দাঁড়ি রাখা কি লজ্জাজনক?

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২০ আগস্ট, ২০১৪, ১১:০৫:২১ সকাল



মাশরাফি বেচারার খুবই মন খারাপ! পার্কে চুপচাপ বসে আছে, হুড দিয়ে মুখ ঢেকে। বেচারা লজ্জায় মেয়েদের সামনে যেতে পারছে না, কারন সে শেইভ করেনি! দাড়ি নিয়ে কি মেয়েদের সামনে মুখ খোলা যায়?

তাতে তো লজ্জাই লজ্জা! তাই না?

এরপর সে দৌড়ে বাথরুমে যায় । তাড়াতাড়ি শেইভ করে দাড়ি নামক কলঙ্ক থেকে মুক্ত হয়। এখন সে নিঃসংকোচে যেতে পারে সমাজের সবার সামনে।

যারা দেখেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আইস কুল শেভিং ক্রিমের নতুন বিজ্ঞাপনটার কথা বলছি। এই বিজ্ঞাপনটায় দাড়ি রাখা নিয়ে একজন যুবকের হেজিটেশন, হতাশা , আর আত্মবিশ্বাসহীনতার এক জ্বালাময়ী চিত্র উপস্থাপন করা হয়েছে। যা এক কথায় বলতে গেলে ইসলাম অবমাননার শামিল।

দাড়ি হোল মুসলিম জাতির স্বতন্ত্র বৈশিষ্ট্য। মেয়েদের চুল যেমন তাদের সুন্দরের প্রতীক , ছেলেদের দাড়ি ও তাই। দাড়ি রাখা একটা ওয়াজিব বা অত্যাবশ্যক কাজ।

মনে করুন আপনি রাস্তাঘাটে অপরিচিত কোন যায়গায় মারা গেলেন। আপনার সাথে আপনি কোন জাতির সেটার কোন সিম্বল নেই। আপনার দাড়ি আপনার পরিচয় দিয়ে দিবে।

আপনি যদি দাড়ি না রাখেন, আপনার ২৪ ঘণ্টাই গুনাহে জারিয়ার খাতায় গুনাহ লিখিত হতেই থাকবে।

দাড়ি রাখার কারনে নাকে ক্ষতিকর ধুলাবালি ঢোকা থেকে মুক্ত থাকে, কণ্ঠস্বরে ঠাণ্ডা গরমের ভারসাম্য বজায় থাকে।যে দাড়ি নিয়ে ঠাট্টা করে সে আমাদের নবী ( সা) কে নিয়ে ঠাট্টা করে, হজরত ইসা ( আ) কে নিয়ে ঠাট্টা করে।

দাড়ি ছোট করা বিধর্মীদের এবং অগ্নি পুজারকদের আলামত। আর হাদিসে স্পষ্ট আছে- যে ব্যক্তি অন্য কোন জাতির বেশভূষা আকার আকৃতি সাদৃশ্য অবলম্বন করবে সে ঐ জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।

আর আমরা তথাকথিত আধুনিক হিসেবে যুবকদের গড়ে তোলার জন্য বিজ্ঞাপনে পর্যন্ত দাড়ির মত ওয়াজিবকে হেয় করার সুযোগ করে দিয়েছি। দাড়ি রাখায় মাশরাফির সে কি লজ্জা! সে কি মাথা নিচু! এইসব কিসের লক্ষন? আমাদের তরুণদের কে ইসলামের একটা ওয়াজিব কাজে কেন নিরুৎসাহিত করা হবে এভাবে? একটা ৯০% ভাগের উপরে সংখাগুরু মুসলিমের দেশে?

এটা কি ইসলাম অবমাননা নয়?

আজ যদি কেউ সিঁদুর লাগালে যে স্কিনে ক্যান্সার কিংবা অন্য রোগ হয় তা নিয়ে কোন বিজ্ঞাপন এভাবে করে, হিন্দু ধর্মের লোকেরা কি তা মেনে নিবে? নাকি সংখ্যা লঘুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অপরাধে হাই কোর্ট কিংবা মানবাধিকার কমিশনে মামলা হবে?

তাহলে, আমরা কেন আমাদের ধর্মের একটা ওয়াজিবকে হেয় করার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না? ধর্মের যে কোন বিষয়কেই অবমাননা মানে কি পুরা ধর্মকে অবমাননা করা নয়?

