খুউব জানতে ইচ্ছে হয়। ------------ সংগ্রহীত (লেখকঃ লন্ডন প্রবাসী)
লিখেছেন লিখেছেন বাকশাল ০৬ নভেম্বর, ২০১৪, ১১:৩৭:৩৩ সকাল
নমরুদের অপরাধ ট্রাইবুনাল হযরত ইব্রাহিম( আঃ) কে হত্যা করার রায় দেয়।সেমতে তাঁকে আগুনে নিহ্মেপ করা হয়।( সূরা আম্বিয়া;৬৮)
আচ্ছা হযরত ইব্রাহিম( আঃ) কোন অন্ঞলের রাজাকার কমান্ডার ছিলেন?
হযরত মূসা( আঃ) ফেরআউনের ভয়ে নিজ দেশ মিশর ছেড়ে মাদইয়ান চলে গেলেন।তিনি দেশান্তরিত হলেন।( আল কাসাস;২১,২২)
মূসা( আঃ) কি স্বাধীনতা বিরোধী ছিলেন?
ইয়াহুদীদের সন্ত্রাসবিরোধী আদালত হযরত ঈসা( আঃ) কে সন্ত্রাসী এবং সমাজে বিশৃংখলা সৃস্টিকারী হিসেবে সাব্যস্ত করে তাঁকে শূলে চড়িয়ে ফাঁসির নির্দেশ দেয়।
আচ্ছা হযরত ঈসা( আঃ) কোন্ গণহত্যার সংগে জড়িত ছিলেন?
মক্কার তৎকালীন পার্লামেন্ট দারুন নদওয়ায় সর্সম্মতভাবে বিল পাশ হয় তারা একযোগে গিয়ে মহানবী( সাঃ) কে হত্যা করবে।
মহানবী( সাঃ) তিনবছর শিয়াবে আবুতালিব নামক জেলখানায় পরিবারপরিজনসহ বন্দী ছিলেন।
প্রিয় জন্মভূমী মক্কা হতে তাঁর নাগরিকত্ব বাতিল করা হল।তাঁকে দেশান্তরিত হতে হল।
আচ্ছা তাঁর কি অপরাধ ছিল? তিনি কোন্ শান্তি কমিটির সদস্য ছিলেন?
সূরা আলবুরুজে আসহাবুল উখদূদের কথা উল্লেখ আছে।তৎকালীন বাদশাহ জনৈক বিশ্বাসী যুবককে প্রকাশ্যে জনসম্মূখে তীর নিহ্মেপ করে হত্যা করে।
আচ্ছা ঐ যুবক কোন্ এলাকার শিবিরের সভাপতি ছিল?
সূরা আল কাহফে তিন যুবকের কাহিনী বর্ণিত আছে।তৎকালীন বাদশাহ সমন জারি করলো যে, ঐ তিন যুবককে যেখানে পাওয়া যাবে সেখান থেকে ধরে এনে ফাঁসি দিতে হবে।তখন তাঁরা ভয়ে পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নেয়।
আচ্ছা ঐ যুবকরা কি শিবির ক্যাডার ছিল?
ইমাম হোসাইন( রাঃ) কে কারবালার প্রান্তরে তৎকালীন শাসক ইয়াজিদের বাহিনী অত্যন্ত নির্মমভাবে সপরিবার হত্যা করে।
আচ্ছা তিনি কোন এলাকার আলবদর কমান্ডার ছিলেন?
হযরত বেলাল( রাঃ) কে মরুভূমির উত্বপ্ত বালুর উপর শুইয়ে পাথর চাপা দিয়ে রাখা হত।
আচ্ছা তিনি কি জংগী ছিলেন?
ইমাম আবুহানীফা ( রহঃ) কে তৎকালীন শাসক জেলের মধ্যে রেখে চরম নির্যাতন করে।ইমাম আবুহানিফা( রহঃ) জেলেই ইন্তেকাল করেন।
আচ্ছা উনি ও কি মহান মুক্তিযুদ্ধের বিপহ্মের লোক ছিলেন?
মিশরে সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেয়া হয়।হাসানুল বান্নাকে গুলি করে হত্যা করা হয়।
তাঁরা কি ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী ছিলেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেককে ১৯৬৯ সালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে লাঠি হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
শহীদ মালেক ও কি ১৯৭১ সালের গণহত্যার নায়ক ছিলেন?
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন