মার্কিনি সফলতার সংবাদ
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৫৮:৩৪ সকাল
আমেরিকান গুপ্ত হামলায় সোমালিয়ার ইসলামীক গোস্টি আল শাবাবের উদ্ধতন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে চালানো ঔ হামলার ফল প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। মার্কিনি এক কর্মকর্তা বলেছেন, গোদানে নিহত (যে মোখতার নামে খ্যাত)হওয়াতে গোষ্টিটির ক্ষমতা হ্রাস পাবে এবং নেতৃত্বশূণ্যতার সৃষ্টি হবে। আরো বলেন, গোষ্টির হামলা করার ক্ষমতা ধ্বংস করা পর্যন্ত আমরা তাদের উপর আক্রমন করব। কারণ গোষ্টিটি ইসলামীক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়ায় করছে।
বিষয়: আন্তর্জাতিক
১১৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন