উপেক্ষিতা
লিখেছেন লিখেছেন অপনেয় ২১ অক্টোবর, ২০১৪, ০৮:৩২:০৩ রাত
ভাঙ্গা মূর্তিটা পড়ে আছে দৃষ্টিকটু হয়ে
আমার বাগানের এক নিভৃত কোনে।
বাগানে বসে থাকি আর
কখনো কখনো তাকে দেখি আনমনে।
নিসর্গ এখনো রচনা করেনি
কোন ইতিহাস তাকে নিয়ে-
মাখেনি সবুজ শেওলা তার গায়ে।
অবহেলিত সে পড়ে থাকে
কখনো বা দৃষ্টির অগোচরে
যখন আমি যাই সাগর পারাবারে।
পর্যটকের বেশে
দেখি রোমের পথপাশে
পড়ে আছে তোমারই মতো
মূর্তি কতো শত।
আমার-
বিমুগ্ধ দৃষ্টির আলোকে
তোমার মতো অবহেলিত
মনে হ'লোনা তাদের কাউকে।
বিষয়: সাহিত্য
৮৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন