কমিউনিটি ব্লগারস ফোরাম , চট্রগ্রাম প্রতিনিধিদের সাথে কিছুক্ষণ....!
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৯ আগস্ট, ২০১৪, ০৮:৩৪:৪৬ রাত
ফোনটা ধরতেই পরিচিতিটা ভেসে এল ও প্রান্ত থেকে
- প্রবাসী মজুমদার ভাই, আমি গ্যাঞ্জাম খান বলছি।
- বূঝতে বাকী থাকল না যে, না আসতেই আমি গ্যাঞ্জামের শিকারে পরিণত হতে যাচ্ছি। তবুও ভাল লাগল এজন্য যে, সাহিত্য প্রিয় একজন মানুষ সাহিত্যর মতই আমাকে আবেগ দিয়ে ভালভাসার অনুভুতি প্রকাশ করেছে ফোনের ও প্রান্ত থেকে। স্বল্পতেই অনেক কথা। ভাল লাগার এক ব্যক্তহীন অনুভব নিয়ে বিদায় নিলাম।
পরক্ষণে আবারও ফোন। প্রবাসী ভাই, আমরা চট্রগ্রামের সিবিএফ সদস্যগন আপনার সাথে দেখা করতে চাই। বসে মত বিনিময় করতে চাই। আমাদের কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) নেতা বাহার ভাই প্যারেডের উত্তর পুর্ব কোনায়।
আমি ও কেন জানি অন্যরকম এক ভাল লাগা অনুভব করলাম। বলা কওয়া ছাড়াই সোজা বাহার ভাইয়ের দোকানে উপস্থিত। কিছুক্ষণ আলাপ করে বিদায় নিলাম। কিন্তু অতৃপ্ত থেকে গেল এ ক্ষণিক দেখা। সিদ্ধান্ত হল, সন্ধ্যানাগাদ প্যারেড ময়দানে দেখা হবে।
৫ই আগষ্ট, ২০১৪। সন্ধ্যা ৭টা। আমি প্যারেডের দক্ষিণ কোনায় গিয়ে উপস্থিত। একঝাক তুরন উদ্যোমী ব্লগারকে এক সাথে দেখে মনটা ভরে গেল। ঈদের কোলাকুলি আর প্রথম বারে দেখার সব টুকুন অনুভুতি নিয়ে সবার সাথে বুকটা মিলিয়ে প্রশান্তি অনুভব করলাম। তার পর কিছুক্ষণ হেটে প্যারেডের এক কোনায় বসে সামান্য আলাপ চারিতা হল। সবশেষে পাশের এক হোটেলে নাস্তার ফাকে সিবিএফ নেতা জনাব বাহার ভাইয়ের নেতৃত্বে সংক্ষিপ্ত এক গোল টেবিল আলোচনা হয়ে গেল।
এ প্রথম বারের মত একদল উদ্যোমী ব্লগারের সাথে আলোচনা করে নিজের মাঝেও দারুণ এক উদ্যোমতা তৈরী হল। স্বপ্ন দিয়ে বোনা বইটির মতই সিবিএফ যেন এক স্বপ্নের বীজ বপন করেছে ত্যাগী ও স্বপ্নদ্রষ্টা লেখক ও ব্যবসায়ী বাহার ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে।
আমার বিশ্বাস, প্রত্যয় অার স্বপ্ন বিভোর এসব প্রতিশ্রুতিশীল একদল কলমী যোদ্ধার আপোষহীণ পদচারণা একদিন সত্যি সত্যিই স্বপ্নের জাল বুনতে বুনতে বিশ্ব জুড়ে তৈরী করবে একদল খ্যাতিমান লেখক, সাহিত্যিক আর কবি। সে দিনের অপেক্ষায় আমিও 'স্বপ্ন দিয়ে বোনা' বইয়ের অংকুরিত এ বটবৃক্ষের বীজ বপন কারীদের সাথে একাত্মতা ঘোষণা করলাম।
আন্তরিকতা, আতিথেয়তা আর সাহিত্য সংস্কৃতির ভালবাসায় বিভোর সিবিএফ এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনাব বাহার ভাইয়ের নেতৃত্বে এ ধরণের একটি আয়োজনের জন্য।
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ৬৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সকল ব্লগারের সাথে।
আপনাকে দেখেই চিনেছি। সবুজ ভাই, বাহার ভাই গেঞ্জাম ভাইকে চিনতে চাই। বলবেন কি তারা ছবিতে কোথায়?
খুবই ভালো লাগল, তবে আমি নেই কেন?
যাইহোক, সবাই অনেক অনেক শুভেচ্ছা।
খুব ভাল লাগল দেশী প্রবাসীদের মিলনমেলা। শুভকামনা রইল সবার জন্য
অনুূভুতি রেখে গেলাম।
মন্তব্য করতে লগইন করুন