সৌদিতে চার জনের শিরচ্ছেদ - অত:পর

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২০ আগস্ট, ২০১৪, ১০:৪৫:৩৫ সকাল

আজ ২০শে আগষ্ট ২০১৪। ঢাকা টাইমস এর বরাত দিয়ে বিডি টুডেতে প্রকাশিত 'সৌদিতে চার জনের শিরচ্ছেদ' শিরোনামে লিখিত পোষ্টের বিভিন্ন বার্তা সংস্থা আর স্বার্থাম্বেষী মানবাধিকার সংস্থার মায়াকান্না দেখে বিস্মিত হলাম। এরা বরাবরের মতই এটিকে হিংসাত্মক বা বর্বর আইন বলে চিত্রায়িত করার অপচেষ্টা চালিয়েছেন। ইসলামের যে কোন আইন যতই স্বতসিদ্ধ হোক না কেন, এটির বিরোধীতা করা যেন তাদের নৈতিক দায়ীত্ব।

http://www.onbangladesh.org/newsdetail/detail/200/88168

আমার দেখা সৌদি আরব:

১৯৯১ সালের জুলাই মাস থেকেই সৌদি আরবে কর্মরত আছি। সারবাতলী স্টাবলিশমেন্টে রেন্ট কন্ট্রোলার হিসেবে কাজ করার সুবাদে ইউরোপের প্রায় অধিকাংশ দেশের উচ্চপদস্থ অনেক কর্মকর্তার সাথে মত বিনিময়ের সুযোগ হয়েছিল। প্রায় ৯৫০ টি সজ্জিত(ফার্নিশড) এপার্টমেন্ট নিয়ে গড়ে উঠা এ জনপ্রিয় হাউজিংটিতে বসবাস করত জেদ্দাস্থ অধিকাংশ অফিসের বড় কর্মকর্তারা। পাশাপাশি অবস্থানের কারণে এদের সাথে গড়ে উঠেছিল এক বন্ধুত্ব সম্পর্ক। বিশেষ করে একই আফিসে মিসেন রোজ ওয়াকার আর মিসেস এলিনর নামে দুই ব্রিটিশ ও আামেরিকান হাউজ ওয়াইফ সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করায় এখানে নিয়মিত আড্ডা বসত। সে সব আড্ডায় উঠে আসতো সৌদি আরবে থাকার অনুভুতি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবের সামাজিক ও রাষ্ট্রায় আইন, আতিথেয়তা ইত্যাদি নিয়ে। এক কথায় ইউরোপ থেকে চাকুরি নিয়ে আসা এসব ইউরোপীয়ান সাধারণ জনগন মনে করে, সৌদি আরব হলে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। এমনটি পৃথিবীর কোন দেশের সাথে তুলনা হয়না।

বাংলাদেশেসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিদিন. প্রতি মাসে বা প্রতি বছরে যত লোক রোড এক্সিডেন্ট. খাদ্যভেজাল, গুপ্ত বা প্রকাশ্যে রাজনৈতিক হত্যা, মন্ত্রী মিনিস্টআরদের আইনের মারপ্যাচে লোক হত্যা হয় সৌদি আরবে তার ৫ পাসেন্ট লোকও মরেনা।

এটি স্বতসিদ্ধ যে, যে কোন দেশের স্বার্থরক্ষার জন্য যদি সরকার মৃত্যুদন্ড জানিত কোন আইন জারি করে থাকে, আর সে দেশের কোন নাগরিক ক্ষুদ্র স্বার্থের জন্য নিজের শিরচ্ছেদের তোয়াক্কা না করে সেটিতে জড়িয়ে পড়ে. এসব লোকের শিরচেছদের জন্য মায়াকান্না করাও এক ধরণের মানবতাবিরোধি কাজ। কারণ যে সমন্ত লোক লক্ষ লক্ষ মানুষকে বিপথে নেয়ার জন্য কাজ করে তাদের এমনই হওয়া উচিত।

সৌদি আরবে বর্তমানে এমন আইন আছে বলেই সেখানে চুরি ডাকাতি রাহাজানি, দুনীতি, রাজনৈতিক নেতা কর্তৃক হত্যা, বিচারবিহীন হত্যাকান্ড কোন কিছুই নেই। এমন কি বন্যার সময় জেদ্দার গুয়েজাতে অনেকগুলো লোক মারা যাওয়ার কারণে সাবেক মিউনিসিপাল্টি প্রধাণকে ধরে এনে জেলে পুরে দেয়া হয়েছিল।

আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার লোক বিকলাঙ্গ লঞ্চডুবিতে মারা গেলেও মন্ত্রী উল্টো বলে বসে আমি কি লঞ্চের চালক ছিলাম? ছি। একজন মন্ত্রী এতবড় দায়ীত্বহীন হতে পারে কল্পনাই করা যায়না।

ইসলামের যে সব সৌন্দয্যর কারণে মদীনায় সোনালী রাষ্ট্র তৈরী হয়েছিল, সেসব আজ বাস্তবায়িত হলে লোকেরা দলে দলে ইসলামের দিকে ঝুকবে বলেই এসব মানবাধিকার সংস্থার গায়ে আগুনে লেগে যায়।

মিশরে যখন আর্মি জোর করে ক্ষমতা দখল করে হাজার হাজার লোককে হত্যা করে তখন এদের চোখ বন্ধ থাকে। বাংলাদেশে যখন জুডিশিয়াল কিলিং এ সরকার মরিয়া তখন এরা নিশ্চুপ. বার্মায় লক্ষ লক্ষ লোকের গণহত্যায় এরা নীরব। ফিলিস্তিন হত্যাকান্ড যেন আরব ভুমিতে নীল নক্সা বাস্তবায়নের এক দির্ঘমেয়াদী প্রজেক্ট বাস্তবায়নের স্বপ্ন। ইরাক, ইরান, আফগানিস্তানে যখন আমেরিকানদের বোমারু বিমানের আঘাতে লক্ষ লক্ষ মানুষের খন্ডিত দেহ পড়ে থাকে তখন এরা নিশ্চুপ থাকে। কারণ যাদেরকে হত্যা করা হয়েছে, এরা সবাই মুসলিম। আর এ ব্যাপারে ক্ষমতার লোভে মুসলিম নেতাগুলোও যেন তাদের পরম বন্ধু সেজে ক্ষমতা হারানোর ভয়ে বোবা হয়ে গেছে। এদেরকে ধিক্বার দেয়া ছাড়া আমাদের মত অসহায় জনগনের আর কোন ভাষা নেই ।

সৌদি আরবের রাষ্ট্র পরিচালনায় ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের নিদর্শন এসব আইন নিয়ে দালাল সংস্থাগুলো বাড়াবাড়ি না করে নিজের চরকায় তেল দিলেই ভাল হয়। আমাদেরও এখন আর বুঝতে বাকী নেই যে, জাতিসংঘ নামের কলাগাছ সম সংস্থাটির গ্রহন যোগ্যতা অনেক আগেই হারিয়ে ফেলেছে। আর মানবাধিকার সংস্থা মানেই ইসলাম বিদ্ধেশীদের স্বার্থ রক্ষার জন্য গড়ে উঠা দালালদের মহাসংঘ।

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256254
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:১০
কাহাফ লিখেছেন : আপনার সুন্দর এ ব্লগ,অবিবেচক মুর্খের মন্তব্যের লাগাম টেনে ধরতে অনেক সহযোগিতা করবে। আপনার লেখনীর দীর্ঘায়ু কামনা করছি.........।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৪
200305
প্রবাসী মজুমদার লিখেছেন : মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাস্তবিকই এটি একিট স্বর্গরাজ্য। মিছিল মিটিং হরতাল কিছু নেই। ক্ষমতালোভি মুসলমানরা গাদ্দাফীর সুন্দর দেশটিকে শেষ করে এখন ভিক্ষা করে।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৪
200306
প্রবাসী মজুমদার লিখেছেন : মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাস্তবিকই এটি একিট স্বর্গরাজ্য। মিছিল মিটিং হরতাল কিছু নেই। ক্ষমতালোভি মুসলমানরা গাদ্দাফীর সুন্দর দেশটিকে শেষ করে এখন ভিক্ষা করে।
256265
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৭
সজল আহমেদ লিখেছেন :
আর এ ব্যাপারে ক্ষমতার লোভে মুসলিম নেতাগুলোও যেন তাদের পরম বন্ধু সেজে ক্ষমতা হারানের ভয়ে বোবা হয়ে গেছে।

