বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... ✔✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ আগস্ট, ২০১৪, ০৯:২৬:১৬ রাত
খুব বেশী অতীতে ফিরে যেতে চাইনা! যখন বিয়ে করব ভাবছি তখন থেকেই লজ্জাবোধের এক অনুভূতি কাজ করছিল গোপনে মনের ভিতরে!!
যদিও বাবা মা আগে থেকে তাড়া দিচ্ছিল ছেলের জন্য বউ নিয়ে আসবে! বাবা একদিন আমাকে ডেকে বলল তোর সাথে কথা আছে :
আমি অবশ্য ধারণা করেছিলাম বিয়ের কথাই বলবে..... বাবা বলল পাশে বয়.. আমি লজ্জামোহ মন নিয়ে বসলাম, বাবা বলল তোর দাদার ইন্তেকাল হয়েছে অনেক বছর হয়েছে! তোর দাদিও অসুস্থ হাটতে পারেনা কথা বলতে পারেনা, যে কথা গুলো তোর দাদি বা দাদা বলত সেই কথা গুলো আজ আমাকে বলতে হচ্ছে!!
দেখ বাবা: তোর মায়ের সাথে কথা বললাম তোর মাও বলল ছেলের জন্য বউ নিয়ে আসতে হবে! তোর মায়ের কথায় আমিও এক মত,
আমিতো লজ্জায় লাল হয়ে যাচ্ছি.....
এখন কথা হলো তোর মতামতটাতো জানা দরকার!
আমি বললাম আপনারা যা ভালো মনে করেন:
ঠিক আছে! তবে একটি কথা বাবা.... তোর যদি কাউকে পছন্দ থাকে..... বাবা লজ্জা মিশ্রিত কন্ঠে বলল।
আমি বললাম না বাবা তেমন কেউ নেই..... বাবা বলল দেখ বাবা এখানে লজ্জার কোনো বিষয় নয়!! যেহেতু সংসার তুই করবি আমরাতো তুর উপর কোনো বোঝা চাপিয়ে দিতে পারিনা...!
বাবা বলল এখন বলতে সমস্যা হলে সময় নিয়ে বুঝে বল।
আমি বললাম বাবা আপনারা চিন্তিত হবার কারণ নেই তেমন কেউ নেই।
আচ্ছা ঠিক আছে বাবা, আমরা তাহলে মেয়ে দেখতে পারি?
আমি লজ্জা মিশ্রিত ভঙ্গিতে হ্যাঁ সুচক সম্মতি জানালাম.......!!!!
বাকিটুকু অন্য এক দিন শেয়ার করব....
বিষয়: বিবিধ
১৯১৯ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান।।
(মোবাইলে জবাব দিতে পারছিনা বলে পূনরায় কমেন্ট করলাম)
আমি বিয়ের এক মাস পর রাইতে খাইছিলাম। বউ খাওয়াইচে আমারে, আমি খাওয়াইচি বউরে।
বিয়ে শব্দটাতেই যেন
জড়িয়ে আছে
রোমান্চিত এক
অদ্ভুত
অনুভূতি,ভাবতেই
আলোড়িত তনুমন।
ধন্যবাদ ব্লগার নুর
আয়শ.............
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9615/nor15/50872#196538
মন্তব্য করতে লগইন করুন