...প্রিয়সীর যৌবনের বন্দনা!
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৬:১৮ সকাল
ইস!
তোমার বুকটা এত ধবধবে সাদা
আঁচ করতে পারিনি কভু ।
ভাবতে পারিনি তুমি এমন!
প্রকৃতির সব রং মেশানো
তোমার প্রস্ফুটিত যৌবনে কেন এত ভ্রমরের গুঞ্চন,
এটি ভাবতে গেলে আজও বিস্মিত হই।
অবাক দৃস্টিতে তাকিয়ে থাকি
তোমার বুকে অবিশ্বাস্য ভালবাসার রুপ দেখে।
ভাবি, তুমি কি লাইলী!
দুত্তরী। নাহ।
তাহলে....? মজনু!
না। না। তাও নয়।
তাহলে!
তুমি সব লোভনীয় অনুভুতির সমারোহ। ভালবাসার মধুবন।
ভালবাসার এত রং কেন হয়, জানিনা।
এজন্যই হয়ত এর অনুভূতির শেষ নেই।
এ এক অন্যরকম বাকহীন অনুভূতি। শিহরণ?
যেদিন প্রথম বারের মত তোমার বুক
আমার জন্য খূলে দিয়ে বলেছিল,
এটি কেবল.....। এ রাজ্যর স্বত্বাধিকার মুকুটহীন সম্রাট
কেবল মাত্র তুমি।
মনের মাধুরী দিয়ে এটিকে লুপে নাও।
ভরে দাও আমাকে তোমার সবটুকুন ভালবাসা দিয়ে।
...আনন্দে আত্মহারা আমি বিবেকহীন হয়ে গিয়েছিলাম
তোমার এ অকুন্ঠ উৎসর্গতা দেখে।
জান!
আমি কিছুই লিখতে পারতাম না। কিন্তু,
তোমার অভিভুত প্রেমের মোহে যেন এখন সব পারি।
কত রাত জেগে তোমার বুকে মাথা রেখে কবিতা লিখেছি।
গল্ফ লিখেছি। কল্পনায় ডুবুরীর মত হাবুডুবু খেয়েছি।
তোমার যৌবনের স্বাদ নিতে মিছে প্রাসাদ গড়েছি।
রচনা করেছি কালজ্বয়ী সাহিত্য।
সেদিন তোমার অভিনয়, চাহনী, অভিব্যক্তি দেখে
আমি অভিভুত হয়ে গিয়েছিলাম।
আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম।
...তারপর কত রাত অক্ষর বুনে বুনে
শব্দ শৈলিকে অনুভূতির সাথে মিশিয়ে
কল্পনায় ভালবাসার এক মোহনার সৃষ্টি করেছিলাম।
কাব্যিক অনুভুতি, শুন্য থেকে টেনে এনে বাস্তবে শিহরণ তৈরি,
.....এসব টক ঝাল মিষ্টির সমারোহে মেশা তোমার ভালবাসায়
যেন দিন দিন একজন পাকা অভিনেতা হয়ে গেলাম।
আজ তোমার বড়ই দুর্দিন।
আমার তোমার ভালবাসার সামনে
বিশাল এক দেয়াল খাড়া করিয়ে দেয়া হয়েছে।
তোমার বাকশক্তিকে হরণ করার চেষ্টা করা হয়েছে অনেকবার।
তোমার এ অনাকাঙ্খিত দৃঃসময়ে
আমি যেন নিরব নিথর এক জীবন্ত জড়পদার্থ।
নিজেকে খুব ধিক্কার দিতে ইচ্ছে করে।
চীৎকার দিয়ে নিজেকে উপাধি দিতে চাই,
আমি কাপুরষ, স্বার্থপর। বসন্তের কোকিল!
..না। তার চেয়েও খারাপ কিছু।
আজ নিজেকে দেখে খুব অপরাধী মনে হয়।
না। এমনটি হতে পারেনা। আমাকে জাগতেই হবে।
তোমার আমার হৃদয়ের এ গভীর ভালবাসা রক্ষায়
আমাকে সব করতে হবে।
দিতে হবে ভালবাসার কঠিন পরীক্ষা।
তোমার আমার ভালবাসার অনুভূতি প্রকাশ করতে গিয়েই
আজ আমি অনেক, অনেক জনপ্রিয় লেখক হবার স্বপ্ন দেখছি।
ঐযে... দ্যাখ।
আমার জন্য সাজানো হচ্ছে বিশাল তোরণ।
সম্বর্ধনা অনুষ্ঠান!