ব্যবসা করুন ভালো কথা, কিন্তু ৯০ ভাগ মুসলিমের দেশে দাড়িকে হেজিতেশন আর দুশ্চিন্তার কারন সাব্যস্ত করে নয়।

দাড়ি একজন মুসলিম পুরুষের সুন্নত মানার নিদর্শন। ব্যবসার জন্য সেটাকে হেয় প্রতিপন্ন করার অধিকার কারো নেই।

বিষয়: বিবিধ

২০৭৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256260
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৭
কাহাফ লিখেছেন : আবারো বলছি....আমরা মুসলিমদের রক্ত শীতল পানি হয়ে গেছে আজ...।
256266
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাড়ি রাখাকে এখন আনস্মার্ট বলে দাবি করা হচ্ছে। আর সেভিং ফোম বা আফটা সেভ লোশন এর মত অপ্রয়োজনিয় জিনিস এর বিক্রয় বৃদ্ধির জন্য এই বিষয়টিকে প্রমোট করা হচ্ছে।
256272
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৫
সুশীল লিখেছেন : দাড়ি নিয়ে আপনার এতো টেনশান কেন আপু?
দুলাভাই কি দাড়িওয়ালা ছিবির? Drooling Drooling Drooling It Wasn't Me! It Wasn't Me!
256282
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৩
আজিম বিন মামুন লিখেছেন : মহিলা সিংহের দাড়ী থাকেনা,পুরুষটার দাড়ী থাকে।আমাদের যুব সমাজ আসলে বোধ হয় নারী হতে চাইছে।সবই হয়েছে তবে নারীদের পোষাকটা কেন পরছে না এরা?
256287
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : জাজাকাল্লাহ খাইর ... ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
256296
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৪
হতভাগা লিখেছেন : একদিকে পুরুষেরা দাঁড়িতে লজ্জা পাচ্ছে আরেক দিকে মেয়েরা ত্বক নিয়ে আছে মহা টেনশনে । সমাধান এনে ভালই ব্যবসা ফেঁদেছে ইউনি-স্কয়ার ।
256302
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৩
নাবিলা লিখেছেন : ভালো লাগলো।
256306
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৭
নাবিলা লিখেছেন : ভালো লাগলো
256314
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
নাবিলা লিখেছেন : ভালো লাগলো
১০
256340
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২১
শফিউর রহমান লিখেছেন : আমাদের মুসলমানরা কতটা মুসলমান তার প্রমাণ পেশ করে এই সমস্ত ইসলাম অবমাননাকারী বিষয়গুলো।
১১
256354
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এখন ফ্যাশনের জন্যও অনেকে দাড়ি রাখে
১২
256355
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২২
দিশারি লিখেছেন : চমৎকার Good Luck Good Luck Good Luck
১৩
256384
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৪
256899
২১ আগস্ট ২০১৪ রাত ১০:৫৭
মির্জা লিখেছেন : এভাবেই সমাজে কালচারাল প্যাটার্ন তৈরী করা হয়। তাছাড়া মিডিয়ার মাধ্যমে দাড়ি (ও অন্যান্য ইসলামী চিহ্ণসমূহ) এর বিরুদ্ধে মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা সৃষ্টির প্রয়াস তো কোন নতুন বিষয় নয়। বহু আগে থেকে বই, নাটক, সিনেমায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার নামে দাড়িওয়ালাদের মুক্তিযুদ্ধে (তথা মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে)ভিলেইন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এরপরেও দাড়িওয়ালাদের পার্সেন্টেরজ কমেনি বরং বেড়েছে। একটা বিকল্প কালচারাল ন্যারেটিভ গড়ে তোলা ছাড়া উপায় নেই।
১৫
256990
২২ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৭
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : দাড়ি কি রাখতেই হবে?
যুক্তি চাই ? পরিমাণ কতটুকু হবে তার?
১৬
261375
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৫
মারুফ হাসান লিখেছেন : পিলাচ।ভালো লাগলো।অনেক ধন্যবাদ
১৭
274778
১৫ অক্টোবর ২০১৪ রাত ১১:২৪
মোশারোফ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File