মুসলিম নহে, তুই মুরতাদ!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২১ অক্টোবর, ২০১৪, ০৮:৩৬:৪৪ রাত

আগুনের মশাল জ্বালাবে কে আজি

কবে হবে হুঁশ মুসলমান,


লাশের মিছিলে আঘাত হানে

মিছে সভ্যতার বোমারু বিমান।

কবে নিজেকে বিকিবেনা অার

গড়িবে কবে দ্বীনের প্রাণ,


প্রভুর হয়ে লড়িবে শুধু

নেবে না কভূ লুটেরার ত্রাণ।

ভ্রষ্টতার পথ ছেড়ে দেবে কবে

নিজেকে বিলাবে ভূলে অভিমান,


বুকে টেনে কবে জড়াবে গলে

খূঁজে পেতে সেই হারানো প্রাণ।

হুংকার দিয়ে গর্জিবে কবে

সইবে কত আর অপমান,


বিবাদ বিষাদ ছেড়ে দিয়ে সব

গাহিবে কেবলি কোরানের গান।

কবে হবে যুগের জীবন্ত ওমর

দ্বীনের লাগিয়া ছাড়িবে ঘর,


দোযখের ভয়ে জলসানো চোখে

প্রভু-ভয়ে তুই কাঁফিবে থর।

সিরিয়া ইরাক মিশর বার্মা

শুন ফিলিস্তিনীর আর্তনাদ


নারী শিশু কাঁদে, তবুও নির্বাক

মুসলিম নহে, তুই মুরতাদ!

বিষয়: বিবিধ

১৬২৯ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276871
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
সুশীল লিখেছেন : সিরিয়া ইরাক মিশর বার্মা

শুন ফিলিস্তিনীর আর্তনাদ Crying Crying
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৬
221108
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ প্রথম মন্তব্যকারী হওয়াতে। দ্বিতীয়ত আপনি আমার লিখায় নিয়মিত কমেন্টস করেন বলে কৃতজ্ঞতা।
276872
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৭
ফখরুল লিখেছেন : জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন,
জ্বললরে আফগান।
দ্বীনের দুশমন জোট বেঁধেছে,
জাগরে মুসলমান।
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫২
221111
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ এত সুন্দর কবিতার ছন্দে উত্তর দেয়ার জন্য।

কবির লিখা শাণিত কবিতা
এতই যে নিদারুণ,
তবু কেমনে ঘুমায়গো কবি
চুপায়ে ঘূমন্ত গুন।

জাগ হে কবি, উঠ এবার
শুন মধুর আজান,
সুর্য্যেদয়ে নিজেকে মুক্ত কর
যাবার আগে এ প্রাণ।

276886
২১ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন : লা জওয়াব কবিতা। অসম্ভব ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান। Happy Happy Good Luck Good Luck
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৫
221113
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্য হে পথিক, ধমকে দাঁড়িয়ে
কৃতজ্ঞতায় বাঁধিলে মোরে,
কত-কাল গেল জীবন থেকে
জাগিনি ঘুমের ঘোরে।
276891
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:১৮
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu khair for your wonderful writing.
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৭
221114
প্রবাসী মজুমদার লিখেছেন : সন্ধ্যা তারা কে ধন্যবাদ ভূয়সী প্রশংসা রেখে যাবার জন্য। ব্লগিং জগতে আপনার প্রেরণাময়ী মন্তব্য কবিতার বাজারে শব্দ খোজে বেড়ানো এ বসন্তের কবিকে অনেক উতসাহিত করে।
276904
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose
আমরা নির্বাক থাকতে চাইনা।
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০০
221299
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথাটাই বলেছেন। তবে আমরা স্নায়ু যুদ্ধে অন্তত থাকতে চাই। কলমী যোদ্ধার জিহাদ এখন বড় জেহাদ। কারণ এ যোদ্ধা একজন মানুষের ভেতরে লুকিয়ে থাকা মনকে নিয়ন্ত্রণ করতে পারে। ধন্যবাদ।
276927
২২ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৯
বুড়া মিয়া লিখেছেন : কঠিন সওয়াল-জওয়াব এবং সিদ্ধান্তময় কবিতা, অনেক ভালো লাগলো ...
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:১২
221483
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে পড়ে হৃদয়ের অনুভুতি রেখে যাবার জন্য।