আমার ক্ষুরধার কলমের ছোয়ায়
আজ পুরো যুবক সমাজ জেগে উঠেছে।
একদল কলমী যোদ্ধার প্রতিবাদী লেখনিতে
আবুজেহেলের প্রেতাত্মাদের হৃদয়ে
প্রতিহিংসার লাভার উদগীরন হচ্ছে।
তোমার আমার ভালবাসার এ অনবদ্য সৃস্টিতে
যদি তারা আমাকে শ্রেস্ঠত্বের উপাধি দিতে
কোটি মানুষের সামনে কিছূ বলতে বলে,
তাহলে আমি অকপটে বলেই ফেলব
এ কৃতিত্ব আমার নয়।
ভালবাসার কঠিন প্রসব বেদনা থেকে জম্ন দেয়া
যৌবনের সবটুকু অনুভুতি দিয়ে
সাহিত্য রস লুপে নিতে যে
তার ধবধবে যৌবনকে স্বার্থহীনভাবে খুলে দিয়েছিল,
আমার সেই মহীয়সী প্রিয়সীই তার দাবীদার।
তোমার ভালবাসায় হাবুডুবু খাওয়া আমি
যেন তোমার মাঝে এককার হয়ে গেছি।
আমি তোমার পাশে ছিলাম,
আছি
এবং থাকব।
আর আমার সেই কালজয় প্রিয়সীর নাম ....
"বিডি টুডে"
বিষয়: বিবিধ
৩০৫১ বার পঠিত, ৭৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
নান্দনিক প্রকাশভঙ্গীর মাধ্যমে মনের যত না বলা কথা- সত্যের তীব্রতর আগুয়ান ফলা হয়ে উঠেছে এই লেখাটি!
অনেক ভালো লাগলো।
যারা সত্যকে দমিয়ে রাখতে চায়, তাদের গলার ওপর এই কবিতার পা দিয়ে মাড়িয়ে সত্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
শুভেচ্ছা রইলো...
জাজাকাল্লাহু খাইর।
ভালো লাগলো।
আপনাকে কনফিউজড একটি কৌতুক দেই।
যদি কখনও দেখেন যে সে ছটফট করছে, তাহলে ভেতরে আস্তে করে হাতটা ঢুকিয়ে দিন। যদি দেখেন যে ভেজা ভেজা লাগছে, তাহলে সব খুলে ফেলুন। ভাল করে ধুয়ে পাউডারে মেখে দিন। দুর্গন্ধ আর থাকবেনা। এর পর আর একটি নতুন পেম্পাস পরিয়ে দিন। দেখবেন বাচ্ছাটা শান্তিতে ঘুমাতে পারবে।
করা হবেনা যদি আরো উপহার দেন।
সমারোহে মেশা তোমার ভালবাসায়
যেন দিন দিন একজন
পাকা অভিনেতা হয়ে গেলাম।
আজ তোমার বড়ই দুর্দিন।
আমার তোমার ভালবাসার সামনে
বিশাল এক দেয়াল
খাড়া করিয়ে দেয়া হয়েছে।
তোমার বাকশক্তিকে হরণ করার
চেষ্টা করা হয়েছে অনেকবার।
তোমার এ অনাকাঙ্খিত দৃঃসময়ে
আমি যেন নিরব নিথর এক জীবন্ত
জড়পদার্থ।
নিজেকে খুব ধিক্কার
দিতে ইচ্ছে করে।
চীৎকার
দিয়ে নিজেকে উপাধি দিতে চাই,
আমি কাপুরষ, স্বার্থপর। বসন্তের
কোকিল!
..না। তার চেয়েও খারাপ কিছু।
আজ নিজেকে দেখে খুব
অপরাধী মনে হয়।
না। এমনটি হতে পারেনা।
আমাকে জাগতেই হবে।
চরম ভাই !
সবচেয়ে ভাল লাগছে শিরোনামটা ।
মুগ্ধ আপনার ভালোবাসার আকুতি দেখে।
ধন্যবাদ।
আমার তো লোভ-ই হচ্ছে আবার কবিতার সৈকতে যেতে..
বিভিন্ন গেটওয়েতে ব্লকড বিডিনিউজ২৪
ধন্যবাদ।
যাকে নিয়ে লিখা এত প্রেম ভালবাসা
সে বড়ই নিরব,
মিছে মোরা তাকে নিয়ে কাদি
কলমে নিত্য ছড়াই সৌরভ।
মন্তব্য করতে লগইন করুন