হলে ছেলে নিয়ে রাত কাটানো বনাম তাহাজ্জুদ নামাজ
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ০৬ নভেম্বর, ২০১৪, ১১:২৬:৩১ সকাল
হলে ছেলে নিয়ে রাত কাটানো, আর রাতে তাহাজ্জুদ পড়া সমান অপরাধ!
এই তো! বেশীদিন আগের কথা নয়। গত ফেব্রুয়ারির ১৮/১৯ তারিখের কথা। সরস্বতী পূজা উপলক্ষে শামসুন্নাহার হল খুলে দেওয়া হলো। সেই সুযোগে এক মেয়ের বয়ফ্রেন্ড রুমে লুকিয়ে রইলো সারারাত। কোনরূপ টর্চার ছাড়াই উক্ত ছাত্রীকে হল থেকে সসম্মানে বহিষ্কার করা হলো। দুনিয়ার কেউ জানলো না তার নাম। এমনকি! ঘটনা আসলে মিথ্যা এই ধরনের প্রচারণা চালাতেও অনেকে দ্বিধা করলো না।
যদিও প্রোক্টর ও স্বীকার করেছিলেন ঘটনার সত্যতা।
আর এই তো গতকাল রাতে তাহাজ্জুদ পড়া আর ইসলামী বই রাখার অপরাধে কয়েকজন ছাত্রীকে বহিস্কার করা হলো সেই সাথে শারীরিক নির্যাতন ও করা হলো।
আজব দেশের আজব ভার্সিটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড! এখানে ব্যাভিচারের যে শাস্তি তারচেয়েও বেশী কঠিন শাস্তি তাহাজ্জুদ পড়ার!
ইয়ে! তা নীলকররা যেমন দাঁড়ি রাখলে কর নিতো, টুপি পরলে কর নিতো, আমাদের জন্য হলেও তেমন একটা ব্যবস্থা করেন না! টাকা দিয়ে হলেও এতোটুকু মানবিক স্বাধীনতা দেন। আপনারা কি নীল করদের চেয়েও নিকৃষ্ট নাকি?
পাঠক, জাস্ট একটু তুলনা করেই দেখুন না। আগামীর জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন!
বিষয়: বিবিধ
২৯১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর্ম পালন করতে গিয়ে এই ভয়াবহ অবস্হার সম্মুখীন হওয়ার জন্য মুসলিম নামধারী বেকুব জনগনও কম দায়ী নয়!
এই সব জালিম ও অসচেতন জনতার উপর আল্লাহর দ্রুত গজব নাযিল হোক!!
যথার্থ বলেছেন।
তাই এখানকার ছাত্রছাত্রীদের এই সাবজেক্টের ব্যাপারে সারাক্ষন সচেষ্ট থাকতে দেখা যায়।
২দিন পরে হয়তো মসজিদের সামনেও পুলিশ দারিয়ে থাকবে যে কারা নামাজ পড়তে আসে তাদের গ্রেপ্তার করার জন্য।
সকল জুলুমেরই শেষ আছে, ইনশাআল্লাহ এই জালিমেরও অবসান হবে।
"তোমরা হতাশ হইয়না, নিরাশ হইয়না তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা মুমিন হও" আল কোরআন।
এই ছাত্রিদের মানবাধিকার নিয়ে কেউ কথা বলেনা। অথচ ইরানে এক নারির ফাঁসি নিয়ে কলামে কলামে কলম নষ্ট হয়ে যায়!
এরা এত নিকৃষ্ট যে মানবতার লেশটুকুও অন্তর থেকে মুছে দিয়েছে।
মন্তব্য করতে লগইন করুন