দাঁড়ি রাখা কি লজ্জাজনক?
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২০ আগস্ট, ২০১৪, ১১:০৫:২১ সকাল
মাশরাফি বেচারার খুবই মন খারাপ! পার্কে চুপচাপ বসে আছে, হুড দিয়ে মুখ ঢেকে। বেচারা লজ্জায় মেয়েদের সামনে যেতে পারছে না, কারন সে শেইভ করেনি! দাড়ি নিয়ে কি মেয়েদের সামনে মুখ খোলা যায়?
তাতে তো লজ্জাই লজ্জা! তাই না?
এরপর সে দৌড়ে বাথরুমে যায় । তাড়াতাড়ি শেইভ করে দাড়ি নামক কলঙ্ক থেকে মুক্ত হয়। এখন সে নিঃসংকোচে যেতে পারে সমাজের সবার সামনে।
যারা দেখেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আইস কুল শেভিং ক্রিমের নতুন বিজ্ঞাপনটার কথা বলছি। এই বিজ্ঞাপনটায় দাড়ি রাখা নিয়ে একজন যুবকের হেজিটেশন, হতাশা , আর আত্মবিশ্বাসহীনতার এক জ্বালাময়ী চিত্র উপস্থাপন করা হয়েছে। যা এক কথায় বলতে গেলে ইসলাম অবমাননার শামিল।
দাড়ি হোল মুসলিম জাতির স্বতন্ত্র বৈশিষ্ট্য। মেয়েদের চুল যেমন তাদের সুন্দরের প্রতীক , ছেলেদের দাড়ি ও তাই। দাড়ি রাখা একটা ওয়াজিব বা অত্যাবশ্যক কাজ।
মনে করুন আপনি রাস্তাঘাটে অপরিচিত কোন যায়গায় মারা গেলেন। আপনার সাথে আপনি কোন জাতির সেটার কোন সিম্বল নেই। আপনার দাড়ি আপনার পরিচয় দিয়ে দিবে।
আপনি যদি দাড়ি না রাখেন, আপনার ২৪ ঘণ্টাই গুনাহে জারিয়ার খাতায় গুনাহ লিখিত হতেই থাকবে।
দাড়ি রাখার কারনে নাকে ক্ষতিকর ধুলাবালি ঢোকা থেকে মুক্ত থাকে, কণ্ঠস্বরে ঠাণ্ডা গরমের ভারসাম্য বজায় থাকে।যে দাড়ি নিয়ে ঠাট্টা করে সে আমাদের নবী ( সা) কে নিয়ে ঠাট্টা করে, হজরত ইসা ( আ) কে নিয়ে ঠাট্টা করে।
দাড়ি ছোট করা বিধর্মীদের এবং অগ্নি পুজারকদের আলামত। আর হাদিসে স্পষ্ট আছে- যে ব্যক্তি অন্য কোন জাতির বেশভূষা আকার আকৃতি সাদৃশ্য অবলম্বন করবে সে ঐ জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।
আর আমরা তথাকথিত আধুনিক হিসেবে যুবকদের গড়ে তোলার জন্য বিজ্ঞাপনে পর্যন্ত দাড়ির মত ওয়াজিবকে হেয় করার সুযোগ করে দিয়েছি। দাড়ি রাখায় মাশরাফির সে কি লজ্জা! সে কি মাথা নিচু! এইসব কিসের লক্ষন? আমাদের তরুণদের কে ইসলামের একটা ওয়াজিব কাজে কেন নিরুৎসাহিত করা হবে এভাবে? একটা ৯০% ভাগের উপরে সংখাগুরু মুসলিমের দেশে?
এটা কি ইসলাম অবমাননা নয়?
আজ যদি কেউ সিঁদুর লাগালে যে স্কিনে ক্যান্সার কিংবা অন্য রোগ হয় তা নিয়ে কোন বিজ্ঞাপন এভাবে করে, হিন্দু ধর্মের লোকেরা কি তা মেনে নিবে? নাকি সংখ্যা লঘুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অপরাধে হাই কোর্ট কিংবা মানবাধিকার কমিশনে মামলা হবে?
তাহলে, আমরা কেন আমাদের ধর্মের একটা ওয়াজিবকে হেয় করার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না? ধর্মের যে কোন বিষয়কেই অবমাননা মানে কি পুরা ধর্মকে অবমাননা করা নয়?
ব্যবসা করুন ভালো কথা, কিন্তু ৯০ ভাগ মুসলিমের দেশে দাড়িকে হেজিতেশন আর দুশ্চিন্তার কারন সাব্যস্ত করে নয়।
দাড়ি একজন মুসলিম পুরুষের সুন্নত মানার নিদর্শন। ব্যবসার জন্য সেটাকে হেয় প্রতিপন্ন করার অধিকার কারো নেই।
বিষয়: বিবিধ
২০৭৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুলাভাই কি দাড়িওয়ালা ছিবির?
যুক্তি চাই ? পরিমাণ কতটুকু হবে তার?
মন্তব্য করতে লগইন করুন