সভ্যতার মুখোশে কেবলি এনেছি
ওপাড়ের চোখ জ্বলসানো শান্তি,
জীবন সায়াহ্নে বড় আফসোস
সভ্যতার প্রলেপে এনেছি ভ্রান্তি।
276938
২২ অক্টোবর ২০১৪ রাত ০৩:৩৮
সাদাচোখে লিখেছেন : আপনার লিখা পড়ে - বুকের ভেতরের দীর্ঘশ্বাস মূর্ত হয়ে বের হল। আর নিজের হীনমন্যতা, কাপুরুষতা, দুনিয়াপ্রেম মূর্ত হয়ে নিজেকে যেন ব্যংগ করছে।

দয়া করে নিচের লাইনটিকে কি "লা ইলাহা ইল্লাল্লাহ" কিংবা "লা ইলাহা ----- " কিংবা অন্য কোন ভাবে রূপায়ন করা যায় - কারন অর্থটি আমাদের বিশ্বাসের সাথে দ্বান্ধিক বলে আমার মনে হচ্ছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না - আমি কবি ও না।

---------------------

কবে বলিবে 'লা ইলাহা'

সইবে কত আর অপমান,

বিবাদ বিষাদ ছেড়ে দিয়ে সব

গাহিবে কেবলী কোরানের গান।
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫০
220966
ফাতিমা মারিয়াম লিখেছেন : সহমত
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৩
221485
প্রবাসী মজুমদার লিখেছেন : জী ভাইজান। ঠিক করে দিয়েছি। সঠিক কথাটাই বলেছেন। এখন লিখেছি

হুংকার দিয়ে গর্জিবে কবে
সইবে কত আর অপমান,
বিবাদ বিষাদ ছেড়ে দিয়ে সব
গাহিবে কেবলি কোরানের গান।
276947
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৭
কাহাফ লিখেছেন :
"আল্লাহতে যার পূর্ণ ঈমান-
কোথা সে মুসলমান???"

অধর্ম বা গোড়ামী ছেড়ে-
শুদ্ধ হলে মুসলমান,
নয়া যমানার প্রভাত এসে-
আবার উড়াবে মুক্তি নিশান।

Rose Rose Rose
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৫
221486
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। সব মানুষগুলে যদি এভাবে কবিতা লিখতে তাহলে এ যুগের নজরুলের নেতৃত্বে জাতি আবারো জাগত। সত্যিই দারুণ অভিব্যক্তি। ধন্যবাদ।

অভিমানি দ্বীনের দায়ীরা কোথায়
এখনও কি তোদের ভাঙ্গেনি ঘুম
কুলি মজুর শ্রমিক সবাই জেগেছে
ক্ষমতার প্রাসাদে পতনের ধুম।
দিশেহারা মন্ত্রী, মরিয়া পুলিশ
ফাঁসীর মঞ্চে দায়ী গাহিছে গান
শেকলে বন্দী গুলি খেয়ে ডরেনা
রাজপথে ত্যাগীরা নিয়েছে স্থান।
276952
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩৪
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম।এক কথায় অতুলনীয়!!
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৭
221487
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। মন্তব্য নয়, যেন আমার ভেতর হিরোশিমা নাগাসাকির তেজস্ক্রীয়তা ঢেলে দিয়েছেন। তাই শব্দের সীমাবদ্ধতায় বোবা মানুষের মত কাতরাই। ধন্যবাদ।

চেয়ে দ্যাখ ঐ দায়ীরা লড়ে
রাজপথ কাঁপাতে ছেড়েছে ঘর
মিছিলে মিছিলে প্রকম্পিত দেশ
পথ খোঁজে পালাতে ক্ষমতাধর।
তুমিনা বলেছো ফিরবে আবারও
এখনও কি সময় হয়নি তোর
শহীদ মালেক এসেছে নিতে
চারিদিকে ভাসছে শহীদের সুর।
১০
276958
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২৩
আবু আশফাক লিখেছেন : -
সিরিয়া ইরাক মিশর বার্মা
শুন ফিলিস্তিনীর আর্তনাদ
নারী শিশু কাঁদে, তবুও নির্বাক
মুসলিম নহে, তুই মুরতাদ!