সহমত
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৬
200307
প্রবাসী মজুমদার লিখেছেন : বাস্তবতা তাই। আমার এক ছোট মামা আছে। যার চরিত্র জানোয়ারের মতই। তাই নান মাঝে মাঝে বলে, ঐ বেয়াদবটাকে কুরিয়া কেন যে পাঠিয়েছিলাম। ও শুকরের মাংশ খেয়ে এখন শুকরের মতই কথা বলে।
256268
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার যুক্তিপুর্ন পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
তথাকথিত মানবতাবাদিরা মাদক চোরাচালানির মত মানুষদের মানবাধিকার নিয়ে চিৎকার করেন।যদিও সত্যই তাদের জন্য চিন্তা থাকত সেক্ষেত্রে তারা তাদের আইনি সহায়তা দিতেন। তার পরিবর্তে তাদের শাস্তি না দেওয়ার জন্য দাবি করেন!!!
কিন্তু হাজার হাজার নারি শিশু হত্যার জন্য এদের কোন কথা নাই।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৯
200309
প্রবাসী মজুমদার লিখেছেন : আমাদের নেতাগুলো হল সবচেয়ে বড় অসভ্য ও দেশদ্রোহী। নারায়ানগঞ্চে ৭ খুনের আসামীকে আজও নেত্রী পাহারা দেয় দলের স্বার্থে। আহ। ওসব ছেলে মেয়েদের বুকফাটা আর্তনাদ এসব রক্তচোষ্া নেত্রীদের গায়ে লাগেনা।
256270
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৫
আহমদ মুসা লিখেছেন : আচ্ছা যেসব লোককে সৌদি আইন অনুযায়ী সাজা বাস্তবায়নের মাধ্যমে শিরচ্ছেদ করা হয়েছে তাদের অপরাধের মাত্রা ও ধরণ নিয়ে অথবা এসব ক্রিমিনালদের দ্বারা সংঘঠিত ক্রাইমের কারণে রাষ্ট্রে, সমাজে, পরিবারে অথবা ব্যক্তিগতভাবে অন্য কোন মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছে সে ব্যাপারে কোনদিন এসব মানবাধিকার সংঘঠনকে সোচ্চার হতে দেখা যায় না কেন? পাপকে ঘৃণা করো, পাপিকে নয় জাতীয় স্লোগান যারা বেশী দেয় তাদের পক্ষেই বেশী পাপ কাজ করতে দেখা যায়।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৩
200014
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : শতভাগ ঠিক।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪০
200311
প্রবাসী মজুমদার লিখেছেন : যারা হিরোইনের ব্যবসা করে কোটি মানুষেকে বিপথগামী করার মাধ্যমে কোটিপতি হতে চায় এরো হিউম্যান রাইটস এর জাত ভাই বলেই বিরোধীতা। ধন্যভাদ ভাই।
256279
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : মন্তব্য যা করতাম তা আপনিই লিখে রেখেছেনঃ নাগরিক ক্ষুদ্র
স্বার্থের জন্য নিজের
শিরচ্ছেদের
তোয়াক্কা না করে সেট
িতে জড়িয়ে পড়ে. এসব
লোকের শিরচেছদের
জন্য
মায়াকান্না করাও এক
ধরণের
মানবতাবিরোধি কাজ।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪০
200312
প্রবাসী মজুমদার লিখেছেন : কোডিং মন্তব্যর জন্য ধন্যবাদ জনাব।
256297
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মানবাধিকারের শিরণী বিতরণকারী ফেরিওলাদের চ্যাতানার চশমাতে আচানক পাওয়ার বেড়ে যাওয়ার কারণ বুঝতে অসুবিধা হচ্ছে না যার মধ্যে সামান্যতম আক্কেলজ্ঞান আছে। আমাদের বাংলাদেশেও এক্কান মানবাধিকার হরণ কমিশন্ড এজেন্ট দেখা যায়। ওখানে দৃষ্টিপ্রতিবন্ধী এক বিলাতি কুত্তাকে বসানো হয়েছে। যার কাজই হলো ক্রিমিনালদের পক্ষ নিয়ে নিরাপরাধ মানুষের বাচার অধিকারকে মাঠি চাপা দেয়া। এসব ফেরিওয়ালারা ত্যাজলিমা নাসরিণদের মতো চটিবাজ পর্ণোস্টারদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে নবীন প্রজন্মের চরিত্র ধ্বংসের হোতাদের যেনা ব্যভিচারের