আমার বাসায় আপনার চায়ের দাওয়াত, আসছেন তো ??
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ নভেম্বর, ২০১৪, ০১:২২:২৪ দুপুর
গরিব মানুষ আমি কিন্তু শখ বাহারি,তাই সত্যিকারের বাসা বানালাম। এখানে বসে এক কাপ চা খেলে আপনার বিকেলটা স্বার্থক হবে বলেই আমার ধারনা। যদিও আমি চা কালে ভদ্রে কখনও খাই,তারপরও আপনার সম্মানে এক কাপ ধোয়া ওঠা চা খাব্। ঘন দুধ আর চিনি দিয়ে বানানো চা আপনার ভাল লাগবে। চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়া যাবে। একটি সুন্দর সময় কাটাতে আসুন। আমি ভদ্রলোক,আপনার কোনো অর্মাযাদা হবে না।
বি:দ্র: এই ছবিটা ভিশু ভায়ের ফেসবুক পেজে তিনি আপলোড করেছিলেন। জিনিসটা ভাল লাগল। তবে দাওয়াতটা কিন্তু খাটি।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভিশু ভাই তো এই ছবিটা ফেবুতে আপলোড দেয়ার সাথে এখানে এক কাপ চা খাওয়ার আশা পোষণ করেছিলেন! উনাকে বিশেষ ভাবে দাওয়াত দিয়েন!
আপনার খাটিঁ দাওয়াত গ্রহন করে খাটি দোয়া করছিঃ হে আল্লাহ! ইহ-পর কালীন দু'নো জাহানে আমাদের সবাইকে প্রকৃত সুখী কর! আমিন!!
আল্লাওপাক চাহে তো দেখা হবেই।
সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
VENUE-?
TIME-?
^^ ^^ ^^ ^^ ^^
আপনি এসে একদিন নক করেন খাওয়াই কি না খাওয়াই দেখেন।
মন্তব্য করতে লগইন করুন