অসাধারণ!!
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৯
221488
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।

তন্দ্রাচ্ছন্নতায় দেখি নীড় হারার ছবি
ভিখ মাঙ্গে বলে, দাও দু'মুটো ভাত,
ক্ষুধার জ্বালায আর সইতে পারিনাগো
কাটেনা যে আপোষের দু‍:সহ রাত।
১১
276985
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫১
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কবিতা।

কবে বলিবে 'লা ইলাহা'

সইবে কত আর অপমান,

এই লাইনটা একটু সংশোধন করে দিন।
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:২১
221489
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ প্রিয় এডিটর। ঠিক করে দিয়েছি। কৃতজ্ঞতার সাথে কবিতার কিছু পঙতি আপনার জন্য উতসর্গ করলাম 'নবীর রওজায় আসার আহব্বানের কবিতা -

দেখতে যাবে রওজা নবীর, স্বর্গালোকের আস্তানা,
নেই ভেদাভেদ মানুষ মাঝে, ভক্ত পাগল মাস্তানা।
রওজা নয়তো নুরের রাজ্য, সিজদায় নত আওলীয়া
চোখের জলে সওদা করে ,নুর নবীর সব দেউলিয়া।
কেউবা জপে, কেউবা কাঁদে, কেউবা করে গভীর ধ্যান
কেউবা ব্যস্ত তাসবীহ গুনে, কেউবা পড়ছে আল-কোরান ।
নুরের মাঝে হুরের মেলা, চোখ জুড়ানো নুর মহল
নবীর দর্শণ পাবার আশে, অশ্রু ঝরায় ভক্ত দল।
দিনে রাতে দেখতে নবী, ভীড় লেগে যায় রওজাতে
নেই চোখে ঘুম সাঙ্গ সবি, নবীর প্রেমের সওগাতে।
ভেতর বাহীর জলসা বসে, দিনে রাতে হয়না শেষ,
হাজার দেখায় মন ভরেনা, কাটেনা যে প্রেমের রেশ।
নবীর প্র্রেমে পাথর গলে, পাষান কেদে বুক ভাসায়,
প্রভুর পাগল নীড় ছেয়ে যায়, মদীনার নবীর মায়ায়।


১২
277049
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ক্ষনিকের যাত্রী লিখেছেন : লা জওয়াব কবিতা। অসম্ভব ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান। Loser Loser Rose Rose Good Luck Good Luck
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৪
221490
প্রবাসী মজুমদার লিখেছেন : অভিভুত করার মত মন্তব্যকারীকে হৃদয়ে নিংড়ানো অনুভুতি দিয়ে গেলাম। সাথে কবিতার লাইন

এই কবি তু্ই কই ছিলিরে
কোথায় ছন্দের অগ্নী তেজ,
কাঁদেনা ক্যান কলম আজি
রক্তে ভাসে আমার দেশ?
জাগবি কবে শব্দ কান্নায়
করবে কলম আর্তনাদ,
বুকফাটা ঐ আওয়াজ হবে
ভন্ড রাজার সর্বনাশ।
১৩
277073
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১০
ইবনে আহমাদ লিখেছেন : অনেকদিন পর আপনার সেই পরিচিত লেখা পেলাম। আমরা পড়তে পারি। এরকম লেখার যোগ্যতা আমার নেই। শত ব্যস্ততার পরও আবেদন হল - নিয়মিত লিখবেন। আপনাকে ধন্যবাদ।
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৬
221491
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে। এত ভুয়সী প্রশংসা। আমি নির্বাক। স্তব্ধ। ধন্যবাদ। সাথে .........

বারুদ ঢেলে সাজাও আজি
ছন্দে লাভায় গাওনা গান,
লক্ষ যুবক রনসাজে
ছুটবে পেয়ে ছন্দে প্রাণ।
দুর্যোগে আজ জাগনা কবি
বিদ্রোহে ভাঙ্গ শৃঙ্খল,
উড়াও ঝান্ডা দেখনা ফিরে
রাজপথে বিদ্রোহের ঢল।
শহীদ মালেক আমির হামজার
মিছিলের আজ নেইকো শেষ,
নতুন সুর্য্যোদয়ে হাসে
আমার সোনার বাংলাদেশ।
১৪
277157
২২ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৩
শেখের পোলা লিখেছেন : জন্ম হতে জ্বলছি মোরা
বলছি মুখে মুসলমান,
মুরতাদ নই নাস্তিক ও নই,
অন্তরে মোর নাই ইমান।
আইন আমার তাগুত গড়া,
বন্ধু মানি আল্লাহ ছাড়া,
আসলে বিপদ নামাজ পড়ি,
আল্লাহ বলেন, একটু দাঁড়া৷
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৮
221492
প্রবাসী মজুমদার লিখেছেন : বুকভরা কবিতার পংক্তিতে মনটা ভরে গেল। ধন্যবাদ হে কবি

কোথায় দ্বীনের বিদ্রোহী আজ
কোথায় সেই বেলালের সুর,
কোথায় আলীর ক্ষিপ্রতা আজ
তাকের কোরআন বহু দুর?
কোথায় সেসব ঈমান আলী
কোথায় সেই কলেমার তেজ,
কোথায় তোজোদীপ্ত নেতা
ঘরছাড়া যে আমার দেশ?

১৫
277581
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৩
শেখের পোলা লিখেছেন : সেদিন নয়তো দূরে,
সুদিন আসবে ফিরে,
রাখতে তাহারে ধরে,
প্রস্তুত হও মুসলমান।
অতীতে করেছি হেলা,
বুঝছি এখন ঠেলা,
আর নয় হেলা ফলা,
অন্তরে ধরো পোক্ত ইমান৷
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৯
221836
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার আসরে কবিতায় মন্তব্য যেন আমার কবিতার বাড়ীতে আরও শাণিত করেছে। ধন্যবাদ।
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
221879
শেখের পোলা লিখেছেন : শানিত ছিল যারা,
একে একে গিয়েছে তারা,
আমরা ক জন ভোঁতা,
করিতে পারিনা কিছু,
শয়তান নিয়েছে পিছু,
মাঝে মাঝে মারে গুঁতা৷
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৬
221922
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি জাগতে চাইনা। ক্ষতচিহ্ন এখনও শুকায়নি। আপাতত নিষিদ্ধ হয়ে থাকতেচাই। তাই আপনার কবিতার উত্তর না করে ক্ষোভটা হজম করে নিলাম। আজ অনেক শোকাহত। ধন্যবাদ।
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৬
222113
ফখরুল লিখেছেন : কাটাতে অমানিশা এসো তাই হাতে রাখি হাত,
সব কাল দূর করে আনব নতুন প্রভাত।
২৬ অক্টোবর ২০১৪ রাত ১০:২৬
222250
প্রবাসী মজুমদার লিখেছেন : জাহেলিয়াতের সংঘাতে আমিও আজ নির্ভীক
জেগে আছি নিয়ে দীপ্ত মশাল,
পাহাড় সম প্রতিরোধেও আমি বড় শান্ত
প্রতীক্ষা, উদয়ের একটি নতুন সোনালী সকাল।

ভেতরের বিক্ষুব্ধ গর্জনকে থেমে দেই বার বার
রুখে দেই ধেয়ে আসা উত্তাল ঢেউ,
ধুমড়ে আছড়ে পড়ে একের উপর আর এক
হিম্মত আছে কি রুখে দিতে কেউ?

আমি এখন কলমে বিস্ফোরিত হই
ফেটে পড়ি প্রতিবাদী কবিতার ছন্দে,
লেখনিতে তুলে আনি শোষনের নির্মমতা
বিদ্রোহ করি নির্যাতিতের আহাজারী বন্ধে।
১৬
277895
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৫
বৃত্তের বাইরে লিখেছেন : স্বপ্ন দেখ অন্ধ চোখে, এগিয়ে যাও বিকলাঙ্গ পায়ে। ভঙ্গুর মানসিকতা নিয়ে চেয়েছিলে পৃথিবীটা বদলে দিতে,নিজেকে বদলাতে পেরেছ কি? জগতকে বদলাতে হলে আগে যে নিজেকে তৈরি করে নিতে হয়। তেমন মুসলমান কি আজ আছে! ধন্যবাদ কবি আপনাকে। Good Luck Good Luck
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৮
221834
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মন্তব্যর জবাব দেয়ার অধিকার আমার নেই। কারণ, নিজেকে না বদলীয়ে অন্যকে বদলাতে ব্যস্ত মানুষগুলোর ভূল ধরতে গিয়ে ছিটকে পড়েছি। অপমানিত হয়েছি। বলেছিল, উর্ধ্বতন। না। ওরা আরও অন্ধ। দাম্ভিকতা...। ধন্যবাদ।
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৭
221966
বৃত্তের বাইরে লিখেছেন : এমন দহন শুধু আপনার একার নয়, আমরা সবাই একই শ্রদ্ধেয় ভাই। মন্তব্যটা সবাইকে উদ্দেশ্য করেই লেখা, আশা করি ভুল বুঝেন নি। নানা রঙয়ের মানুষ নিয়ে আপনার সিরিজটা থেমে গেল কেন?
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১২
222106
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূল বুঝিনাই। দেশে থেকে এসেই হাজারো সমস্যা আমাকে টেনে ধরেছে পেছন থেকে। সিরিজটা শুরু করে শেষ দুটি পর্ব শেষ করতে পারিনি। অনেক চেস্টা করেও আর নিয়মিত হতে পারিনি। চেষ্টা করছি ফিরে আসার জন্য। নিজের বিরুদ্ধে জেহাদে এখনও জিততে পারিনি। ধন্যবাদ।
১৭
278288
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০১
সায়িদ মাহমুদ লিখেছেন : কি লিখে এর বাহবা দিবো? এতো পিডিএফ করে মোবাইলে রেখে মুখস্থকরে সভা সমাবেশে আওড়ানোর মতো। অসধারাণ হয়েছে মুজমাদার ভাই অসাধারাণ।
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
222107
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার অনুভুতিকে শ্রদ্ধা জানাই। মনটা খুব খারাপ। আমি যা বলতে চাই তা লিখতে পারিনা। যা লিখি তার অতৃপ্ততায় ভূগি। ধন্যবাদ ভূয়সী প্রশংসার জন্য।
১৮
278489
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৪
সায়িদ মাহমুদ লিখেছেন : তার মানে আপনার মনে আরো ভাল কিছু ঘুরে? মাননশই শব্দের অভাবে মনের মত করে প্রকাশ করতে পারছেন না এইতো?
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩০
222377
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিক বলেছেন। ভাল কবিতা প্রসব করতে কে না চায়। ধন্যবাদ।
১৯
278731
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : একটি অনবদ্য অসাধারন প্রতিবাদি কবিতা পড়লাম তারুণ্যের ঘুম জাগানিয়া কবিতা...প্রতিটি শব্দই যেন এক একটি হুল....!!!শুধু বলবো অনুপ্রানিত হয়ে....>

