আমার প্রথম বইঃ যখন কিছুই লুকানোর থাকে না
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৭:৪৮ দুপুর
যে কোন লেখকের জন্য তার জীবনের প্রথম বই বের হওয়া অনেক আনন্দের বিষয়। যদিও বই লেখার বয়স যেটা ধরা হয় তা আমার এখনো হয়নি, তারপরেও ব্যাপারটা আনন্দের।
ফেব্রুয়ারির ২৭ তারিখ বিকাল ৫টায় বই মেলায় প্রথম প্রকাশিত হতে যাচ্ছে। বইটি অর্ডার দিতে মহীয়সীর অফিসে যোগাযোগ করতে পারেন । আর মেলায় ৪৮ ও ৪৯ নং স্টল প্রতিভা প্রকাশে পাওয়া যাবে। মহীয়সীর নাম্বার- ০১৭৯৯৩১৩০৭৯
সাহিত্য সৃষ্টি হয় মানুষের বাস্তবতাকে উপজীব্য করে। আমাদেরই কারো জীবনের ঘটনা, আনন্দ , দুঃখ কোন না কোন উপন্যাস হয়ে উঠতেই পারে। এই জন্যই সাহিত্যকে সমাজ তথা মানব জীবনের আয়না বলা যেতে পারে।
আমি অবশ্য অতোটা সাহিত্যিক কিছু লেখিনি। নারীর সাথে সমাজের ভারসাম্যের যে বিশাল গুরু তত্ত্ব নিহিত আছে, তাই আমার সহজ সরল লেখার মূল উপাদান। নারীর প্রতি হওয়া বর্ণ বৈষম্য থেকে শুরু করে সমাজ ও ধর্মের বিভিন্ন বিষয়ে নারীর অবস্থানই আমার লেখার মূল আলোকপাত।
আমার মনে হয়, নারীদের কেন্দ্র করেই জগত সংসার ঘূর্ণায়মান। সেটা আমরা সাধারণ মানুষরা না বুঝলেও পুঁজিবাদীরা বেশ ভালোই জানে। তাই তো শেভিং ক্রিম থেকে টয়লেট ক্লিনার সব কিছুর বিজ্ঞাপনের লক্ষ্য নারী জাতিই। তাই নারী ঠিক তো সমাজের অর্ধেক সমস্যা সমাধান। কিন্তু অধুনা নারী সমাজ সম- অধিকারের আশায় সমতা পাওয়ার অধিকার হারাতে বসেছে। তাই তাদের সঠিক ভূমিকা কি হওয়া উচিৎ তা নিয়ে যথেষ্ট আলোচনা ও লেখালেখি আজ সময়ের দাবী।
বইটির নাম – যখন কিছুই লুকানোর থাকেনা। আমি যে কথাগুলো বইয়ে লেখেছি সেই কথাগুলো অনেক সময়ই আমরা বলতে চাইনা। যদিও এসব বিষয়ের উপরেই নির্ভর করছে সমাজের ভারসাম্য। তাই বইয়ের এই নামকরণ।
বইটির সূচি-
(১)পাত্রী চাই
(২) সতীত্ব-একটি নিত্য স্ত্রীবাচক শব্দ
(৩) হায়রে বিয়ে! হায়রে লজ্জা!
(৪) তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ!
(৫) বাবার কাছে বিবাহযোগ্য মেয়ের চিঠি
(৬)প্রিয়তম, বুঝবে তো আমায়?
(৭)সমাজের দর্পণে কন্যা শিশুর মুখ
(৮) ক্যাটালগ ড্রেসঃ চাহিদার শেষ কোথায়?
(৯)না” এর চেয়ে নারীর শক্তি বেশী!
(১০) ইসলামের দৃষ্টিতে ধর্ষিতার বিচার
(১১) লৌকিকতার বেড়াজালে বিবাহ অনুষ্ঠান
(১২) স্ত্রীর সাফল্যে স্বামীর কর্তব্য : আমাদের সমাজ বাস্তবতা
(১৩)রূপবান কি পেলো?