অধিকার প্রতিষ্ঠার জন্য চিল্লাচিল্লী করতে দেখা যায়। কিন্তু একজন নারী হিসেবে মিনিমাম প্রয়োজনীয় ড্রেস পরিধান করে শালীনভাবে ধর্মচর্চাকারী কিছু নিরাপরাধ মেয়েকে লাইসেন্সধারী পোষাকী সন্ত্রাসীরা হেনস্তা করে ধরে নিয়ে নির্যাতন করে, তাদের ইজ্জত লন্ঠনের আসর বসায় তখন এসব মানবাধিকারের সোল এজেন্সেীর দৃস্টি প্রতিবন্ধী কানাদের চশমার উপ্রে মরুঝড়ের ধুলাবালী এসে বাসা বাধে। এসব বাটপারদের আন্তর্জাতিক মুরুব্বীরা সৌদিয়াতে কিছু ভয়ানক ক্রিমিনালকে তাদের অপরাধের মাত্রানুযায়ী শাস্তি প্রয়োগ করার কারণে যেভাবে চিল্লা চিল্লী এবং হুক্কা হুয়া শুরু করেছে তাতে তাদের পড়নের কাপড় খুলে গেছে অনেক আগে। মাগার এসব বেত্তমিজগুলোর খবর নেই সেদিকে। ড. আফিয়া সিদ্দীকির মত শতাব্দির শ্রেষ্ঠ বেধাবী নিরাপরাধ নারীকে মানবেতিহাসের সমস্ত নজীরকে হার মেনে ভয়াবহ অমানুষিক নির্যাতন চালানো হয় তখন এসব মানবাধিকার হরণকারী শিয়ালগুলো ঘুমেও যেন স্বপ্ন না দেখে সে জন্য চোখে রঙ্গিণ চশমা পরিধান করে ঘুমায়।
প্রকৃতপক্ষে যেসব মানবাধিকার গোষ্টী সৌদিয়াতে ক্রিমিনালদের শাজা কর্যকর করাতে চ্যাতানার চামড়াতে বারশ ডিগ্রী তাপমাত্রার তেজস্ক্রীয়তায় চুলকানী শুরু হয়েছে আসলে এরা সবাই সেই সব ক্রিমিনালদের গোত্রভূক্ত।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
200313
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি ঠিক কথাই বলেছেন। এদের লজ্জা শরম বলতে কিছু নেই।
256309
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৩
সুশীল লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার যুক্তিপুর্ন পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
200314
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
256327
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৩
ইবনে আহমাদ লিখেছেন : আপনার মন খারাপের কি হল।
যাদের কথা বলছেন - তারা নিজেদের পয়সা হালাল করার জন্য দালালীটা করে।
এই শ্রেণীর অর্থ্যাৎ তথাকতিথ মুক্তিযুদ্ধের পক্ষের সেনাপতি শামীম ওসমানরা যখন ডজনে ডজনে মানুষকে হত্যা করে পানিতে ডুবিয়ে মারে তখন তারা চুপ থাকেন।
এগুলো বুঝা দরকার - বাংলাদেশের এই সমস্ত পেইড এজেন্টদের কর্মটা এমন।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৫
200321
প্রবাসী মজুমদার লিখেছেন : ধর্ম সম্পকে অজ্ঞ অনেক বড় বড় শিক্ষিত রাজনীতিবিদ এখন যেন ঈমানদারীরর সাথে বিপথগামী। ওদের হেদায়াতের চেয়ে শাস্তিটাই যেন এ জাতি কামনা করে। ধন্যবাদ ভাইজনা। সব ঠিক আছেতো?
256329
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৭
তায়িফ লিখেছেন : খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র সৌদি ঈসরাঈলের দোসর। তাই সৌদি আইন ইসলামী আইন নয়। পুরুষের জন্য সোনা হারাম কিন্তু সৌদি যুবরাজ সোনা দিয়ে বিমান বানান। সৌদি রাজকন্যাদের পর্দা করতে হয় না। যে অপরাধে ইউরোপিয়ানদের ছেড়ে দেয় সেই অপরাধে মিসকিনদের শিরচ্ছেদ করে। তারা শিরচ্ছেদের শিকার ্যক্তিরা গরিব তাই তারা কোন আইনি সহায়তা পায় না।
২১ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৪
200168
সাদাচোখে লিখেছেন : আপনার যুক্তিটি অদ্ভুত। আপনি সৌদী রাজা, রাজপরিবার ও প্রভাবশালী সমাজের অন্যায়কে যুক্তি হিসাবে দাঁড় করাচ্ছেন - একজন অর্ডিনারী খুনীকে আল্লাহর আইন হতে রক্ষা করতে।