******************************
তোমার স্বপ্ন পূরণ হবে-কিছু সময় লাগবে মাত্র

তোমার প্রয়ান জ্বেলে গেছে আলোর স্বপ্ন শিখা

যার দ্বায়ভার নিয়েছে তারুণ্যের জোয়ার

যে বীজ বপণ করেছ লাখো হৃদয়ে-তা আজ অঙ্কুরিত

বেড়ে উঠছে অদম্য সাহসে-কল্যাণী আহ্বানে

যাদের অন্তর মাঝে তুমি বেঁচে রবে আমরন

তোমার স্বপ্নের দুহাত দীর্ঘ্যতর হবে-দীগন্ত্য ছুঁতে

রশিকতার চ্ছলে কলে কৌশলে দিয়েছ ভালোবাসা-

ভালোবাসায় ভালোবাসায় শিখিয়েছ প্রভুর ভাষা,

আজ তোমার শিখানো ভাষায়-প্রতিবাদের আগুন জ্বলে

দলে দলে তারুণ্যের জোয়ার আজ-তাওহীদের ছায়াতলে

তুমি কলে কৌশলে চলে গেলে উর্দ্ধোলোকে-নয়া গন্তব্যে

রেখে গেলে একদল কল্যাণী ঝড়ো হাওয়া

যারা উল্টে দিবে তাগুতের ধূলির প্রাসাদ

মিথ্যার বুকের উপর দাড়াবে-তাওহীদি পতাকা হাতে

হাতে রবে ন্যায়ের তলোয়ার-যেখানে শান্তির বসবাস

তুমি চলে গেছো তারুণ্যের হৃদয়ে জ্বেলে গেছো-

দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,

যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস

তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত

সালাম হে মহাবীর-মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি

তোমার দৃঢ় প্রত্যয়-ভেঙ্গে চুড়মার করেছে তাগুতের দম্ভ্য

দিশেহারা জালিম আজ মজলুমের রোশানলে

শুধু সময়ের ক্ষানিক বাকি-ধূলোয় মিশে যাবে-

তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,

এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান

তোমার স্বপ্নরা দলে দলে বুকে ধরবে-মোহাম্মদী আদর্শ

যে স্বপ্নের বাহনে চরে তুমি আজ-জান্নাতের সবুজ পাখি।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৬
222974
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার এ ব্লগ বাড়ীতে কবিতা দিয়ে কবির মন্তব্যকে স্বাগতম ও ধন্যবাদ। কবি আব্দুল মান্নান মুন্সীর কবিতা যেন দিন দিন অনেক শানিত হচ্ছে। লেগে থাকার জন্য ধন্যবাদ। ভাল লাগল।
২০
288057
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:২১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File