(১৪) চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
(১৫) পর্ণ মুভিকে না বলুন
(১৬) বিয়ের আগেই মেয়েটাকে প্রতিষ্ঠিত হতেই হবে!
(১৭) ২০ লাখ টাকার কাবিন
(১৮) ২য় বিয়েঃ কেবলই আনন্দ নাকি শর্তযুক্ত দায়বদ্ধতা?
(১৯) purity ring ও পশ্চিমাদের হিজাব বিদ্বেষ তত্ত্ব
(২০) আর ইউ মম এনাফ?
(২১)যখন কিছুই লুকানোর থাকে না
(২২) ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের কাছে আমরা পরাজিত
(২৩) বিজ্ঞাপন নাকি স্লো পয়জনিং
(২৪) স্ত্রীর ডায়েটিং এ স্বামীর ভূমিকাঃ স্বাস্থ্য সচেতনতা বনাম স্বার্থপরতা
(২৫) সে যে বসে আছে , একা একা
(২৬) পোশাকের লজ্জা
(২৭) তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন?
কাল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ
বিষয়: বিবিধ
১৮৫৩ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেলায় বোধহয় যাওয়া হবে না। বইটি আর কিভাবে পাওয়া যেতে পারে?
http://amaderboi.com/book/2925 http://amaderboi.com/book/2929 সরাসরি অর্ডার দিন অথবা fb.com/amaderboi পেজে মেসেজ দিন অথবা +880 1954-014720 নাম্বারে ফোন দিন । বই পৌঁছে যাবে আপনার হাতে ।
ঢাকার মধ্যে হোম ডেলিভারী (৬-২৪ ঘন্টা) ঢাকার বাহিরে ১-২ দিনে কুরিয়ার ডেলিভারী । যেকোন পরিমান বইয়ে সার্ভিস চার্জ মাত্র ৫০টাকা ।
বিঃদ্রঃ দেশের বাহিরের জন্যেও অর্ডার নেওয়া হচ্ছে ।
দোয়া করি-
শাণিত হোক আপনার কলম-
টিকে থাক কিয়ামত পর্যন্ত-
মানুষের অধিকার ও সম্মান রক্ষার প্রতীক হয়ে
অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইলো!
মিস্টি মুখ করেন আপু-
(কালোজাম)
ছানার সন্দেশ
(রসোগোল্লা)
@};
http://amaderboi.com/book/2925 http://amaderboi.com/book/2929 সরাসরি অর্ডার দিন অথবা fb.com/amaderboi পেজে মেসেজ দিন অথবা +880 1954-014720 নাম্বারে ফোন দিন । বই পৌঁছে যাবে আপনার হাতে ।
ঢাকার মধ্যে হোম ডেলিভারী (৬-২৪ ঘন্টা) ঢাকার বাহিরে ১-২ দিনে কুরিয়ার ডেলিভারী । যেকোন পরিমান বইয়ে সার্ভিস চার্জ মাত্র ৫০টাকা ।
বিঃদ্রঃ দেশের বাহিরের জন্যেও অর্ডার নেওয়া হচ্ছে ।
সংগ্রহ করবো ইনশাআল্লাহ।
আমাদের বই ডট কম এ চেকআউট করতে গিয়ে দেখি country/state এর জায়গায় আমেরিকার নাম নাই।
রকমারি ডট কমেও বইটা পেলাম্না।
আমেরিকা থেকে কিভাবে বইটা কেনা যায় জানাবেন কি?
ধন্যবাদ।
বইটির মূল্য কত?
বইটি কারা প্রকাশ করেছে ?
কত পৃষ্টার বই ?
দাম কত ?
এসব কিছুই লিখা নেই ।
চট্টগ্রামে কোথায় পাওয়া যাবে ?
জানালে খুশি হব ।
মন্তব্য করতে লগইন করুন