রামে উপস্থিত সকলের ছবিতো দিলেন না - দিলে ভাল হতো না?
ধন্যবাদ।
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২০
241128
প্রবাসী মজুমদার লিখেছেন : বুঝিনাই। সকলের ছবি মানে কি। কার ছবি নেই। ধন্যবাদ।
৪১
298088
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৫
শফিউর রহমান লিখেছেন : অনেকেরই- তার মধ্যে একজন হলো, আমাদের রাইস উদ্দিন ভাই।
ধন্যবাদ আপনাকেও।
৩১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩০
241455
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি কারো ছবি উঠাইনি। অন্যদের থেকে কালেকশান করা ছবিতে রাইস ভাইয়ের ছবি ছিলনা। ধন্যবাদ।
৪২
329777
১৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৫
প্রবাসী যাযাবর লিখেছেন : সিবিএফ কি এখনও আছে ? Thinking Thinking Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File