আপনি সৎ হলে বলতেন সৌদী রাজ ও রাজপরিবারের অসততার জন্যও যেন ইসলামী বিধান কার্যকর করা হয়।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৬
200322
প্রবাসী মজুমদার লিখেছেন : সৌদি সরকারের চেয়ে আমাদের বাটপার গুলো আরো বড় ক্রিমিনিাল। ওরা যাই হোকনা কেন, আমাদের দেশের তুলনায় এটি বড়ই নিরাপদ। সুতরাং যে বিষয়ে কথা বলা হচ্ছে সেটিই বলুন।

যারা চুরি করে তাদের শাস্তি হওয়াই উচিত।
১০
256333
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৩
নেহায়েৎ লিখেছেন : সুন্দর যুক্তিপূর্ণ পোষ্টের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। সবাই জানে কারা সৌদির বিরোধীতা করে।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৭
200323
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আমিও জানি মানুষ হিসেবে রাজা বাদশাহ একেবারে খুরমা খাজুর নয়। কিন্তু তুলনামুলক পর্যালোচনায় দেশেটির আইনশৃংখলা শীষে।
১১
256358
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : [q] ইসলামের যে কোন আইন যতই স্বতসিদ্ধ হোক না কেন, এটির বিরোধীতা করা যেন তাদের নৈতিক দায়ীত্ব।[/q
একদম খাটি একটি কথা বল্লেন ভাই
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৮
200324
প্রবাসী মজুমদার লিখেছেন : মুসলমানের পোলা এখন তবলা আর রবীঠাকুরকে নিয়ে ব্যস্ত। ধন্যবাদ।
১২
256359
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন :
ইসলামের যে কোন আইন যতই স্বতসিদ্ধ হোক না কেন, এটির বিরোধীতা করা যেন তাদের নৈতিক দায়ীত্ব।


একদম খাটি একটি কথা বল্লেন ভাই
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৯
200326
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ কোডিং মন্তব্যর জন্য।
১৩
256376
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার পোষ্ট পড়ে অনেক কিছুই লিখব মনে করেছিলাম। পরে মন্তব্য পড়ে দেখি এখন কিছু লেখা মানে সেটা কপি-পেষ্ট জাতীয় কিছু একটা হয়ে যাবে।
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২০
200432
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, এখানে আমরা বাংলাদেশীরা নিজেদের দেশের নেত্রীদের পালিত সন্ত্রাসিদের কারনেই সমস্যায় পড়ি। দু নেত্রী বা কোন নেতা এ দেশে না আসলেইভাল। কারণ এরা এখানেও গ্রুপ তৈয়ার করে রেখেছে।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪১
201101
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আল্লাহ সকলকে হেফাজত করুন।
১৪
256405
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
অজানা পথিক লিখেছেন : অসাধারন! আল্লাহ আপনার কলমকে আর ও শানিত করুন
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২২
200433
প্রবাসী মজুমদার লিখেছেন : পাঠকদের ধৈয্যচূতি ঘটবে। না হয় আরও অনেক কিছু লিখার ছিল। ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪১
201102
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।।
১৫
256415
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলাম ও ইসলামী কানুন সম্পর্কে যাদের চুলকানি আছে তারা অনেক কথায় বলে ভাইয়া। যৌক্তিক লিখার জন্য শুকরিয়া।
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
200435
প্রবাসী মজুমদার লিখেছেন : অাপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
১৬
256435
২০ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৩
শেখের পোলা লিখেছেন : এ সব মানবািকারের আড়ৎদারদের জন্য করুনা হয়৷
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
200436
প্রবাসী মজুমদার লিখেছেন : এরা পেইড এজেন্ট। আর কতগুলো ছাগলের তিন নাম্বার বাচ্চা।
১৭
256441
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:০৫
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
200437
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ এ বুড়ো বয়সে ব্লগিং করার জন্য????
১৮
256496
২০ আগস্ট ২০১৪ রাত ১০:৪৯
মামুন লিখেছেন : Nice blog. Your logical discussion awesome! Anyone can find the actual & hidden intention of so called "MANOBADHIKARBADI" . Tks Brother.
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
200438
প্রবাসী মজুমদার লিখেছেন : u r right. These blind people are senseless, doesnt have any commonsense. Paid agent of criminals.
১৯
256570
২১ আগস্ট ২০১৪ রাত ০৩:৪১
সাদাচোখে লিখেছেন : করাপ্ট ও মুসলিমদের শত্রু সৌদ পরিবারের পায়ের নিচের মাটি সরাতে - জুদায়ো খৃষ্টান সম্প্রদায় গ্রাজুয়ালী এই এ্যাপ্রোচ টা অনেক দিন ধরে ব্যবহার করছে। আমার ধারনা প্রয়োজনে সৌদ পরিবারকে ব্ল্যাকমেইল করার একটা উইন্ডো খোলা রাখতে চাইছে ইসলামের শত্রুরা।

