শীত চলে এলো

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১০ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৪:৫৪ দুপুর

কোথায় কেমন কি শীত পড়ছে জানি না। আমাদের এলাকাতে বেশ শীত রাত ১২ টা পড়তে না পড়তেই টপ টপ করে শীত পড়ে সব কিছু যেন ভিজিয়ে দেয়ার উপক্রম। এখনো পর্যন্ত সূর্য দেখা দেয়নি। সকালের খাবার তৈরি হয় ৯ টায় এদিকে বড় রাত হওয়াই পেটের অবস্থা তো সেরকম। এখন যোহরের আজান দিচ্ছে কিন্তু গায়ে জ্যাকেট গা থেকে সরানোই যাচ্ছে না। এবার মনে হয় শীত একটু বেশি কাপাবে।

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353477
১০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : "শীত টপ টপ করে পড়ে ভিজিয়ে দেবার উপক্রম"
কোথায় আর এ কেমন শীত বুঝলামনা৷
১১ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১৫
293492
ইসলামী দুনিয়া লিখেছেন : বুঝলেন না? ঘরের উপরে যদি গাছ হয় আর চাল যদি টিনের হয় তাহলেই বুঝবেন শীত কিভাবে পড়ে? ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File