আর এই জন্য হিজাব, মহিলাদের ড্রাইভিং, মৃত্যুদন্ড, আল কায়েদা, ইরান, ইয়েমেন ইত্যাদি ইস্যু সামনে রেখে রাজাদের ব্যস্ত রাখা হচ্ছে, দূর্বল করা হচ্ছে পাবলিকলী।

প্রয়োজনমত এসব ইস্যুতে প্রেশার দিয়ে ধর্মীয় অথরিটির সাথে কনফ্লিক্ট উসকে দেবে এবং দেশকে কয়েকটি ভাগে ভাগ করবে।
২১ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৭
200171
তায়িফ লিখেছেন : শরীয়া আইন বাস্তবায়নের অধিকার কোন অবৈধ শাসকের নাই। কারন অবৈধ সৌদি বাদশাহ শরীয়া আইনের অপপ্রয়োগ করতেছে।
২১ আগস্ট ২০১৪ রাত ০৯:১৬
200494
সাদাচোখে লিখেছেন : অবৈধ সরকার সময় ও সুযোগ বুঝে যা করলে ক্ষমতায় টিকে থাকতে পারবে - তাই ই তো করবে, তাই না? এটাই ই তো স্বাভাবিক।

সৌদী বাদশাহ জানে শরীয়া আইন ই তাকে ইন্টারনাল রিভল্ট হতে প্রটেক্ট করবে - সো সে ইন্টারনালী শরীয়া আইন বলবৎ রেখেছে।

আর এক্সটারনাল রিভোল্ট হতে - শরীয়া আইন যেহেতু তাকে রক্ষা করবে না - সো সে তার নিরপত্তার জন্য আল্লাহর পরিবর্তে, ১৯১৮ হতে ১৯৪৫ পয্যন্ত বৃটেনের উপর, ১৯৪৫ হতে ২০০১ পয্যন্ত ইউ এস এ এবং সাথে খানিকটা বৃটেনের উপর, আর ২০০১ সালের পর হতে ইসরাইলের উপর আর সাথে ইউএস আর ইউকের উপর নির্ভর করছে।

সারা বিশ্বের মুসলমানের পিঠে চুরি মেরে - সৌদ রা যেখানে প্রায় ১০০ বছর ক্ষমতা আকড়ে থাকতে পারলো, ভিসার প্রচলন করে যেখানে মুসলমানদের আগমন ও প্রস্থান নিয়ন্ত্রন করতে পারলো, মুসলমানদের তেলের হক চুরি করে সোনার প্লেন হজম করতে পারলো - সেখানে আপনি কোন অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন?
২০
256710
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
সন্ধাতারা লিখেছেন : Thanks vhaiya for your unique constructive writing. Jajakallahu khair.
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৫
200747
প্রবাসী মজুমদার লিখেছেন : thanks brother for your inspirational comments.
২১
256771
২১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৮
বুঝিনা লিখেছেন : প্রতিদিন অগণিত বনিআদম হত্যা করছে এসব জানোয়ারগুলো, কিন্তু এই জানোয়ারদের জগন্য কুকর্মের শাস্তির বাস্তবায়ন হলেই মানবতা গেল গেল বলে চীল্লাঈয়া উঠে ।
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
200441
প্রবাসী মজুমদার লিখেছেন : সৌদি সরকারের দুর্বলতা নেই যে এমন নয়। কিন্তু ইসলামের যতটুকু তাতেই এত শৃঙলা। পুরোটা। মানবাধিকার নামে এসব অসভ্যদের সহ্য হয়না।
২২
256785
২১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৭
একপশলা বৃষ্টি লিখেছেন : প্রত্যেক দেশেই প্রতিদিন চুরি ডাকাতি আর হত্যাজনিত কারণে কিছু না কিছু মানুষ হতাহত হয়। সে তুলনায় সৌদি আরব একেবারে নিরাপদ। এর পেছনে আইনের কড়াকড়িই মুল কারণ। সে দৃষ্টিকোণ থেকে আমি এটা পছন্দ করি।
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
200431
প্রবাসী মজুমদার লিখেছেন : ৯১সাল থেকে এপর্যন্ত তেমন কোন ক্রা্ইম দেখিনি্।যা হয় আমাদের মত বিভিন্ন দেশের মুস্টিমেয় বদমাইশের কারণে হয়। রাত তিন্টে বের হলে ভয় থাকেনা। সারারাত সমুদ্র পাড়ে মানুষ বসে আছে। আর কি চাই? এমনকি গাড়ীতে মহিলা থাকলে কখনও আকামা চেক করা হয়না। দুচারজন লোককে ধরলে আমরা হতাশ হয়ে যাই। অথচ এরা কি করেছে তা জানার প্রয়েূাজন বোধ করিনা।
২৩
258418
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৮
আমি মুসাফির লিখেছেন : বৈধভাবে একাধিক বিয়ে করলে এক শ্রেণীল জাহেলরা বলে এটা অপরাধ কিন্তু তারা যখন অবৈধভাবে কোন নারীকে নিজেদের সহাকরাী বা লিভটুগেদার করে তাতে কোন দোষ দেখে না।

অর্থাৎ মুসলমানদের মান সম্মান নিয়ে এরা বেশী উন্মুখ ।
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
204195
প্রবাসী মজুমদার লিখেছেন : একটি সময় আসবে, যখন একজন পুরুষ সমান ৪ জন নারী। সমাজে যৌনাচার এড়ানোর জন্য এবং নারীদের অংশীদারীত্ব দিয়ে ভারসাম্য সৃুস্টির যে কৌশল মহান আল্লাহ রেখে দিয়েছেন তা বুঝলে মানুষেরা এমনটি করতো না। ধন্যবাদ।
২৪
259705
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
আবু নাইম লিখেছেন : আমি মুসাফির লিখেছেন : বৈধভাবে একাধিক বিয়ে করলে এক শ্রেণীল জাহেলরা বলে এটা অপরাধ কিন্তু তারা যখন অবৈধভাবে কোন নারীকে নিজেদের সহাকরাী বা লিভটুগেদার করে তাতে কোন দোষ দেখে না।

অর্থাৎ মুসলমানদের মান সম্মান নিয়ে এরা বেশী উন্মুখ ।

আমিও একমত.....
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
204192
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য। ভাল লাগল।
২৫
260953
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : সৌদি আরব তথা আরব দেশগুলোতে কিছু পরিমাণে হলেও ইসলামী আইন আছে বলে বর্তমান পৃথিবীর সর্বোচ্চ শান্তি এখানে বিরাজমান। ধন্যবাদ ‍সুন্দর লেখাটির জন্য।
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫১
204953
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ এসে মন্তব্য রেখে যাবার জন্য।
২৬
261119
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ এসে মন্তব্য রেখে যাবার জন্য।
২৭
262471
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৬
সায়িদ মাহমুদ লিখেছেন : এই দেশে একশ্রেণীর মানুষ আছে যারা উইকেটের পেছনে দাড়ানো কিপারের মতো, মুসলমান ও ইসলামিক ষ্টেটগুলোর দোষ ক্রুটি খুজেন, যদিও তাদের নিজেদের অসিম সমস্যা সে গুলোকে তারা প্রতিনিয়ত ইগনোর করেন, ওসব লোকজন আসলে মানষিক রোগী নইলে নিজেদের হাজার সমস্যা ইগনোর করে অন্যর কদাচিৎ ক্রটি নিয়ে কোন আক্কেলে এত ত-তৈ-ব-চ হন?
২৮
262650
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
জেদ্দাবাসী লিখেছেন : আপনার সাথে একমত সুন্দর বলেছেন "সৌদি আরবের রাষ্ট্র পরিচালনায় ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের নিদর্শন এসব আইন নিয়ে দালাল সংস্থাগুলো বাড়াবাড়ি না করে নিজের চরকায় তেল দিলেই ভাল হয়।"

জাযাকাল্লাহ খায়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File